ETV Bharat / sports

নিজামের শহরে সবুজ-মেরুন ! বিনামূল্যে দেখুন মোহনবাগানের খেলা

হায়দরাবাদ এফসি’র সামনে সবুজ-মেরুন ৷ গাচিবৌলি স্টেডিয়ামে জয়ের হ্যাটট্রিক করবে বাগান ? কোথায় বিনামূল্যে দেখবেন দিমিত্রি পেত্রোতোস, জেমি ম্যাকলারেনদের খেলা ? জেনে নিন ৷

Mohun Bagan
বিনামূল্যে দেখুন মোহনবাগানের খেলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

হায়দরাবাদ, 30 অক্টোবর: আশিক কুরুনিয়ান নেই হায়দরাবাদ এফসি ম্যাচে । ফের চোটের কারণে ছিটকে গেলেন তিনি । তবে সাহাল আব্দুল সামাদ এবং আশিস রাই ফিট । নিজামের শহরে হায়দরাবাদ এফসি ম্যাচে দু’জনকেই পাওয়া যাবে । আপুইয়াকে ফিট বলা হলেও তিনি ম্যাচ খেলার মতো জায়গায় রয়েছেন কি না সে সম্পর্কে আরও একটু অপেক্ষা করতে চান হোসে মোলিনা । তিনি যদি শেষ পর্যন্ত না-পারেন তাহলে দীপক টাঙরিকে মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকারের জায়গায় দেখা যাবে ।

ফের জয়ের সরণিতে মোহনবাগান সুপারজায়ান্ট । ছন্দে ফিরেছে দল । প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালাচ্ছে প্রতিটি ম্যাচে । মাঝের প্রায় দু’সপ্তাহ ছুটির পরে মোহনবাগান সুপার জায়ান্ট ফের অনুশীলন শুরু করেছে । মঙ্গলবার হায়দরাবাদ উড়ে যাওয়ার আগে সবুজ-মেরুন কোচ বলেছিলেন, ‘‘প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি যথেষ্ট শক্তিশালী দল । আইএসএলের প্রতিটি দলই শক্তিশালী । প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ । তাই বুধবারের ম্যাচে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ।’’ তাঁর এই আশঙ্কা অমূলক নয় । মহমেডান স্পোর্টিংকে কলকাতার মাটিতে দুর্মুষ করার পরে সিঙবই সিংটোর হায়দরাবাদ যথেষ্ট উজ্জীবিত ।

হায়দরাবাদ ম্যাচ জিতে মোলিনা সামনের দিকে তাকাতে চাইছেন । কোচ বলছেন, খেলোয়াড়দের বোঝাপড়া বাড়লে ক্ষুরধার আরও হবে মোহনবাগানের খেলা ৷ শেষ দু’ম্যাচে সবজ-মেরুনের খেলা ফের চাঙ্গা করেছে সমর্থকদের ৷ হায়দরাবাদের গাচিবৌলি স্টেডিয়ামে হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করবে বাগান ? নাকি ম্যাচ পকেটে পুরবে ‘নিজামস’ ? কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?

  • মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের সময়:

বুধবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ ম্যাচ ৷ খেলা হবে গাচিবৌলি স্টেডিয়ামে ৷

  • কোন টিভি চ্যানেল মোহনবাগান বনাম হায়দরাবাদ ম্যাচ সম্প্রচার করবে ?

মোহনবাগান বনাম হায়দরাবাদ ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

হায়দরাবাদ, 30 অক্টোবর: আশিক কুরুনিয়ান নেই হায়দরাবাদ এফসি ম্যাচে । ফের চোটের কারণে ছিটকে গেলেন তিনি । তবে সাহাল আব্দুল সামাদ এবং আশিস রাই ফিট । নিজামের শহরে হায়দরাবাদ এফসি ম্যাচে দু’জনকেই পাওয়া যাবে । আপুইয়াকে ফিট বলা হলেও তিনি ম্যাচ খেলার মতো জায়গায় রয়েছেন কি না সে সম্পর্কে আরও একটু অপেক্ষা করতে চান হোসে মোলিনা । তিনি যদি শেষ পর্যন্ত না-পারেন তাহলে দীপক টাঙরিকে মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকারের জায়গায় দেখা যাবে ।

ফের জয়ের সরণিতে মোহনবাগান সুপারজায়ান্ট । ছন্দে ফিরেছে দল । প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালাচ্ছে প্রতিটি ম্যাচে । মাঝের প্রায় দু’সপ্তাহ ছুটির পরে মোহনবাগান সুপার জায়ান্ট ফের অনুশীলন শুরু করেছে । মঙ্গলবার হায়দরাবাদ উড়ে যাওয়ার আগে সবুজ-মেরুন কোচ বলেছিলেন, ‘‘প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি যথেষ্ট শক্তিশালী দল । আইএসএলের প্রতিটি দলই শক্তিশালী । প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ । তাই বুধবারের ম্যাচে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ।’’ তাঁর এই আশঙ্কা অমূলক নয় । মহমেডান স্পোর্টিংকে কলকাতার মাটিতে দুর্মুষ করার পরে সিঙবই সিংটোর হায়দরাবাদ যথেষ্ট উজ্জীবিত ।

হায়দরাবাদ ম্যাচ জিতে মোলিনা সামনের দিকে তাকাতে চাইছেন । কোচ বলছেন, খেলোয়াড়দের বোঝাপড়া বাড়লে ক্ষুরধার আরও হবে মোহনবাগানের খেলা ৷ শেষ দু’ম্যাচে সবজ-মেরুনের খেলা ফের চাঙ্গা করেছে সমর্থকদের ৷ হায়দরাবাদের গাচিবৌলি স্টেডিয়ামে হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করবে বাগান ? নাকি ম্যাচ পকেটে পুরবে ‘নিজামস’ ? কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?

  • মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের সময়:

বুধবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ ম্যাচ ৷ খেলা হবে গাচিবৌলি স্টেডিয়ামে ৷

  • কোন টিভি চ্যানেল মোহনবাগান বনাম হায়দরাবাদ ম্যাচ সম্প্রচার করবে ?

মোহনবাগান বনাম হায়দরাবাদ ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.