ETV Bharat / sports

নাইট সংসারে ফিরে ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি মনীশের

KKR Player Manish Pandey: ছ'বছর পরে নাইট সংসারে ফিরে এসেছেন মনীশ পাণ্ডে ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে তাঁকে খেলতে হবে ৷ নাইট রাইডার্সে প্রত্যাবর্তনে ভালো কিছু করতে পারবেন বলে মনে করেন পাণ্ডে ৷

ETV Bharat
মনীশ পাণ্ডে
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 10:12 AM IST

কেকেআর-এ ফিরে খুশি মনীশ পাণ্ডে

কলকাতা, 16 মার্চ: ছ'বছর পর নাইট সংসারে ফিরে ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিলেন মনীশ পাণ্ডে ৷ 2013 থেকে 2017 পর্যন্ত শাহরুখ খানের দলের অন্যতম সদস্য ছিলেন তিনি ৷ শুধু তাই নয়, 2014 আইপিএলে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন দলেও ছিলেন মনীশ ৷ ছ' মরশুম পর সেই গম্ভীরের মেন্টরশিপে ফের নাইট সংসারে ফিরলেন এই হার্ড-হিটার ব্যাটার ৷

কেকেআর-এর প্রথম প্র্যাকটিসে সাংবাদিক সম্মেলনে এসে মনীশ জানান, ছয় বছর পরে ফের বেগুনি জার্সিতে প্রত্যাবর্তন তাঁর কাছে ঘরে ফেরার মতো ৷ ডাগ-আউটে গম্ভীরের উপস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন তিনি ৷ ছ'বছর আগে নাইট জার্সিতে ভালো পারফরম্যান্স তাঁর ক্রিকেট জীবন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল ৷ ফের পুরনো দলে এসে তিনি ফিরিয়ে দিতে চান ৷ মেন্টর হিসেবে গম্ভীরের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করেন ৷ দলে পুরনো মুখ যেমন রয়েছে, তেমনই একাধিক নতুন মুখও রয়েছে ৷ তাই দল নিয়ে তিনি খুশিই ৷ অনুশীলন যত এগোবে টিম ম্যানেজমেন্ট ঠিক কী ভূমিকায় তাঁকে চাইছে, তা বুঝতে পারবেন পাণ্ডে ৷ অধিনায়ক গম্ভীরের মধ্যে প্রকৃত নেতাকে দেখেছিলেন ৷ মেন্টর হিসেবেও একই ভূমিকা পালন করতে দেখলেন মনীশ ৷

নাইটদের মরশুমের প্রথম প্র্যাকটিসেই বৃষ্টির ছায়া ৷ ফলে ঘণ্টাখানেকের মধ্যেই প্র্যাকটিস বন্ধ করে দিতে হয় ৷ আইপিএল 2024-এ বাইশ গজে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে শুক্রবার থেকে ইডেনে চূড়ান্ত প্রস্তুতি শুরু করলেন নাইটরা ৷ মেন্টর গম্ভীর-সহ দেশের সব ক্রিকেটারই বৃহস্পতিবারই চলে এসেছেন ৷ তবে অধিনায়ক শ্রেয়স আইয়ার দলের সঙ্গে যোগ দেন শনিবার ৷ কিন্তু নাইটদের প্রথম দিনের অনুশীলনে ক্রিকেটীয় চর্চার চেয়ে বেশি করে এল ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংদের নারকেল ফাটিয়ে, উইকেটে মালা চড়িয়ে প্র্যাকটিস শুরু করা ৷

সকালে টিম মিটিংয়ে গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিতের পেপটকে তিনি উদ্দীপ্ত ৷ দলের বাকিরাও একইভাবে উজ্জীবিত বলে মনে করেন ৷ দলগত সংহতি এবং ঠিক সময়ে ঠিক পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হওয়ার রসদ লুকিয়ে থাকে বলে মনে করেন মনীশ পাণ্ডে ৷ এবছরও সেই রসদ রয়েছে বলে বিশ্বাস করেন ৷ দিনের শেষে তাই ট্রফি ফিরিয়ে নিয়ে আসতে পারলে ভালো লাগবে বলে জানিয়েছেন ৷

6 বছর পরে নাইট সংসারে তিনি ৷ তাই নতুন করে শুরু করতে হবে বলে মনে করেন মনীশ ৷ তাই প্র্যাকটিস ম্যাচ হোক বা আইপিএলের ম্যাচ, যে সুযোগ পাবেন তা দু'হাত ভরে নিতে চান ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে খেলতে হবে ৷ সেই প্রসঙ্গে মনীশ পাণ্ডে বলছেন ভারতীয় দল এবং ভারতীয় এ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ এবং সেখান থেকেই দু'জনের রসায়ন ভালো ৷ তাই নাইট সংসারে দু'জনে ভালো কিছু করতে পারবেন বলে মনে করেন ৷

10 বছর আগে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর ৷ মনীশ পাণ্ডে ব্যাটিং-অর্ডারে যেখানে খেলেন, সেই জায়গায় একাধিক ক্রিকেটার রয়েছে ৷ মনীশ বলছেন মাঝের সময়ে একাধিক নতুন মুখ এসেছে ৷ তবে তিনি যখনই সুযোগ পাবেন তখনই প্রমাণ করার চেষ্টা করবেন ৷ যেহেতু প্রথম একাদশে প্রবেশের বিষয়টি তাঁর হাতে নেই, তাই পারফরম্যান্স করেই প্রথম একাদশে ঢুকতে চান ৷ দিনের শেষে দুই পয়েন্ট দলের পকেটে ঢুকলে একজন নাইট হিসেবে খুশি হবেন ৷ সেই জয়ে নিজের ভূমিকা থাকলে আরও তৃপ্তি পাবেন ৷ এইভাবে প্রথমে দলকে নক-আউটে প্রবেশ নিশ্চিত করার দিকে নিয়ে যেতে চান ৷ তারপর ট্রফির জন্য ঝাঁপাতে চাইবেন ৷

2014 সালে কেকেআরের জার্সিতে ফাইনালে দারুণ খেলেছিলেন মনীশ পাণ্ডে ৷ পরের 10 বছরে কেকেআর ট্রফি জেতেনি ৷ চ্যাম্পিয়ন হতে হলে আর কী দরকার, এই প্রশ্নে মনীশ পাণ্ডে জানাচ্ছেন, সেবছর শুরুটা ভালো করেও মাঝে কয়েকটি ম্যাচ হারতে হয়েছিল ৷ তারপর টানা সাতটি ম্যাচে জয় ট্রফির কাছে পৌঁছে দিয়েছিল ৷ চারিত্রিক যে দৃঢ়তা সেবার দেখিয়েছিল, তা এবারও প্রয়োজন ৷ তবে এক বা দু'জন নয়, সমগ্র দলকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে ৷ তাহলেই নক-আউট খেলা এবং তারপর ট্রফি ধাওয়া করা সম্ভব হবে ৷ চ্যাম্পিয়ন হতে হলে এক্স-ফ্যাক্টরও দরকার ৷ তাদের দলে এক থেকে এগারো সবার মধ্যেই জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে ৷ যে কোনও ক্রিকেটারই এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন ৷

আরও পড়ুন:

  1. আবেগ উসকে কলকাতায় পা গম্ভীরের, নাইট অধিনায়ককে নিয়ে ফের জটিলতা
  2. বিদর্ভকে হারিয়ে রঞ্জিতে 42তম খেতাব জয় মুম্বইয়ের
  3. টাইব্রেকারে হার ইন্টারের, ওবলাকের দস্তানায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে অ্যাটলেটিকো

কেকেআর-এ ফিরে খুশি মনীশ পাণ্ডে

কলকাতা, 16 মার্চ: ছ'বছর পর নাইট সংসারে ফিরে ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিলেন মনীশ পাণ্ডে ৷ 2013 থেকে 2017 পর্যন্ত শাহরুখ খানের দলের অন্যতম সদস্য ছিলেন তিনি ৷ শুধু তাই নয়, 2014 আইপিএলে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন দলেও ছিলেন মনীশ ৷ ছ' মরশুম পর সেই গম্ভীরের মেন্টরশিপে ফের নাইট সংসারে ফিরলেন এই হার্ড-হিটার ব্যাটার ৷

কেকেআর-এর প্রথম প্র্যাকটিসে সাংবাদিক সম্মেলনে এসে মনীশ জানান, ছয় বছর পরে ফের বেগুনি জার্সিতে প্রত্যাবর্তন তাঁর কাছে ঘরে ফেরার মতো ৷ ডাগ-আউটে গম্ভীরের উপস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন তিনি ৷ ছ'বছর আগে নাইট জার্সিতে ভালো পারফরম্যান্স তাঁর ক্রিকেট জীবন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল ৷ ফের পুরনো দলে এসে তিনি ফিরিয়ে দিতে চান ৷ মেন্টর হিসেবে গম্ভীরের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করেন ৷ দলে পুরনো মুখ যেমন রয়েছে, তেমনই একাধিক নতুন মুখও রয়েছে ৷ তাই দল নিয়ে তিনি খুশিই ৷ অনুশীলন যত এগোবে টিম ম্যানেজমেন্ট ঠিক কী ভূমিকায় তাঁকে চাইছে, তা বুঝতে পারবেন পাণ্ডে ৷ অধিনায়ক গম্ভীরের মধ্যে প্রকৃত নেতাকে দেখেছিলেন ৷ মেন্টর হিসেবেও একই ভূমিকা পালন করতে দেখলেন মনীশ ৷

নাইটদের মরশুমের প্রথম প্র্যাকটিসেই বৃষ্টির ছায়া ৷ ফলে ঘণ্টাখানেকের মধ্যেই প্র্যাকটিস বন্ধ করে দিতে হয় ৷ আইপিএল 2024-এ বাইশ গজে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে শুক্রবার থেকে ইডেনে চূড়ান্ত প্রস্তুতি শুরু করলেন নাইটরা ৷ মেন্টর গম্ভীর-সহ দেশের সব ক্রিকেটারই বৃহস্পতিবারই চলে এসেছেন ৷ তবে অধিনায়ক শ্রেয়স আইয়ার দলের সঙ্গে যোগ দেন শনিবার ৷ কিন্তু নাইটদের প্রথম দিনের অনুশীলনে ক্রিকেটীয় চর্চার চেয়ে বেশি করে এল ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংদের নারকেল ফাটিয়ে, উইকেটে মালা চড়িয়ে প্র্যাকটিস শুরু করা ৷

সকালে টিম মিটিংয়ে গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিতের পেপটকে তিনি উদ্দীপ্ত ৷ দলের বাকিরাও একইভাবে উজ্জীবিত বলে মনে করেন ৷ দলগত সংহতি এবং ঠিক সময়ে ঠিক পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হওয়ার রসদ লুকিয়ে থাকে বলে মনে করেন মনীশ পাণ্ডে ৷ এবছরও সেই রসদ রয়েছে বলে বিশ্বাস করেন ৷ দিনের শেষে তাই ট্রফি ফিরিয়ে নিয়ে আসতে পারলে ভালো লাগবে বলে জানিয়েছেন ৷

6 বছর পরে নাইট সংসারে তিনি ৷ তাই নতুন করে শুরু করতে হবে বলে মনে করেন মনীশ ৷ তাই প্র্যাকটিস ম্যাচ হোক বা আইপিএলের ম্যাচ, যে সুযোগ পাবেন তা দু'হাত ভরে নিতে চান ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে খেলতে হবে ৷ সেই প্রসঙ্গে মনীশ পাণ্ডে বলছেন ভারতীয় দল এবং ভারতীয় এ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ এবং সেখান থেকেই দু'জনের রসায়ন ভালো ৷ তাই নাইট সংসারে দু'জনে ভালো কিছু করতে পারবেন বলে মনে করেন ৷

10 বছর আগে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর ৷ মনীশ পাণ্ডে ব্যাটিং-অর্ডারে যেখানে খেলেন, সেই জায়গায় একাধিক ক্রিকেটার রয়েছে ৷ মনীশ বলছেন মাঝের সময়ে একাধিক নতুন মুখ এসেছে ৷ তবে তিনি যখনই সুযোগ পাবেন তখনই প্রমাণ করার চেষ্টা করবেন ৷ যেহেতু প্রথম একাদশে প্রবেশের বিষয়টি তাঁর হাতে নেই, তাই পারফরম্যান্স করেই প্রথম একাদশে ঢুকতে চান ৷ দিনের শেষে দুই পয়েন্ট দলের পকেটে ঢুকলে একজন নাইট হিসেবে খুশি হবেন ৷ সেই জয়ে নিজের ভূমিকা থাকলে আরও তৃপ্তি পাবেন ৷ এইভাবে প্রথমে দলকে নক-আউটে প্রবেশ নিশ্চিত করার দিকে নিয়ে যেতে চান ৷ তারপর ট্রফির জন্য ঝাঁপাতে চাইবেন ৷

2014 সালে কেকেআরের জার্সিতে ফাইনালে দারুণ খেলেছিলেন মনীশ পাণ্ডে ৷ পরের 10 বছরে কেকেআর ট্রফি জেতেনি ৷ চ্যাম্পিয়ন হতে হলে আর কী দরকার, এই প্রশ্নে মনীশ পাণ্ডে জানাচ্ছেন, সেবছর শুরুটা ভালো করেও মাঝে কয়েকটি ম্যাচ হারতে হয়েছিল ৷ তারপর টানা সাতটি ম্যাচে জয় ট্রফির কাছে পৌঁছে দিয়েছিল ৷ চারিত্রিক যে দৃঢ়তা সেবার দেখিয়েছিল, তা এবারও প্রয়োজন ৷ তবে এক বা দু'জন নয়, সমগ্র দলকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে ৷ তাহলেই নক-আউট খেলা এবং তারপর ট্রফি ধাওয়া করা সম্ভব হবে ৷ চ্যাম্পিয়ন হতে হলে এক্স-ফ্যাক্টরও দরকার ৷ তাদের দলে এক থেকে এগারো সবার মধ্যেই জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে ৷ যে কোনও ক্রিকেটারই এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন ৷

আরও পড়ুন:

  1. আবেগ উসকে কলকাতায় পা গম্ভীরের, নাইট অধিনায়ককে নিয়ে ফের জটিলতা
  2. বিদর্ভকে হারিয়ে রঞ্জিতে 42তম খেতাব জয় মুম্বইয়ের
  3. টাইব্রেকারে হার ইন্টারের, ওবলাকের দস্তানায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে অ্যাটলেটিকো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.