কলকাতা, 16 মার্চ: ছ'বছর পর নাইট সংসারে ফিরে ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিলেন মনীশ পাণ্ডে ৷ 2013 থেকে 2017 পর্যন্ত শাহরুখ খানের দলের অন্যতম সদস্য ছিলেন তিনি ৷ শুধু তাই নয়, 2014 আইপিএলে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন দলেও ছিলেন মনীশ ৷ ছ' মরশুম পর সেই গম্ভীরের মেন্টরশিপে ফের নাইট সংসারে ফিরলেন এই হার্ড-হিটার ব্যাটার ৷
কেকেআর-এর প্রথম প্র্যাকটিসে সাংবাদিক সম্মেলনে এসে মনীশ জানান, ছয় বছর পরে ফের বেগুনি জার্সিতে প্রত্যাবর্তন তাঁর কাছে ঘরে ফেরার মতো ৷ ডাগ-আউটে গম্ভীরের উপস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন তিনি ৷ ছ'বছর আগে নাইট জার্সিতে ভালো পারফরম্যান্স তাঁর ক্রিকেট জীবন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল ৷ ফের পুরনো দলে এসে তিনি ফিরিয়ে দিতে চান ৷ মেন্টর হিসেবে গম্ভীরের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করেন ৷ দলে পুরনো মুখ যেমন রয়েছে, তেমনই একাধিক নতুন মুখও রয়েছে ৷ তাই দল নিয়ে তিনি খুশিই ৷ অনুশীলন যত এগোবে টিম ম্যানেজমেন্ট ঠিক কী ভূমিকায় তাঁকে চাইছে, তা বুঝতে পারবেন পাণ্ডে ৷ অধিনায়ক গম্ভীরের মধ্যে প্রকৃত নেতাকে দেখেছিলেন ৷ মেন্টর হিসেবেও একই ভূমিকা পালন করতে দেখলেন মনীশ ৷
নাইটদের মরশুমের প্রথম প্র্যাকটিসেই বৃষ্টির ছায়া ৷ ফলে ঘণ্টাখানেকের মধ্যেই প্র্যাকটিস বন্ধ করে দিতে হয় ৷ আইপিএল 2024-এ বাইশ গজে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে শুক্রবার থেকে ইডেনে চূড়ান্ত প্রস্তুতি শুরু করলেন নাইটরা ৷ মেন্টর গম্ভীর-সহ দেশের সব ক্রিকেটারই বৃহস্পতিবারই চলে এসেছেন ৷ তবে অধিনায়ক শ্রেয়স আইয়ার দলের সঙ্গে যোগ দেন শনিবার ৷ কিন্তু নাইটদের প্রথম দিনের অনুশীলনে ক্রিকেটীয় চর্চার চেয়ে বেশি করে এল ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংদের নারকেল ফাটিয়ে, উইকেটে মালা চড়িয়ে প্র্যাকটিস শুরু করা ৷
সকালে টিম মিটিংয়ে গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিতের পেপটকে তিনি উদ্দীপ্ত ৷ দলের বাকিরাও একইভাবে উজ্জীবিত বলে মনে করেন ৷ দলগত সংহতি এবং ঠিক সময়ে ঠিক পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হওয়ার রসদ লুকিয়ে থাকে বলে মনে করেন মনীশ পাণ্ডে ৷ এবছরও সেই রসদ রয়েছে বলে বিশ্বাস করেন ৷ দিনের শেষে তাই ট্রফি ফিরিয়ে নিয়ে আসতে পারলে ভালো লাগবে বলে জানিয়েছেন ৷
6 বছর পরে নাইট সংসারে তিনি ৷ তাই নতুন করে শুরু করতে হবে বলে মনে করেন মনীশ ৷ তাই প্র্যাকটিস ম্যাচ হোক বা আইপিএলের ম্যাচ, যে সুযোগ পাবেন তা দু'হাত ভরে নিতে চান ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে খেলতে হবে ৷ সেই প্রসঙ্গে মনীশ পাণ্ডে বলছেন ভারতীয় দল এবং ভারতীয় এ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ এবং সেখান থেকেই দু'জনের রসায়ন ভালো ৷ তাই নাইট সংসারে দু'জনে ভালো কিছু করতে পারবেন বলে মনে করেন ৷
10 বছর আগে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর ৷ মনীশ পাণ্ডে ব্যাটিং-অর্ডারে যেখানে খেলেন, সেই জায়গায় একাধিক ক্রিকেটার রয়েছে ৷ মনীশ বলছেন মাঝের সময়ে একাধিক নতুন মুখ এসেছে ৷ তবে তিনি যখনই সুযোগ পাবেন তখনই প্রমাণ করার চেষ্টা করবেন ৷ যেহেতু প্রথম একাদশে প্রবেশের বিষয়টি তাঁর হাতে নেই, তাই পারফরম্যান্স করেই প্রথম একাদশে ঢুকতে চান ৷ দিনের শেষে দুই পয়েন্ট দলের পকেটে ঢুকলে একজন নাইট হিসেবে খুশি হবেন ৷ সেই জয়ে নিজের ভূমিকা থাকলে আরও তৃপ্তি পাবেন ৷ এইভাবে প্রথমে দলকে নক-আউটে প্রবেশ নিশ্চিত করার দিকে নিয়ে যেতে চান ৷ তারপর ট্রফির জন্য ঝাঁপাতে চাইবেন ৷
2014 সালে কেকেআরের জার্সিতে ফাইনালে দারুণ খেলেছিলেন মনীশ পাণ্ডে ৷ পরের 10 বছরে কেকেআর ট্রফি জেতেনি ৷ চ্যাম্পিয়ন হতে হলে আর কী দরকার, এই প্রশ্নে মনীশ পাণ্ডে জানাচ্ছেন, সেবছর শুরুটা ভালো করেও মাঝে কয়েকটি ম্যাচ হারতে হয়েছিল ৷ তারপর টানা সাতটি ম্যাচে জয় ট্রফির কাছে পৌঁছে দিয়েছিল ৷ চারিত্রিক যে দৃঢ়তা সেবার দেখিয়েছিল, তা এবারও প্রয়োজন ৷ তবে এক বা দু'জন নয়, সমগ্র দলকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে ৷ তাহলেই নক-আউট খেলা এবং তারপর ট্রফি ধাওয়া করা সম্ভব হবে ৷ চ্যাম্পিয়ন হতে হলে এক্স-ফ্যাক্টরও দরকার ৷ তাদের দলে এক থেকে এগারো সবার মধ্যেই জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে ৷ যে কোনও ক্রিকেটারই এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন ৷
আরও পড়ুন: