ETV Bharat / sports

মেসির পেনাল্টি মিসেও কোপার শেষ চারে আর্জেন্তিনা, নায়ক সেই মার্তিনেজ - Copa America 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 10:24 AM IST

Updated : Jul 5, 2024, 11:33 AM IST

Copa America 2024: কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা ৷ ইকুয়েডরের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে 4-2 গোলে জিতেছেন লিওনেল মেসিরা ৷ ম্যাচ জিতলেও পেনাল্টি ফসকেছেন আর্জেন্তাইন মহাতারকা ৷ নায়ক সেই মার্তিনেজ ৷

ETV BHARAT
লিওনেল মেসি ৷ (এক্স হ্যান্ডেল)

টেক্সাস, 5 জুলাই: কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা ৷ ইকুয়েডরের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে 4-2 গোলে জিতেছেন লিওনেল মেসিরা ৷ তবে, ম্যাচ জিতলেও আজ পেনাল্টি ফসকেছেন এলএম-10 ৷ 90 মিনিটের খেলা শেষে 1-1 ড্র হয় ম্যাচ ৷ প্রথমার্ধের 35 মিনিটে আর্জেন্তিনাকে প্রথম গোল করে এগিয়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ ৷ এরপর একাধিক সুযোগ তৈরি হলেও, কাজে লাগাতে ব্যর্থ হয়েছে আর্জেন্তিনা ৷ স্টপেজ টাইমে 91 মিনিটে ইকুয়েডর কেভিন রদ্রিগেজের গোল সমতায় ফেরে ৷

এদিন পেনাল্টি শুটআউটে লিওনেল মেসি গোল মিস করেন ৷ আর্জেন্তিনার হয়ে পেনাল্টি শুটের প্রথম শটটি মেসি নিজে নিতে যান ৷ মেসির সামনে শুরু থেকেই চাপে ছিলেন ইকুয়েডরের গোলকিপার ৷ তাঁকে পরাস্তও করে ফেলেছিলেন এলএম-10 ৷ কিন্তু, মেসির চিপ করা শট ক্রসবারে লেগে ফিরে আসে ৷ তবে, এরপর আর কোনও অঘটন ঘটতে দেয়নি আর্জেন্তিনার বাকি খেলোয়াড়রা ৷ তবে, এমিলিয়ানো মার্তিনেজ প্রথম দু’টি শট সেভ করে আর্জেন্তিনার জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ৷

তবে, ইকুয়েডরের সামনে আজ সুবর্ণ সুযোগ ছিল কোপার ইতিহাসে বড় অঘটন ঘটানোর ৷ ম্যাচের 62 মিনিটে পেনাল্টি মিস করেন ইকুয়েডরের এনার ভালেন্সিয়া ৷ রদ্রিগো দে পল আর্জেন্তিনার বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ইকুয়েডর ৷ আর্জেন্তিনা পরপর পাঁচবার কোপা আমেরিকার সেমিফাইনালে কোয়ালিফাই করল ৷ লিওনেল মেসি ও তাঁর আর্জেন্তিনার সামনে টানা দু’বার কোপা আমেরিকা জেতার সুযোগ রয়েছে ৷ উল্লেখ্য, এর আগে মোট 15 বার কোপা আমেরিকার খেতাব জিতেছে আর্জেন্তিনা ৷

এদিন পেনাল্টি শুটআউটে গত বিশ্বকাপের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে অপ্রতিরোধ্য দেখিয়েছে ৷ প্রথমে ইকুয়েডরের অ্যাঞ্জেল মেনা ও তার পরেই অ্যালান মিন্ডার শট সেভ করে আর্জেন্তিনাকে ম্যাচে এগিয়ে দেন ৷ ফলে মেসির পেনাল্টি-শট মিস হওয়ার খেসারত দিতে হয়নি আর্জেন্তিনাকে ৷ লা আলবিসেলেস্তের হয়ে দ্বিতীয় শটটি নেন জুলিয়ান আলভারেজ এবং তৃতীয় শটটি নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ৷ এই দু’জনের গোলের সুবাদে আর্জেন্তিনা 2-0 এগিয়ে যায় ৷ তবে, ইকুয়েডর এরপর দু’টি শটে গোল করলেও, গোনজালো মন্তিয়েল এবং ওতামেন্দি শেষ দু’টি শট স্কোরে কনভার্ট করতেই পেনাল্টি শুটআউটে 4-2 গোলে জয়ী হয় আর্জেন্তিনা ৷

শুক্রবারের কোয়ার্টারে ভেনেজুয়েলা বনাম কানাডা ম্যাচ রয়েছে ৷ এই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে আর্জেন্তিনা ৷ আগামী 9 জুলাই নিউজার্সির এস্ট ব়্যাদারফর্ডের মেটলাইফ স্টেডিয়ামে হবে সেই ম্যাচ ৷ এমিলিয়ানো মার্টিনেজ এদিন ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ৷

টেক্সাস, 5 জুলাই: কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা ৷ ইকুয়েডরের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে 4-2 গোলে জিতেছেন লিওনেল মেসিরা ৷ তবে, ম্যাচ জিতলেও আজ পেনাল্টি ফসকেছেন এলএম-10 ৷ 90 মিনিটের খেলা শেষে 1-1 ড্র হয় ম্যাচ ৷ প্রথমার্ধের 35 মিনিটে আর্জেন্তিনাকে প্রথম গোল করে এগিয়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ ৷ এরপর একাধিক সুযোগ তৈরি হলেও, কাজে লাগাতে ব্যর্থ হয়েছে আর্জেন্তিনা ৷ স্টপেজ টাইমে 91 মিনিটে ইকুয়েডর কেভিন রদ্রিগেজের গোল সমতায় ফেরে ৷

এদিন পেনাল্টি শুটআউটে লিওনেল মেসি গোল মিস করেন ৷ আর্জেন্তিনার হয়ে পেনাল্টি শুটের প্রথম শটটি মেসি নিজে নিতে যান ৷ মেসির সামনে শুরু থেকেই চাপে ছিলেন ইকুয়েডরের গোলকিপার ৷ তাঁকে পরাস্তও করে ফেলেছিলেন এলএম-10 ৷ কিন্তু, মেসির চিপ করা শট ক্রসবারে লেগে ফিরে আসে ৷ তবে, এরপর আর কোনও অঘটন ঘটতে দেয়নি আর্জেন্তিনার বাকি খেলোয়াড়রা ৷ তবে, এমিলিয়ানো মার্তিনেজ প্রথম দু’টি শট সেভ করে আর্জেন্তিনার জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ৷

তবে, ইকুয়েডরের সামনে আজ সুবর্ণ সুযোগ ছিল কোপার ইতিহাসে বড় অঘটন ঘটানোর ৷ ম্যাচের 62 মিনিটে পেনাল্টি মিস করেন ইকুয়েডরের এনার ভালেন্সিয়া ৷ রদ্রিগো দে পল আর্জেন্তিনার বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ইকুয়েডর ৷ আর্জেন্তিনা পরপর পাঁচবার কোপা আমেরিকার সেমিফাইনালে কোয়ালিফাই করল ৷ লিওনেল মেসি ও তাঁর আর্জেন্তিনার সামনে টানা দু’বার কোপা আমেরিকা জেতার সুযোগ রয়েছে ৷ উল্লেখ্য, এর আগে মোট 15 বার কোপা আমেরিকার খেতাব জিতেছে আর্জেন্তিনা ৷

এদিন পেনাল্টি শুটআউটে গত বিশ্বকাপের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে অপ্রতিরোধ্য দেখিয়েছে ৷ প্রথমে ইকুয়েডরের অ্যাঞ্জেল মেনা ও তার পরেই অ্যালান মিন্ডার শট সেভ করে আর্জেন্তিনাকে ম্যাচে এগিয়ে দেন ৷ ফলে মেসির পেনাল্টি-শট মিস হওয়ার খেসারত দিতে হয়নি আর্জেন্তিনাকে ৷ লা আলবিসেলেস্তের হয়ে দ্বিতীয় শটটি নেন জুলিয়ান আলভারেজ এবং তৃতীয় শটটি নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ৷ এই দু’জনের গোলের সুবাদে আর্জেন্তিনা 2-0 এগিয়ে যায় ৷ তবে, ইকুয়েডর এরপর দু’টি শটে গোল করলেও, গোনজালো মন্তিয়েল এবং ওতামেন্দি শেষ দু’টি শট স্কোরে কনভার্ট করতেই পেনাল্টি শুটআউটে 4-2 গোলে জয়ী হয় আর্জেন্তিনা ৷

শুক্রবারের কোয়ার্টারে ভেনেজুয়েলা বনাম কানাডা ম্যাচ রয়েছে ৷ এই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে আর্জেন্তিনা ৷ আগামী 9 জুলাই নিউজার্সির এস্ট ব়্যাদারফর্ডের মেটলাইফ স্টেডিয়ামে হবে সেই ম্যাচ ৷ এমিলিয়ানো মার্টিনেজ এদিন ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ৷

Last Updated : Jul 5, 2024, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.