ETV Bharat / sports

অশ্বিন-জাদেজার সামনে কেএল নন, বিশেষজ্ঞ উইকেটরক্ষক খেলবেন: দ্রাবিড় - WTC

India vs England Test Series: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ ৷ যেখানে স্পিন সহায়ক উইকেটই তৈরি হবে ৷ তা ফের একবার স্পষ্ট ৷ কারণ, এবার আর কেএল রাহুল নন ৷ রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সামনে উইকেটের পিছনে বিশেষজ্ঞ কিপারকেই রাখছে টিম ম্যানেজমেন্ট ৷

ETV BHARAT Files
ETV BHARAT Files
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 7:54 PM IST

হায়দরাবাদ, 23 জানুয়ারি: ঘরের মাঠে টেস্ট সিরিজ ৷ স্বাভাবিকভাবেই স্পিন সহায়ক পিচে ব্রিটিশ ব্যাটিংয়ের পরীক্ষা নেবে ভারতীয় দল ৷ তবে, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সামনে বড় পরীক্ষার মুখে পড়বেন দলের উইকেটরক্ষকও ৷ তাই এবার আর কেএল রাহুলকে গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যাবে না ৷ থাকবেন একজন বিশেষজ্ঞ উইকেটরক্ষক ৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে দিলেন দলের হেডকোচ রাহুল দ্রাবিড় ৷

কেএল রাহুল মিডল-অর্ডারে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলবেন ৷ ফলে 25 জানুয়ারি থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম একাদশে প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে কেএস ভরতের সামনে ৷ ভারত এ দলের হয়ে রান করে এসেছেন তিনি ৷ ফলে সদ্য টেস্ট স্কোয়াডে সামিল হওয়া ধ্রুব জুরেলের আগেই তিনি সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে ৷

এ দিন রাহুল দ্রাবিড় বলেন, "এই সিরিজে রাহুল উইকেটরক্ষক হিসেবে খেলবে না ৷ দল বাছাইয়ের সময়ও আমরা এটা নিয়ে স্পষ্ট ছিলাম ৷ তাই আমরা দু’জন উইকেটরক্ষককে দলে নিয়েছি ৷ অবশ্যই দক্ষিণ আফ্রিকায় রাহুল অসাধারণ কাজ করেছে ৷ সিরিজ ড্র করার পিছনে ওর অনেক বড় ভূমিকা ছিল ৷ কিন্তু, এখানকার পরিস্থিতি ও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজকে মাথায় রেখে, আমরা বাকি দু’জন কিপারের মধ্যে একজনকে খেলাব ৷"

আর ভারতে পিচের বৈশিষ্ট্যকে মাথায় রাখলে, উইকেটরক্ষককে সবসময় স্পিনারদের বিরুদ্ধে ভালো কিপিং করতে হবে ৷ আর বিশেষ করে যে দলে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ স্পিনার রয়েছে ৷ সেখানে বিশেষজ্ঞ উইকেটরক্ষক ছাড়া নামা, আত্মহত্যার সমান ৷ উল্লেখ্য, কেএল রাহুল গ্লাভস হাতে উইকেটের পিছনে মাত্র তিনবার দাঁড়িয়েছেন তাঁর 92টি প্রথম শ্রেণির ম্যাচে ৷ তাও সবক’টি ভারতের বাইরে পেস সহায়ক পিচে ৷ সেখানে ভারতের স্পিনিং ট্র্যাকে লাল বলের ক্রিকেটে কখনই পরীক্ষিত নন কেএল রাহুল ৷

তাই এ ক্ষেত্রে ফের লাল বলে ভারতীয় জার্সিতে দেখা যেতে পারে কেএস ভরতকে ৷ শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকা সফরে দল থেকে বাদ পড়েছিলেন ৷ এবার তাঁর সামনে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ এসেছে ৷

আরও পড়ুন:

  1. ইংল্যান্ডের 'বাজবল' থিওরিতে প্রচুর উইকেট দেখছেন বুমরা
  2. ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্টে নেই বিরাট, ব্যক্তিগত কারণ বলে জানাল বোর্ড
  3. নয়া কীর্তি, সচিন-গাভাসকরদের সঙ্গে এলিট ক্লাবে পূজারা

হায়দরাবাদ, 23 জানুয়ারি: ঘরের মাঠে টেস্ট সিরিজ ৷ স্বাভাবিকভাবেই স্পিন সহায়ক পিচে ব্রিটিশ ব্যাটিংয়ের পরীক্ষা নেবে ভারতীয় দল ৷ তবে, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সামনে বড় পরীক্ষার মুখে পড়বেন দলের উইকেটরক্ষকও ৷ তাই এবার আর কেএল রাহুলকে গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যাবে না ৷ থাকবেন একজন বিশেষজ্ঞ উইকেটরক্ষক ৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে দিলেন দলের হেডকোচ রাহুল দ্রাবিড় ৷

কেএল রাহুল মিডল-অর্ডারে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলবেন ৷ ফলে 25 জানুয়ারি থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম একাদশে প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে কেএস ভরতের সামনে ৷ ভারত এ দলের হয়ে রান করে এসেছেন তিনি ৷ ফলে সদ্য টেস্ট স্কোয়াডে সামিল হওয়া ধ্রুব জুরেলের আগেই তিনি সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে ৷

এ দিন রাহুল দ্রাবিড় বলেন, "এই সিরিজে রাহুল উইকেটরক্ষক হিসেবে খেলবে না ৷ দল বাছাইয়ের সময়ও আমরা এটা নিয়ে স্পষ্ট ছিলাম ৷ তাই আমরা দু’জন উইকেটরক্ষককে দলে নিয়েছি ৷ অবশ্যই দক্ষিণ আফ্রিকায় রাহুল অসাধারণ কাজ করেছে ৷ সিরিজ ড্র করার পিছনে ওর অনেক বড় ভূমিকা ছিল ৷ কিন্তু, এখানকার পরিস্থিতি ও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজকে মাথায় রেখে, আমরা বাকি দু’জন কিপারের মধ্যে একজনকে খেলাব ৷"

আর ভারতে পিচের বৈশিষ্ট্যকে মাথায় রাখলে, উইকেটরক্ষককে সবসময় স্পিনারদের বিরুদ্ধে ভালো কিপিং করতে হবে ৷ আর বিশেষ করে যে দলে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ স্পিনার রয়েছে ৷ সেখানে বিশেষজ্ঞ উইকেটরক্ষক ছাড়া নামা, আত্মহত্যার সমান ৷ উল্লেখ্য, কেএল রাহুল গ্লাভস হাতে উইকেটের পিছনে মাত্র তিনবার দাঁড়িয়েছেন তাঁর 92টি প্রথম শ্রেণির ম্যাচে ৷ তাও সবক’টি ভারতের বাইরে পেস সহায়ক পিচে ৷ সেখানে ভারতের স্পিনিং ট্র্যাকে লাল বলের ক্রিকেটে কখনই পরীক্ষিত নন কেএল রাহুল ৷

তাই এ ক্ষেত্রে ফের লাল বলে ভারতীয় জার্সিতে দেখা যেতে পারে কেএস ভরতকে ৷ শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকা সফরে দল থেকে বাদ পড়েছিলেন ৷ এবার তাঁর সামনে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ এসেছে ৷

আরও পড়ুন:

  1. ইংল্যান্ডের 'বাজবল' থিওরিতে প্রচুর উইকেট দেখছেন বুমরা
  2. ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্টে নেই বিরাট, ব্যক্তিগত কারণ বলে জানাল বোর্ড
  3. নয়া কীর্তি, সচিন-গাভাসকরদের সঙ্গে এলিট ক্লাবে পূজারা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.