ETV Bharat / sports

লিগ টপারদের সরিয়ে ঘরের মাঠে আজ শীর্ষে ওঠার লড়াই নাইটদের - IPL 2024

KKR vs RR: ইডেনে আজ কলকাতা বনাম রাজস্থান দ্বৈরথ ৷ লখনউয়ের বিরুদ্ধে দলের জয়ের পর এখনও শহর ছাড়েননি বাদশা ৷ তাই আজও তিনি ইডেনে থাকতে পারেন বলে খবর ৷

KKR Match at Eden Gardens, কলকাতায় আইপিএল ম্যাচ
কলকাতা নাইট রাইডার্স
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 8:41 AM IST

কলকাতা, 16 এপ্রিল: রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে মঙ্গলবার সন্ধ্যায় কি শাহরুখকে দেখা যাবে ইডেনে? এখনই নিশ্চিত করে বলা না-গেলেও সম্ভাবনা প্রবল। জানা গিয়েছে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের পর তিনি এখনও শহর ছাড়েননি। বরং সাজঘরে গিয়ে দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। সুতরাং, পাঠানের আজ ইডেনে থাকার সম্ভাবনা রয়েছে ৷

সোমবার বিকেলে দুঃসহ গরমে রাজস্থান রয়্যালস ক্রিকেটাররা যখন ইডেনে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত তখন নাইটদের দেখা গেল সুইমিং পুলে । ওয়াটার ভলি খেললেন রিঙ্কু সিং-ভেঙ্কটেশ আইয়াররা। লখনউয়ের বিরুদ্ধে হেলায় জয় কেকেআরকে পয়েন্ট টেবিলে দু'নম্বরে তুলে নিয়ে এসেছে । এবার শীর্ষে ওঠার লড়াই । সামনে রাজস্থান। সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে ক্রিকেটের নন্দনকাননে এবারের আইপিলের অন্যতম সেরা ম্যাচ । মুখোমুখি হতে চলেছে এই মুহূর্তে লিগ তালিকায় সবথেকে উপরে থাকা দু'টি দল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ।

গৌতম গম্ভীর তাঁর নাইট সংসারকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন । মিচেল স্টার্ক এতদিন উইকেট খরায় ভুগছিলেন । কিন্তু রবিবাসরীয় ইডেনে তিনিও স্বমহিমায় প্রত্যাবর্তন করেছেন । তিনটি উইকেট নিয়ে নাইট বোলিংকে নেতৃত্ব দিয়েছেন । নিজের ছন্দ খুঁজে পাওয়া নিয়ে খুশি অজি পেসার । তাঁর পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্ন উঠছিল । কিন্তু অজি পেসার বোঝালেন আইপিএল-এ মানিয়ে নিতে একটু সময় প্রয়োজন ছিল তাঁর । স্টার্কের ফর্মের সঙ্গে বৈভব অরোরা রাসেল বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারিনের ধারাবাহিক ভালো পারফরম্যান্স নাইট শিবিরের গর্ব আর অন্য দলের হিংসার কারণ ।

স্টার্কের ফর্মে ফেরা এবং বোলিং বিভাগের ছন্দ যদি গৌতম গম্ভীরকে আশ্বস্ত করে তাহলে আরেকটি চিন্তার নাম অধিনায়ক শ্রেয়স আইয়ার । চোট সারিয়ে ফিরে নাইট নেতার ব্যাট থেকে প্রত্যাশিত দাপট দেখা যাচ্ছে না । উইকেট আগলে পড়ে থেকে বল প্রতি রান করার দিকে ঝুঁকছেন । তাঁর এই স্ট্র্যাটেজি ডাগ আউট নির্দেশিত ? জানা নেই । তবে তা যদি না হয়ে থাকে তাহলে নাইট ডাগ আউটে চিন্তার নাম শ্রেয়স।

পাঁচটি ম্যাচের মধ্যে 4টি জিতে 8 পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর । দলের সর্বোচ্চ রান ফিল সল্টের । ইংল্যান্ডের এই ক্রিকেটারটি নাইট শিবিরে পরশপাথরের মতো। জেসন রয় সরে দাঁড়াতে কিছুটা বাধ্য হয়েই তাঁকে দলে নিয়েছিল নাইট ম্যানেজমেন্ট । 160.50 স্ট্রাইকরেটে 191 রান করে সল্ট বুঝিয়েছেন আস্থা রেখে ভুল হয়নি । সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং রয়েছেন । ফলে নাইট ব্যাটিং লাইন আপ অধিনায়কের ব্যর্থতা সত্ত্বেও ঝলমলে দেখাচ্ছে ।

অন্যদিকে রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে । রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, জস বাটলার ও ডেভ হোয়াটমার নিয়মিত রানের মধ্যে রয়েছেন। বোলিংয়ে যজুবেন্দ্র চাহাল দারুণ ফর্মে আছেন । বোল্ট, বার্গার, আবেশ খান, কুলদীপ একইরকমভাবে ছন্দে । রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন । বাটলার এবং অশ্বিন শেষ ম্যাচে খেলেননি । ইডেনে সম্ভবত ফিরছেন তাঁরা । ফলে মঙ্গলবার সন্ধ্যায় নাইট বনাম রয়্যালসের লড়াই ইডেনে ক্রিকেটীয় উত্তাপ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা ওপরে রাখবে তা ধরে নেওয়া যায় ।

আরও পড়ুন :

  1. 'বাদশাহী জৌলুস' ভরা ইডেন, গালভরা হাসি-হাততালি দিয়ে ম্যাচ উপভোগ শাহরুখের
  2. নববর্ষের দিন জয়ে ফিরল নাইটরা, সল্টের ব্যাটে লখনউকে হারিয়ে ইতিহাস কলকাতার

কলকাতা, 16 এপ্রিল: রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে মঙ্গলবার সন্ধ্যায় কি শাহরুখকে দেখা যাবে ইডেনে? এখনই নিশ্চিত করে বলা না-গেলেও সম্ভাবনা প্রবল। জানা গিয়েছে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের পর তিনি এখনও শহর ছাড়েননি। বরং সাজঘরে গিয়ে দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। সুতরাং, পাঠানের আজ ইডেনে থাকার সম্ভাবনা রয়েছে ৷

সোমবার বিকেলে দুঃসহ গরমে রাজস্থান রয়্যালস ক্রিকেটাররা যখন ইডেনে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত তখন নাইটদের দেখা গেল সুইমিং পুলে । ওয়াটার ভলি খেললেন রিঙ্কু সিং-ভেঙ্কটেশ আইয়াররা। লখনউয়ের বিরুদ্ধে হেলায় জয় কেকেআরকে পয়েন্ট টেবিলে দু'নম্বরে তুলে নিয়ে এসেছে । এবার শীর্ষে ওঠার লড়াই । সামনে রাজস্থান। সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে ক্রিকেটের নন্দনকাননে এবারের আইপিলের অন্যতম সেরা ম্যাচ । মুখোমুখি হতে চলেছে এই মুহূর্তে লিগ তালিকায় সবথেকে উপরে থাকা দু'টি দল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ।

গৌতম গম্ভীর তাঁর নাইট সংসারকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন । মিচেল স্টার্ক এতদিন উইকেট খরায় ভুগছিলেন । কিন্তু রবিবাসরীয় ইডেনে তিনিও স্বমহিমায় প্রত্যাবর্তন করেছেন । তিনটি উইকেট নিয়ে নাইট বোলিংকে নেতৃত্ব দিয়েছেন । নিজের ছন্দ খুঁজে পাওয়া নিয়ে খুশি অজি পেসার । তাঁর পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্ন উঠছিল । কিন্তু অজি পেসার বোঝালেন আইপিএল-এ মানিয়ে নিতে একটু সময় প্রয়োজন ছিল তাঁর । স্টার্কের ফর্মের সঙ্গে বৈভব অরোরা রাসেল বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারিনের ধারাবাহিক ভালো পারফরম্যান্স নাইট শিবিরের গর্ব আর অন্য দলের হিংসার কারণ ।

স্টার্কের ফর্মে ফেরা এবং বোলিং বিভাগের ছন্দ যদি গৌতম গম্ভীরকে আশ্বস্ত করে তাহলে আরেকটি চিন্তার নাম অধিনায়ক শ্রেয়স আইয়ার । চোট সারিয়ে ফিরে নাইট নেতার ব্যাট থেকে প্রত্যাশিত দাপট দেখা যাচ্ছে না । উইকেট আগলে পড়ে থেকে বল প্রতি রান করার দিকে ঝুঁকছেন । তাঁর এই স্ট্র্যাটেজি ডাগ আউট নির্দেশিত ? জানা নেই । তবে তা যদি না হয়ে থাকে তাহলে নাইট ডাগ আউটে চিন্তার নাম শ্রেয়স।

পাঁচটি ম্যাচের মধ্যে 4টি জিতে 8 পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর । দলের সর্বোচ্চ রান ফিল সল্টের । ইংল্যান্ডের এই ক্রিকেটারটি নাইট শিবিরে পরশপাথরের মতো। জেসন রয় সরে দাঁড়াতে কিছুটা বাধ্য হয়েই তাঁকে দলে নিয়েছিল নাইট ম্যানেজমেন্ট । 160.50 স্ট্রাইকরেটে 191 রান করে সল্ট বুঝিয়েছেন আস্থা রেখে ভুল হয়নি । সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং রয়েছেন । ফলে নাইট ব্যাটিং লাইন আপ অধিনায়কের ব্যর্থতা সত্ত্বেও ঝলমলে দেখাচ্ছে ।

অন্যদিকে রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে । রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, জস বাটলার ও ডেভ হোয়াটমার নিয়মিত রানের মধ্যে রয়েছেন। বোলিংয়ে যজুবেন্দ্র চাহাল দারুণ ফর্মে আছেন । বোল্ট, বার্গার, আবেশ খান, কুলদীপ একইরকমভাবে ছন্দে । রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন । বাটলার এবং অশ্বিন শেষ ম্যাচে খেলেননি । ইডেনে সম্ভবত ফিরছেন তাঁরা । ফলে মঙ্গলবার সন্ধ্যায় নাইট বনাম রয়্যালসের লড়াই ইডেনে ক্রিকেটীয় উত্তাপ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা ওপরে রাখবে তা ধরে নেওয়া যায় ।

আরও পড়ুন :

  1. 'বাদশাহী জৌলুস' ভরা ইডেন, গালভরা হাসি-হাততালি দিয়ে ম্যাচ উপভোগ শাহরুখের
  2. নববর্ষের দিন জয়ে ফিরল নাইটরা, সল্টের ব্যাটে লখনউকে হারিয়ে ইতিহাস কলকাতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.