ETV Bharat / sports

সহায় ইন্দ্রদেব! পঞ্চমদিনেও বৃষ্টি সাথ দেবে রোহিতদের, জানাচ্ছে পূর্বাভাস - BORDER GAVASKAR TROPHY

বৃষ্টিবিঘ্নিত চতুর্থদিন গাব্বায় কোনওক্রমে ফলো-অন এড়িয়েছে ভারত ৷ ড্রয়ের দিকে এগোনো তৃতীয় টেস্টের পঞ্চমদিনও বৃষ্টি বাধ সাধবে, এমনটাই পূর্বাভাস ৷

GABBA TEST
গাব্বায় কাঁটা বৃষ্টি (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 17, 2024, 7:16 PM IST

ব্রিসবেন, 17 ডিসেম্বর: ভেস্তে গিয়েছিল প্রথমদিন ৷ খেলা হয়েছিল মাত্র 13.2 ওভার ৷ এরপর তৃতীয় ও চতুর্থদিনও গাব্বায় চলল ইন্দ্রদেবের শাসন ৷ বৃষ্টি কাঁটায় শেষ দু'দিন মিলিয়ে 90 ওভার খেলা সম্ভবপর হয়নি ৷ ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের শতরানে প্রথম ইনিংসে 445 রান তোলা অস্ট্রেলিয়া যারপরনাই হতাশ বৃষ্টির জেরে ৷ এটা নিশ্চিত যে বৃষ্টি বাধা না-হলে জয়ের জন্যই পুরোপুরি ঝাঁপাত 'ব্যাগি গ্রিন' বাহিনী ৷ তবে বৃষ্টি শাপে বর হয়েছে ভারতীয় দলের জন্য ৷ চতুর্থদিনের শেষে যা পরিস্থিতি, তাতে ব্রিসবেন টেস্টে ড্র-ই ভবিতব্য ৷

দশম উইকেটে অবিভক্ত 39 রান মঙ্গলবার গাব্বায় ফলো-অন বাঁচাতে সাহায্য করেছে ভারতকে ৷ বৃষ্টি ও মন্দ আলোর কারণে সময়ের অনেক আগেই শেষ হয়েছে চতুর্থদিনের খেলা ৷ দিনের শেষে ভারতের রান 9 উইকেটে 252 ৷ প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া পিছিয়ে এখনও 193 রানে ৷ অন্তিমদিন পুরো খেলা হলে অস্ট্রেলিয়া ম্য়াচ জয়ের জন্য অলআউট যাবে নিশ্চিত ৷ কিন্তু ভারতীয় দলের সেই আশঙ্কাও দূর করছে আবহাওয়ার পূর্বাভাস ৷ বুধবার অর্থাৎ, তৃতীয় টেস্টের পঞ্চমদিন ব্রিসবেনে 90 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস ৷

বেলার বাড়ার সঙ্গে সঙ্গে তৃতীয় ও চতুর্থদিনের মতোই দফায়-দফায় বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বলে জানাচ্ছে অ্যাকু ওয়েদার ৷ এমনকী ব্রিসবেনের বেশ কিছু জায়গা প্লাবিত হওয়ারও সম্ভাবনা রয়েছে ৷ অর্থাৎ, অন্তিমদিনেও পুরো ওভার খেলা থেকে বঞ্চিত হবেন ক্রিকেট অনুরাগীরা ৷ যা ম্য়াচের ফয়সালার সম্ভাবনা আরও কমিয়ে দেবে ৷ বুধে সারাদিন ব্রিসবেন মেঘাচ্ছন্ন থাকবে বলেও স্পষ্ট জানানো হয়েছে পূর্বাভাসে ৷ যা দেখে স্বাভাবিকভাবেই স্বস্তি অনুভব করছে রোহিতের দল ৷

তবে এযাত্রায় বৃষ্টি উতরে দিলেও সিরিজের বাকি দুই টেস্টের জন্য নতুন করে যে ভারতকে হোমওয়ার্ক করতে হবে, তা দেখিয়ে দিল গাব্বা ৷ জসপ্রীত বুমরা ছাড়া বল হাতে ব্যর্থ অন্যান্যরা ৷ পাশাপাশি অস্ট্রেলিয়ার বড় রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ দলের টপ-অর্ডার ৷ কেএল রাহুল, রবীন্দ্র জাদেজার অর্ধশতরান, শেষদিকে বুমরা-আকাশদীপের মরিয়া প্রচেষ্টায় ফলো-অন এড়াল দল ৷ সবমিলিয়ে বৃষ্টি বাঁচিয়ে দিলেও ভারতকে 'রিয়্য়ালিটি চেক' দিয়ে গেল ব্রিসবেন টেস্ট ৷

আরও পড়ুন:

ব্রিসবেন, 17 ডিসেম্বর: ভেস্তে গিয়েছিল প্রথমদিন ৷ খেলা হয়েছিল মাত্র 13.2 ওভার ৷ এরপর তৃতীয় ও চতুর্থদিনও গাব্বায় চলল ইন্দ্রদেবের শাসন ৷ বৃষ্টি কাঁটায় শেষ দু'দিন মিলিয়ে 90 ওভার খেলা সম্ভবপর হয়নি ৷ ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের শতরানে প্রথম ইনিংসে 445 রান তোলা অস্ট্রেলিয়া যারপরনাই হতাশ বৃষ্টির জেরে ৷ এটা নিশ্চিত যে বৃষ্টি বাধা না-হলে জয়ের জন্যই পুরোপুরি ঝাঁপাত 'ব্যাগি গ্রিন' বাহিনী ৷ তবে বৃষ্টি শাপে বর হয়েছে ভারতীয় দলের জন্য ৷ চতুর্থদিনের শেষে যা পরিস্থিতি, তাতে ব্রিসবেন টেস্টে ড্র-ই ভবিতব্য ৷

দশম উইকেটে অবিভক্ত 39 রান মঙ্গলবার গাব্বায় ফলো-অন বাঁচাতে সাহায্য করেছে ভারতকে ৷ বৃষ্টি ও মন্দ আলোর কারণে সময়ের অনেক আগেই শেষ হয়েছে চতুর্থদিনের খেলা ৷ দিনের শেষে ভারতের রান 9 উইকেটে 252 ৷ প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া পিছিয়ে এখনও 193 রানে ৷ অন্তিমদিন পুরো খেলা হলে অস্ট্রেলিয়া ম্য়াচ জয়ের জন্য অলআউট যাবে নিশ্চিত ৷ কিন্তু ভারতীয় দলের সেই আশঙ্কাও দূর করছে আবহাওয়ার পূর্বাভাস ৷ বুধবার অর্থাৎ, তৃতীয় টেস্টের পঞ্চমদিন ব্রিসবেনে 90 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস ৷

বেলার বাড়ার সঙ্গে সঙ্গে তৃতীয় ও চতুর্থদিনের মতোই দফায়-দফায় বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বলে জানাচ্ছে অ্যাকু ওয়েদার ৷ এমনকী ব্রিসবেনের বেশ কিছু জায়গা প্লাবিত হওয়ারও সম্ভাবনা রয়েছে ৷ অর্থাৎ, অন্তিমদিনেও পুরো ওভার খেলা থেকে বঞ্চিত হবেন ক্রিকেট অনুরাগীরা ৷ যা ম্য়াচের ফয়সালার সম্ভাবনা আরও কমিয়ে দেবে ৷ বুধে সারাদিন ব্রিসবেন মেঘাচ্ছন্ন থাকবে বলেও স্পষ্ট জানানো হয়েছে পূর্বাভাসে ৷ যা দেখে স্বাভাবিকভাবেই স্বস্তি অনুভব করছে রোহিতের দল ৷

তবে এযাত্রায় বৃষ্টি উতরে দিলেও সিরিজের বাকি দুই টেস্টের জন্য নতুন করে যে ভারতকে হোমওয়ার্ক করতে হবে, তা দেখিয়ে দিল গাব্বা ৷ জসপ্রীত বুমরা ছাড়া বল হাতে ব্যর্থ অন্যান্যরা ৷ পাশাপাশি অস্ট্রেলিয়ার বড় রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ দলের টপ-অর্ডার ৷ কেএল রাহুল, রবীন্দ্র জাদেজার অর্ধশতরান, শেষদিকে বুমরা-আকাশদীপের মরিয়া প্রচেষ্টায় ফলো-অন এড়াল দল ৷ সবমিলিয়ে বৃষ্টি বাঁচিয়ে দিলেও ভারতকে 'রিয়্য়ালিটি চেক' দিয়ে গেল ব্রিসবেন টেস্ট ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.