ETV Bharat / sports

হায়দরাবাদকে হারিয়ে ওড়িশার ঘাড়ে নিঃশ্বাস, কোন-কোন অঙ্ক মিললে প্লে-অফে লাল-হলুদ? - ISL 2024 25

শেষ দু'ম্যাচে জয় ছাড়া কোনও অপশন নেই ৷ তার উপর কোন কোন শর্তে চোখ রাখতে হবে ইস্টবেঙ্গলকে? দেখে নিন ৷

EAST BENGAL
হায়দরাবাদকে হারাল ইস্টবেঙ্গল (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 27, 2025, 8:21 AM IST

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: লাস্ট ল্য়াপে জেগে উঠেছে ইস্টবেঙ্গল ৷ প্রথম ছ'ম্যাচের অভিজ্ঞতা ভয়ঙ্কর না-হলে এতদিনে হয়তো দলকে প্রথমবার আইএসএলের প্লে-অফে পৌঁছেও দিতেন অস্কার ব্রুজোঁ ৷ সে যাইহোক, চোট-আঘাতে জর্জরিত একটা দলকে জোড়াতাপ্পি দিয়ে তিনি যে এতদূর নিয়ে এসেছেন; তাই বা কম কী? বুধবার আইএসএলের ইতিহাসের প্রথম জয়ের হ্যাটট্রিক সেরেছে ইস্টবেঙ্গল ৷ হায়দরাবাদ এফসি'কে ঘরের মাঠে হারিয়ে লাল-হলুদে এখনও বেঁচে শেষের আশ ৷

যে মনোজ মহম্মদের গোলে নিজামের শহর থেকে পুরো পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি দল, বুধবার সেই প্রাক্তনীর আত্মঘাতী গোলেই 86 মিনিটে এগিয়ে যায় লাল-হলুদ ৷ সংযুক্তি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল মেসি বৌলি ৷ জোড়া গোলে জয় 22 ম্যাচ পর ইস্টবেঙ্গলকে পৌঁছে দিল 27 পয়েন্টে ৷ গতবার 22 ম্যাচে 24 পয়েন্টে শেষ করেছিল মশালব্রিগেড ৷ সেদিক থেকে দেখতে গেলে আইএসএলের ইতিহাসে সর্বাধিক পয়েন্ট এল লাল-হলুদের ঘরে ৷ কিন্তু অবস্থান আটে ৷ সাতে থাকা ওড়িশা এফসি'র (22 ম্যাচে 29 পয়েন্ট) ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্কার ব্রুজোঁর ছেলেরা ৷

মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া, জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসি-সুপার সিক্সে এই চারটি দল নিশ্চিত ৷ বাকি দু'টি জায়গার জন্য লড়াইয়ে আরও ছ'টি দল ৷ আর দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাইয়িন এফসি, হায়দরাবাদ এফসি এবং মহামেডান স্পোর্টিং ৷

সুপার সিক্সের লড়াইয়ে কোন ছ'টি দল: প্রথম চার বাদে সুপার সিক্সের লড়াইয়ে এখনও নর্থ-ইস্ট ইউনাইটেড, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স এবং পঞ্জাব এফসি ৷

ইস্টবেঙ্গলের কী করণীয়: সুপার সিক্স নিশ্চিত করতে বাকি দু'ম্যাচে (বেঙ্গালুরু এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড) জয় ব্যতীত অন্য কোনও ফলাফলে গতি নেই ইস্টবেঙ্গলের ৷ সেইসঙ্গে তাকিয়ে থাকতে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকেও ৷ যেমন-

  1. এই মুহূর্তে লিগ টেবলে পাঁচে থাকা নর্থ-ইস্টকে (22 ম্যাচে 32 পয়েন্ট) বাকি দু'ম্যাচেই হারতে হবে ৷ যার মধ্যে একটি 'হাইল্যান্ডার্স' খেলবে ইস্টবেঙ্গলেরই বিরুদ্ধে ৷
  2. এই মুহূর্তে ছ'য়ে থাকা মুম্বই আবার নর্থ-ইস্টের থেকে এক ম্য়াচ কম খেলে সমসংখ্যক পয়েন্টে দাঁড়িয়ে ৷ অর্থাৎ, 'আইল্যান্ডার'দের শেষ তিন ম্য়াচেই হারতে হবে ৷
  3. 22 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে সাতে থাকা ওড়িশারও বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে হারের প্রত্যাশী হয়ে থাকতে হবে লাল-হলুদ ব্রিগেডকে ৷
  4. 21 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে ন'য়ে থাকা কেরালা ব্লাস্টার্সকে বাকি তিন ম্যাচের যে কোনও একটিতে পয়েন্ট নষ্ট করতে হবে অর্থাৎ, ড্র করলেও চলবে ৷
  5. কেরালার সমান ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে একাদশ স্থানে থাকা পঞ্জাব এফসি'কেও বাকি তিন ম্য়াচের যে কোনও একটিতে পয়েন্ট হারাতে হবে ৷

উপরোক্ত শর্তগুলির মধ্যে যে কোনও একটি দল শর্ত ভাঙলেও ক্ষতি নেই ৷ সেক্ষেত্রে পঞ্চম দল হিসেবে তাঁরা সুপার সিক্সের যোগ্যতা অর্জন করবে ৷ আর ইস্টবেঙ্গল হবে ষষ্ঠ ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: লাস্ট ল্য়াপে জেগে উঠেছে ইস্টবেঙ্গল ৷ প্রথম ছ'ম্যাচের অভিজ্ঞতা ভয়ঙ্কর না-হলে এতদিনে হয়তো দলকে প্রথমবার আইএসএলের প্লে-অফে পৌঁছেও দিতেন অস্কার ব্রুজোঁ ৷ সে যাইহোক, চোট-আঘাতে জর্জরিত একটা দলকে জোড়াতাপ্পি দিয়ে তিনি যে এতদূর নিয়ে এসেছেন; তাই বা কম কী? বুধবার আইএসএলের ইতিহাসের প্রথম জয়ের হ্যাটট্রিক সেরেছে ইস্টবেঙ্গল ৷ হায়দরাবাদ এফসি'কে ঘরের মাঠে হারিয়ে লাল-হলুদে এখনও বেঁচে শেষের আশ ৷

যে মনোজ মহম্মদের গোলে নিজামের শহর থেকে পুরো পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি দল, বুধবার সেই প্রাক্তনীর আত্মঘাতী গোলেই 86 মিনিটে এগিয়ে যায় লাল-হলুদ ৷ সংযুক্তি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল মেসি বৌলি ৷ জোড়া গোলে জয় 22 ম্যাচ পর ইস্টবেঙ্গলকে পৌঁছে দিল 27 পয়েন্টে ৷ গতবার 22 ম্যাচে 24 পয়েন্টে শেষ করেছিল মশালব্রিগেড ৷ সেদিক থেকে দেখতে গেলে আইএসএলের ইতিহাসে সর্বাধিক পয়েন্ট এল লাল-হলুদের ঘরে ৷ কিন্তু অবস্থান আটে ৷ সাতে থাকা ওড়িশা এফসি'র (22 ম্যাচে 29 পয়েন্ট) ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্কার ব্রুজোঁর ছেলেরা ৷

মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া, জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসি-সুপার সিক্সে এই চারটি দল নিশ্চিত ৷ বাকি দু'টি জায়গার জন্য লড়াইয়ে আরও ছ'টি দল ৷ আর দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাইয়িন এফসি, হায়দরাবাদ এফসি এবং মহামেডান স্পোর্টিং ৷

সুপার সিক্সের লড়াইয়ে কোন ছ'টি দল: প্রথম চার বাদে সুপার সিক্সের লড়াইয়ে এখনও নর্থ-ইস্ট ইউনাইটেড, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স এবং পঞ্জাব এফসি ৷

ইস্টবেঙ্গলের কী করণীয়: সুপার সিক্স নিশ্চিত করতে বাকি দু'ম্যাচে (বেঙ্গালুরু এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড) জয় ব্যতীত অন্য কোনও ফলাফলে গতি নেই ইস্টবেঙ্গলের ৷ সেইসঙ্গে তাকিয়ে থাকতে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকেও ৷ যেমন-

  1. এই মুহূর্তে লিগ টেবলে পাঁচে থাকা নর্থ-ইস্টকে (22 ম্যাচে 32 পয়েন্ট) বাকি দু'ম্যাচেই হারতে হবে ৷ যার মধ্যে একটি 'হাইল্যান্ডার্স' খেলবে ইস্টবেঙ্গলেরই বিরুদ্ধে ৷
  2. এই মুহূর্তে ছ'য়ে থাকা মুম্বই আবার নর্থ-ইস্টের থেকে এক ম্য়াচ কম খেলে সমসংখ্যক পয়েন্টে দাঁড়িয়ে ৷ অর্থাৎ, 'আইল্যান্ডার'দের শেষ তিন ম্য়াচেই হারতে হবে ৷
  3. 22 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে সাতে থাকা ওড়িশারও বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে হারের প্রত্যাশী হয়ে থাকতে হবে লাল-হলুদ ব্রিগেডকে ৷
  4. 21 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে ন'য়ে থাকা কেরালা ব্লাস্টার্সকে বাকি তিন ম্যাচের যে কোনও একটিতে পয়েন্ট নষ্ট করতে হবে অর্থাৎ, ড্র করলেও চলবে ৷
  5. কেরালার সমান ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে একাদশ স্থানে থাকা পঞ্জাব এফসি'কেও বাকি তিন ম্য়াচের যে কোনও একটিতে পয়েন্ট হারাতে হবে ৷

উপরোক্ত শর্তগুলির মধ্যে যে কোনও একটি দল শর্ত ভাঙলেও ক্ষতি নেই ৷ সেক্ষেত্রে পঞ্চম দল হিসেবে তাঁরা সুপার সিক্সের যোগ্যতা অর্জন করবে ৷ আর ইস্টবেঙ্গল হবে ষষ্ঠ ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.