ETV Bharat / sports

আইএসএলের দরজা খুলতেই বাজেট ভাবনা মহমেডানে, কী বলছেন ইনভেস্টর-কর্তা? - mohammedan sporting - MOHAMMEDAN SPORTING

Mohammedan Sporting Club: রবিবার সন্ধ্যায় সাদা-কালো সমর্থকরা বিমানবন্দরে ভিড় জমাবেন, সেটাই স্বাভাবিক ৷ আপাতত ঠিক আছে হুডখোলা বাসে আইলিগ জয়ী মহমেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের শহর পরিক্রমা করিয়ে ক্লাবে নিয়ে আসা হবে ৷ তারপর ক্লাবকর্তাদের সঙ্গে নৈশভোজ ৷

Mohammedan Sporting Club
মহমেডান স্পোর্টিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 4:31 PM IST

Updated : Apr 7, 2024, 5:24 PM IST

কলকাতা, 7 এপ্রিল: রবির সন্ধ্যায় কলকাতায় পা রাখছে আই লিগ চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ৷ এক ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়নের সঙ্গে দেশের সর্বোচ্চ লিগে খেলার ছাড়পত্র ৷ ফলে রবিবার সন্ধ্যায় সাদা-কালো সমর্থকরা বিমানবন্দরে ভিড় জমাবেন, সেটাই স্বাভাবিক ৷ আপাতত ঠিক আছে হুডখোলা বাসে আই লিগ জয়ী মহামেডান ফুটবলারদের শহর পরিক্রমা করিয়ে ক্লাবে নিয়ে আসা হবে ৷ তারপর ক্লাবকর্তাদের সঙ্গে নৈশভোজ ৷ যেহেতু আরও একটি ম্যাচ বাকি, তাই উৎসব হলেও রাশ রাখা হচ্ছে ৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রীর তরফে শুভেচ্ছা বার্তা পৌঁছেছে ৷

পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার শনিবার রাতেই উৎসবমুখর মহমেডান স্পোর্টিং ক্লাবে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন ৷ আনন্দের আবহে সাদা-কালো কর্তাদের চিন্তা আইএসএলে অংশগ্রহণের জন্য যে বিপুল অঙ্কের অর্থের দরকার তার জোগান কোথা থেকে আসবে ৷ বর্তমান লগ্নিকারি বাঙ্কার হিলস 51 শতাংশ অংশীদারিত্ব নিয়ে বসে আছেন ৷ বাকি 49 শতাংশ ক্লাবের হাতে ৷ কিন্তু আরও অনেক অর্থ দরকার ৷ গত বছর স্পেন সফর থেকে ফেরার সময় দুবাইয়ে বাণিজ্যিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী লুলু গ্রুপকে মহমেডান স্পোর্টিং ক্লাবের লগ্নিকারী হতে অনুরোধ করেছিলেন ৷

সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইস্তেয়াক রাজু আহমেদ ৷ তিনিও মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ছিলেন ৷ কথা হয়েছিল কলকাতায় অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসে লুলু গ্রুপ কলকাতার ক্লাবে লগ্নিকারী করার বিষয়টি চূড়ান্ত করবে ৷ কিন্তু সময় গড়ানোর পরে দেখা গিয়েছে দুবাইরের পুরো বিষয়টি ছিল নিছকই কথার কথা ৷ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মহমেডান স্পোর্টিং ক্লাবকে জানিয়েছেন লুলু গ্রুপের অনিচ্ছার কথা ৷ যদিও আশ্বাস দিয়েছেন তিনি উদ্যোগ নেবেন এবং পাশে থাকবেন ৷ সেই কথায় ভরসা রাখলেও মহামেডান স্পোর্টিং কর্তারা আগামিকাল সোমবার লগ্নির ব্যবস্থা কী হবে, তা নিয়ে আলোচনায় বসতে চলেছেন ৷ সেখানে বাঙ্কার হিলসের প্রতিনিধি থাকবেন ৷ তারা লগ্নির পরিমাণ বাড়াবেন কি না, তা জানতে চাওয়া হবে ৷

তার উপর ভিত্তি করে আরও কিছু সহযোগী লগ্নকারী জোগাড়ের চেষ্টার উদ্যোগ নেওয়া হবে ৷ ইতিমধ্যেই বাঙ্কার হিলস কর্তারা শহরে চলে এসেছেন ৷ দীপক সিং বলেন, "আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অবশ্যই ফুটবলারদের অভিনন্দন জানাব ৷ আইএসএলে খেলতে যাব ৷ তাই বাজেট বাড়াতে হবে এবং বাড়াব ৷ শক্তিশালী দল গড়ব আমরা ৷ চুক্তি অনুযায়ী আমাদের শেয়ার এখন 10 শতাংশ বেড়ে 61 শতাংশ হবে ৷ আমরা সহযোগী স্পনসর জোগাড় করে বাড়তি অর্থের সংকুলান করব ৷ সোমবার ক্লাবের বৈঠক আছে ৷ সেখানেই আরও ভালো খবর সামনে আসবে ৷"

প্রায় একইসঙ্গে যোগ করেন, "আমরা আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরস্কার মূল্যের 50 শতাংশ ফুটবলারদের দেব ৷ এছাড়াও শেষ ম্যাচের পরে আমরা পুরো দলকে 25 লক্ষ টাকা পুরস্কার দেব ৷" খুশির ঈদের চাঁদের অপেক্ষায় মহমেডান স্পোর্টিং ৷ তার আগে আই লিগ খেতাব জয় এবং আরও বড় লক্ষ্যে লগ্নিকারীর আশ্বাস শতাব্দী প্রাচীন ক্লাবে এখন খুশির বর্ষা ৷

আরও পড়ুন:

  1. আইলিগ জিতে আইএসএলের বৃত্তে মহামেডান, অভিনন্দন মমতা-অরূপের
  2. পেত্রাতোসের গোলে শিল্ড জয়ের স্বপ্ন বেঁচে রইল বাগানে

কলকাতা, 7 এপ্রিল: রবির সন্ধ্যায় কলকাতায় পা রাখছে আই লিগ চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ৷ এক ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়নের সঙ্গে দেশের সর্বোচ্চ লিগে খেলার ছাড়পত্র ৷ ফলে রবিবার সন্ধ্যায় সাদা-কালো সমর্থকরা বিমানবন্দরে ভিড় জমাবেন, সেটাই স্বাভাবিক ৷ আপাতত ঠিক আছে হুডখোলা বাসে আই লিগ জয়ী মহামেডান ফুটবলারদের শহর পরিক্রমা করিয়ে ক্লাবে নিয়ে আসা হবে ৷ তারপর ক্লাবকর্তাদের সঙ্গে নৈশভোজ ৷ যেহেতু আরও একটি ম্যাচ বাকি, তাই উৎসব হলেও রাশ রাখা হচ্ছে ৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রীর তরফে শুভেচ্ছা বার্তা পৌঁছেছে ৷

পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার শনিবার রাতেই উৎসবমুখর মহমেডান স্পোর্টিং ক্লাবে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন ৷ আনন্দের আবহে সাদা-কালো কর্তাদের চিন্তা আইএসএলে অংশগ্রহণের জন্য যে বিপুল অঙ্কের অর্থের দরকার তার জোগান কোথা থেকে আসবে ৷ বর্তমান লগ্নিকারি বাঙ্কার হিলস 51 শতাংশ অংশীদারিত্ব নিয়ে বসে আছেন ৷ বাকি 49 শতাংশ ক্লাবের হাতে ৷ কিন্তু আরও অনেক অর্থ দরকার ৷ গত বছর স্পেন সফর থেকে ফেরার সময় দুবাইয়ে বাণিজ্যিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী লুলু গ্রুপকে মহমেডান স্পোর্টিং ক্লাবের লগ্নিকারী হতে অনুরোধ করেছিলেন ৷

সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইস্তেয়াক রাজু আহমেদ ৷ তিনিও মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ছিলেন ৷ কথা হয়েছিল কলকাতায় অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসে লুলু গ্রুপ কলকাতার ক্লাবে লগ্নিকারী করার বিষয়টি চূড়ান্ত করবে ৷ কিন্তু সময় গড়ানোর পরে দেখা গিয়েছে দুবাইরের পুরো বিষয়টি ছিল নিছকই কথার কথা ৷ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মহমেডান স্পোর্টিং ক্লাবকে জানিয়েছেন লুলু গ্রুপের অনিচ্ছার কথা ৷ যদিও আশ্বাস দিয়েছেন তিনি উদ্যোগ নেবেন এবং পাশে থাকবেন ৷ সেই কথায় ভরসা রাখলেও মহামেডান স্পোর্টিং কর্তারা আগামিকাল সোমবার লগ্নির ব্যবস্থা কী হবে, তা নিয়ে আলোচনায় বসতে চলেছেন ৷ সেখানে বাঙ্কার হিলসের প্রতিনিধি থাকবেন ৷ তারা লগ্নির পরিমাণ বাড়াবেন কি না, তা জানতে চাওয়া হবে ৷

তার উপর ভিত্তি করে আরও কিছু সহযোগী লগ্নকারী জোগাড়ের চেষ্টার উদ্যোগ নেওয়া হবে ৷ ইতিমধ্যেই বাঙ্কার হিলস কর্তারা শহরে চলে এসেছেন ৷ দীপক সিং বলেন, "আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অবশ্যই ফুটবলারদের অভিনন্দন জানাব ৷ আইএসএলে খেলতে যাব ৷ তাই বাজেট বাড়াতে হবে এবং বাড়াব ৷ শক্তিশালী দল গড়ব আমরা ৷ চুক্তি অনুযায়ী আমাদের শেয়ার এখন 10 শতাংশ বেড়ে 61 শতাংশ হবে ৷ আমরা সহযোগী স্পনসর জোগাড় করে বাড়তি অর্থের সংকুলান করব ৷ সোমবার ক্লাবের বৈঠক আছে ৷ সেখানেই আরও ভালো খবর সামনে আসবে ৷"

প্রায় একইসঙ্গে যোগ করেন, "আমরা আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরস্কার মূল্যের 50 শতাংশ ফুটবলারদের দেব ৷ এছাড়াও শেষ ম্যাচের পরে আমরা পুরো দলকে 25 লক্ষ টাকা পুরস্কার দেব ৷" খুশির ঈদের চাঁদের অপেক্ষায় মহমেডান স্পোর্টিং ৷ তার আগে আই লিগ খেতাব জয় এবং আরও বড় লক্ষ্যে লগ্নিকারীর আশ্বাস শতাব্দী প্রাচীন ক্লাবে এখন খুশির বর্ষা ৷

আরও পড়ুন:

  1. আইলিগ জিতে আইএসএলের বৃত্তে মহামেডান, অভিনন্দন মমতা-অরূপের
  2. পেত্রাতোসের গোলে শিল্ড জয়ের স্বপ্ন বেঁচে রইল বাগানে
Last Updated : Apr 7, 2024, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.