ETV Bharat / sports

তিরন্দাজি বিশ্বকাপে মেয়েদের দলগত ইভেন্টে সোনা, রুপো এল মিক্সড কম্পাউন্ড বিভাগে - Compound Archery World Cup

Compound Archery World Cup 2024: তিরন্দাজি বিশ্বকাপে মেয়েদের দলগত ইভেন্টে সোনা জ্যোতি সুরেখা ভেন্নম, পরণীত কৌর এবং অদিতি গোপিচন্দ স্বামীর ৷ মিক্সড কম্পাউন্ড বিভাগে রুপো জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নম এবং প্রিয়াংশ ৷

ETV BHARAT
তিরন্দাজি বিশ্বকাপে মেয়েদের দলগত ইভেন্টে সোনা ভারতের ৷ (ছবি- সাই মিডিয়া এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : May 25, 2024, 2:49 PM IST

ইয়েচিওন (দক্ষিণ কোরিয়া), 25 মে: তিরন্দাজি বিশ্বকাপে মেয়েদের দলগত ইভেন্টে সোনা জিতল ভারতীয় দল ৷ জ্যোতি সুরেখা ভেন্নম, পরণীত কৌর এবং অদিতি গোপিচন্দ স্বামী এনিয়ে পরপর তিনবার তিরন্দাজি বিশ্বকাপের দলগত ইভেন্টে সোনা জিতলেন ৷ অন্যদিকে, মিক্সড কম্পাউন্ড বিভাগে শনিবার রুপো জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নম এবং প্রিয়াংশের জুটি ৷

বিশ্বের একনম্বর মহিলা তিরন্দাজ দল হিসেবে বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপিচন্দ স্বামী ৷ ফাইনালে তুরস্কের হাজাল বুরুন, আয়সে বেরা সুজের এবং বেগম যুবার বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখান ভারতীয় তিন তিরন্দাজ ৷ তুরস্কের তিরন্দাজি দল কখনই ম্যাচে ফিরে আসার সুযোগ পাননি জ্যোতিদের সামনে ৷ এমনকী ভারতীয় তিরন্দাজদের একটি সেটও ড্রপ হয়নি ফাইনালে ৷ তাঁরা 6 পয়েন্টের লিড নিয়ে 232-226 স্কোরে একপেশেভাবে ফাইনাল ম্যাচ জেতেন ৷

আরও পড়ুন:

সিঙ্গলস বিশ্বকাপ জয়ী অদিতি গোপীচন্দ স্বামী, জ্যোতি সুরেখা এবং পরনীত কৌরের জুটি এনিয়ে পরপর তিনবার তিরন্দাজির টিম ইভেন্টে সোনার পদক জিতেছেন ৷ তাঁরা মরশুমের শুরুতে সাংহাইতে বিশ্বকাপের স্টেজ ওয়ানে চ্যাম্পিয়ন হন ৷ সেখানে ইতালিকে হারিয়েছিলেন অদিতিরা, জ্যোতি এবং পরণীত ৷ এমনকি গতবছর প্যারিসে বিশ্বকাপের চতুর্থ স্টেজেও সোনা জেতেন ভারতীয় ত্রয়ী ৷ টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ভারতীয় দল শুরুতেই কমপ্লিট 30 পয়েন্ট সংগ্রহ করেন ৷ তিনজনই সেন্টার পয়েন্টর একেবারে পাশে লক্ষ্যভেদ করেন ৷ তবে, এর পরের তিন রাউন্ডে তিনজনেই 9 পয়েন্ট করে পান ৷ তবে, এখানেও প্রতিপক্ষ তথা টুর্নামেন্টের পঞ্চম বাছাই তুরস্কের থেকে এগিয়ে ছিলেন জ্যোতি, অদিতি এবং পরণীতরা ৷

অন্যদিকে, জ্যোতি সুরেখা ভেন্নম এবং প্রিয়াংশের মিক্সড তিরন্দাজ জুটি একটুর জন্য সোনা হাতছাড়া করলেন ৷ তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের অলিভিয়া ডিন এবং সোয়্যার সুলিভানের কাছে 155-153 স্কোরে হেরেছেন ৷ তবে, ভারতকে মিডক্স রাউন্ডে রুপোর পদক এনে দিয়েছেন দুই তিরন্দাজ ৷

আরও পড়ুন:

ইয়েচিওন (দক্ষিণ কোরিয়া), 25 মে: তিরন্দাজি বিশ্বকাপে মেয়েদের দলগত ইভেন্টে সোনা জিতল ভারতীয় দল ৷ জ্যোতি সুরেখা ভেন্নম, পরণীত কৌর এবং অদিতি গোপিচন্দ স্বামী এনিয়ে পরপর তিনবার তিরন্দাজি বিশ্বকাপের দলগত ইভেন্টে সোনা জিতলেন ৷ অন্যদিকে, মিক্সড কম্পাউন্ড বিভাগে শনিবার রুপো জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নম এবং প্রিয়াংশের জুটি ৷

বিশ্বের একনম্বর মহিলা তিরন্দাজ দল হিসেবে বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপিচন্দ স্বামী ৷ ফাইনালে তুরস্কের হাজাল বুরুন, আয়সে বেরা সুজের এবং বেগম যুবার বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখান ভারতীয় তিন তিরন্দাজ ৷ তুরস্কের তিরন্দাজি দল কখনই ম্যাচে ফিরে আসার সুযোগ পাননি জ্যোতিদের সামনে ৷ এমনকী ভারতীয় তিরন্দাজদের একটি সেটও ড্রপ হয়নি ফাইনালে ৷ তাঁরা 6 পয়েন্টের লিড নিয়ে 232-226 স্কোরে একপেশেভাবে ফাইনাল ম্যাচ জেতেন ৷

আরও পড়ুন:

সিঙ্গলস বিশ্বকাপ জয়ী অদিতি গোপীচন্দ স্বামী, জ্যোতি সুরেখা এবং পরনীত কৌরের জুটি এনিয়ে পরপর তিনবার তিরন্দাজির টিম ইভেন্টে সোনার পদক জিতেছেন ৷ তাঁরা মরশুমের শুরুতে সাংহাইতে বিশ্বকাপের স্টেজ ওয়ানে চ্যাম্পিয়ন হন ৷ সেখানে ইতালিকে হারিয়েছিলেন অদিতিরা, জ্যোতি এবং পরণীত ৷ এমনকি গতবছর প্যারিসে বিশ্বকাপের চতুর্থ স্টেজেও সোনা জেতেন ভারতীয় ত্রয়ী ৷ টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ভারতীয় দল শুরুতেই কমপ্লিট 30 পয়েন্ট সংগ্রহ করেন ৷ তিনজনই সেন্টার পয়েন্টর একেবারে পাশে লক্ষ্যভেদ করেন ৷ তবে, এর পরের তিন রাউন্ডে তিনজনেই 9 পয়েন্ট করে পান ৷ তবে, এখানেও প্রতিপক্ষ তথা টুর্নামেন্টের পঞ্চম বাছাই তুরস্কের থেকে এগিয়ে ছিলেন জ্যোতি, অদিতি এবং পরণীতরা ৷

অন্যদিকে, জ্যোতি সুরেখা ভেন্নম এবং প্রিয়াংশের মিক্সড তিরন্দাজ জুটি একটুর জন্য সোনা হাতছাড়া করলেন ৷ তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের অলিভিয়া ডিন এবং সোয়্যার সুলিভানের কাছে 155-153 স্কোরে হেরেছেন ৷ তবে, ভারতকে মিডক্স রাউন্ডে রুপোর পদক এনে দিয়েছেন দুই তিরন্দাজ ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.