ETV Bharat / sports

বাংলাদেশ সিরিজের আগে দলীপ খেলবেন রোহিত-বিরাট! ঈশানকে সোনালি সুযোগ - DULEEP TROPHY - DULEEP TROPHY

INDIAN CRICKETERS TO PLAY DULEEP TROPHY: বাংলাদেশের বিরুদ্ধে লাল বলের সিরিজের আগে দলীপে হাত পাকাবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে শুভমন গিল, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবকেও ডেকেছে বিসিসিআই ৷

ROHIT SHARMA
রোহিত শর্মা (GETTY IMAGE)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 12, 2024, 1:35 PM IST

নয়াদিল্লি, 12 অগস্ট: জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্ট খেলার ব্য়াপারে সম্প্রতি কড়া অবস্থান গ্রহণ করেছে বিসিসিআই ৷ বোর্ডের সেই অবস্থানকে মান্যতা দিয়ে আগামী মাসের শুরুতে দলীপ ট্রফিতে অংশ নিতে চলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, বাংলাদেশের বিরুদ্ধে লাল বলের সিরিজের আগে দলীপে হাত পাকাবেন ভারতীয় ক্রিকেটের দুই বড় নাম ৷ আগামী চার মাসে 10টি টেস্ট খেলতে চলা ভারতীয় দলের মহড়াও ভালোমত হয়ে যাবে ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে দিয়ে ৷

আপাতত মাসদেড়েকের বিরতি ভারতীয় ক্রিকেট দলের ৷ 19 সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল ৷ তার আগে কেবল রোহিত-বিরাট নন, ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে শুভমন গিল, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবকেও ডেকেছে বিসিসিআই ৷ শুধুই কি তাই! 'অবাধ্য' ঈশান কিষাণকেও বোর্ড ফের সুযোগ দিতে চলেছে জাতীয় দলের দৌড়ে ফেরার ৷ দলীপে খেলার সম্ভাবনা শ্রেয়স আইয়ারকেও ৷

তবে জসপ্রীত বুমরাকে বিশ্রাম নিতে বলা হয়েছে বোর্ডের তরফে ৷ নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও তাঁর সহকারীরা নতুন ফর্ম্যাটে দলীপের জন্য ভারতের এ,বি,সি,ডি টিম বেছে নেবেন ৷ প্রাথমিকভাবে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে এই ঘরোয়া টুর্নামেন্ট খেলার কথা থাকলেও বিরাট-রোহিতদের মত তারকা ক্রিকেটারদের অংশগ্রহণের কথা মাথায় রেখে ভাবনাচিন্তায় বদল আনতে পারে বোর্ড ৷ 5 সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে 22 সেপ্টেম্বর ৷ ফলত, বাংলাদেশ সিরিজের কারণে শেষ পর্বে হয়তো জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবেন না ৷ তাই প্রথম রাউন্ডের ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলানোর চিন্তার রয়েছে বোর্ডের ৷

তবে মনে করা হচ্ছে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানেকে ব্যতিরেকেই দলীপের দল সাজাবেন আগরকর অ্যান্ড কোম্পানি ৷ কারণ সাম্প্রতিক অতীতের পারফরম্যান্স অনুযায়ী জাতীয় দলে পুনরায় সুযোগ পাওয়ার দৌড় থেকে অনেক দূরে এই দুই স্পেশালিস্ট ব্যাটার ৷ পরিবর্তে নতুনদের সুযোগ দিতে চাইছে বোর্ড ৷ ফলত পূজারা-রাহানেকে দলীপে দেখা না-যাওয়ার সম্ভাবনাই বেশি ৷

নয়াদিল্লি, 12 অগস্ট: জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্ট খেলার ব্য়াপারে সম্প্রতি কড়া অবস্থান গ্রহণ করেছে বিসিসিআই ৷ বোর্ডের সেই অবস্থানকে মান্যতা দিয়ে আগামী মাসের শুরুতে দলীপ ট্রফিতে অংশ নিতে চলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, বাংলাদেশের বিরুদ্ধে লাল বলের সিরিজের আগে দলীপে হাত পাকাবেন ভারতীয় ক্রিকেটের দুই বড় নাম ৷ আগামী চার মাসে 10টি টেস্ট খেলতে চলা ভারতীয় দলের মহড়াও ভালোমত হয়ে যাবে ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে দিয়ে ৷

আপাতত মাসদেড়েকের বিরতি ভারতীয় ক্রিকেট দলের ৷ 19 সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল ৷ তার আগে কেবল রোহিত-বিরাট নন, ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে শুভমন গিল, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবকেও ডেকেছে বিসিসিআই ৷ শুধুই কি তাই! 'অবাধ্য' ঈশান কিষাণকেও বোর্ড ফের সুযোগ দিতে চলেছে জাতীয় দলের দৌড়ে ফেরার ৷ দলীপে খেলার সম্ভাবনা শ্রেয়স আইয়ারকেও ৷

তবে জসপ্রীত বুমরাকে বিশ্রাম নিতে বলা হয়েছে বোর্ডের তরফে ৷ নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও তাঁর সহকারীরা নতুন ফর্ম্যাটে দলীপের জন্য ভারতের এ,বি,সি,ডি টিম বেছে নেবেন ৷ প্রাথমিকভাবে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে এই ঘরোয়া টুর্নামেন্ট খেলার কথা থাকলেও বিরাট-রোহিতদের মত তারকা ক্রিকেটারদের অংশগ্রহণের কথা মাথায় রেখে ভাবনাচিন্তায় বদল আনতে পারে বোর্ড ৷ 5 সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে 22 সেপ্টেম্বর ৷ ফলত, বাংলাদেশ সিরিজের কারণে শেষ পর্বে হয়তো জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবেন না ৷ তাই প্রথম রাউন্ডের ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলানোর চিন্তার রয়েছে বোর্ডের ৷

তবে মনে করা হচ্ছে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানেকে ব্যতিরেকেই দলীপের দল সাজাবেন আগরকর অ্যান্ড কোম্পানি ৷ কারণ সাম্প্রতিক অতীতের পারফরম্যান্স অনুযায়ী জাতীয় দলে পুনরায় সুযোগ পাওয়ার দৌড় থেকে অনেক দূরে এই দুই স্পেশালিস্ট ব্যাটার ৷ পরিবর্তে নতুনদের সুযোগ দিতে চাইছে বোর্ড ৷ ফলত পূজারা-রাহানেকে দলীপে দেখা না-যাওয়ার সম্ভাবনাই বেশি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.