ETV Bharat / sports

টস জিতলেন শুভমন, সিরিজ পকেটে পুরতে প্রথমে ফিল্ডিং করছে ভারত - IND vs ZIM - IND VS ZIM

India Vs Zimbabwe 4th T20I: হারারেরে শনিবার চতুর্থ টি-20 ম্যাচ ৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল ৷ প্রথম টি-20 ম্যাচে একমাত্র জয় পেয়েছে জিম্বাবোয়ে ৷ পরের দু'টিতে জয় ছিনিয়ে নিয়েছে ভারত ৷ আর আজ জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে ভারতীয় ক্রিকেটের আগামী প্রজন্ম ৷

India Vs Zimbabwe at Harare
ভারত ও জিম্বাবোয়ের টস (জিম্বাবোসে ক্রিকেট এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 4:46 PM IST

Updated : Jul 13, 2024, 5:15 PM IST

হারারে, 13 জুলাই: বার্বাডোজের মাটিতে ভারত বিশ্বজয়ের পর এবার টি-20 ক্রিকেটে আরও একটা সিরিজ জয়ের হাতছানি। শনিবার হারারেতে জিম্বাবোয়েকে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের হেফাজতে করতে চান শুভমন ব্রিগেড। আজ টস জিতে প্রথমে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন শুভমন গিল ৷ অল্প রানে প্রতিপক্ষকে বাঁধতে চায় ভারতীয় দল ৷

এর আগে, লো-স্কোরিং ম্যাচে প্রথম টি-20তে জিম্বাবোয়ের কাছে হেরে যায় শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ও তৃতীয় টি-20 ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ভারত। সেই সুবাদে 5 ম্যাচের সিরিজে আপাতত 2-1 ব্যবধানে এগিয়ে 'মেন ইন ব্লু' ৷ এই অবস্থায় চতুর্থ টি-20 ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে শুভমন গিলদের। জিম্বাবোয়েও চাইবে সিরিজে সমতা ফিরিয়ে, ঘরের মাঠে হার এড়াতে।

টসে জিতে এদিন শুভমন বলেন, " ফ্রেশ উইকেটে আমরা প্রথমে বোলিং করব। আশা করছি, ফাস্ট বোলাররা সাহায্য পাবে। ডেথ বোলিংয়ে আমাদের উন্নতির জায়গা রয়েছে। গত ম্যাচ জিতে আমরা তৃপ্তি পেয়েছি (আগের ম্যাচে)। আবেশ খানের জায়গায় অভিষেক হচ্ছে তুষার দেশপাণ্ডের।" যদিও আগে মনে করা হচ্ছিল তুষার আজ খেলবেন ৷ তবে তিনি কার জায়গায় নামবেন, তা নিয়ে জল্পনা চলছিল ৷ টস হতেই তা পরিষ্কার হয়ে গেল ৷

পালটা জিম্বাবোয়ে অধিনায়কের কথা, "আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। উইকেট পরের দিকে মন্থর হয়ে যাবে। আমরা 2026 বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য আমাদের প্রয়োজন কোয়ালিটি গেম-টাইম। আশা করি, আমাদের টপ-থ্রি ক্লিক করতে পারবেন। আমরা চাইছি তিনটি বিভাগেই ভালো পারফর্ম করতে। ওয়েলিংটন মাসাকাদজা বাদ পড়েছেন। ফারাজ আকরাম সেই জায়গা নিয়েছেন।"

  • জিম্বাবোয়ের প্রথম একাদশ- ওয়েসলি মাধভেরে, তাদিওয়ানাশে মারুমনি, ব্রায়ান বেনেট, ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), জোনাথন ক্যাম্পবেল, ফারাজ আকরাম, ক্লাইভ মাদান্ডে (উইকেট রক্ষক), রিচার্ড নাগারভা, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ৷
  • ভারতের প্রথম একাদশ-যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (অধিনায়ক), অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), রিংকু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, তুষার দেশপাণ্ডে, খলিল আহমেদ ৷

হারারে, 13 জুলাই: বার্বাডোজের মাটিতে ভারত বিশ্বজয়ের পর এবার টি-20 ক্রিকেটে আরও একটা সিরিজ জয়ের হাতছানি। শনিবার হারারেতে জিম্বাবোয়েকে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের হেফাজতে করতে চান শুভমন ব্রিগেড। আজ টস জিতে প্রথমে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন শুভমন গিল ৷ অল্প রানে প্রতিপক্ষকে বাঁধতে চায় ভারতীয় দল ৷

এর আগে, লো-স্কোরিং ম্যাচে প্রথম টি-20তে জিম্বাবোয়ের কাছে হেরে যায় শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ও তৃতীয় টি-20 ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ভারত। সেই সুবাদে 5 ম্যাচের সিরিজে আপাতত 2-1 ব্যবধানে এগিয়ে 'মেন ইন ব্লু' ৷ এই অবস্থায় চতুর্থ টি-20 ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে শুভমন গিলদের। জিম্বাবোয়েও চাইবে সিরিজে সমতা ফিরিয়ে, ঘরের মাঠে হার এড়াতে।

টসে জিতে এদিন শুভমন বলেন, " ফ্রেশ উইকেটে আমরা প্রথমে বোলিং করব। আশা করছি, ফাস্ট বোলাররা সাহায্য পাবে। ডেথ বোলিংয়ে আমাদের উন্নতির জায়গা রয়েছে। গত ম্যাচ জিতে আমরা তৃপ্তি পেয়েছি (আগের ম্যাচে)। আবেশ খানের জায়গায় অভিষেক হচ্ছে তুষার দেশপাণ্ডের।" যদিও আগে মনে করা হচ্ছিল তুষার আজ খেলবেন ৷ তবে তিনি কার জায়গায় নামবেন, তা নিয়ে জল্পনা চলছিল ৷ টস হতেই তা পরিষ্কার হয়ে গেল ৷

পালটা জিম্বাবোয়ে অধিনায়কের কথা, "আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। উইকেট পরের দিকে মন্থর হয়ে যাবে। আমরা 2026 বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য আমাদের প্রয়োজন কোয়ালিটি গেম-টাইম। আশা করি, আমাদের টপ-থ্রি ক্লিক করতে পারবেন। আমরা চাইছি তিনটি বিভাগেই ভালো পারফর্ম করতে। ওয়েলিংটন মাসাকাদজা বাদ পড়েছেন। ফারাজ আকরাম সেই জায়গা নিয়েছেন।"

  • জিম্বাবোয়ের প্রথম একাদশ- ওয়েসলি মাধভেরে, তাদিওয়ানাশে মারুমনি, ব্রায়ান বেনেট, ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), জোনাথন ক্যাম্পবেল, ফারাজ আকরাম, ক্লাইভ মাদান্ডে (উইকেট রক্ষক), রিচার্ড নাগারভা, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ৷
  • ভারতের প্রথম একাদশ-যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (অধিনায়ক), অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), রিংকু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, তুষার দেশপাণ্ডে, খলিল আহমেদ ৷
Last Updated : Jul 13, 2024, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.