হারারে, 13 জুলাই: বার্বাডোজের মাটিতে ভারত বিশ্বজয়ের পর এবার টি-20 ক্রিকেটে আরও একটা সিরিজ জয়ের হাতছানি। শনিবার হারারেতে জিম্বাবোয়েকে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের হেফাজতে করতে চান শুভমন ব্রিগেড। আজ টস জিতে প্রথমে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন শুভমন গিল ৷ অল্প রানে প্রতিপক্ষকে বাঁধতে চায় ভারতীয় দল ৷
এর আগে, লো-স্কোরিং ম্যাচে প্রথম টি-20তে জিম্বাবোয়ের কাছে হেরে যায় শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ও তৃতীয় টি-20 ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ভারত। সেই সুবাদে 5 ম্যাচের সিরিজে আপাতত 2-1 ব্যবধানে এগিয়ে 'মেন ইন ব্লু' ৷ এই অবস্থায় চতুর্থ টি-20 ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে শুভমন গিলদের। জিম্বাবোয়েও চাইবে সিরিজে সমতা ফিরিয়ে, ঘরের মাঠে হার এড়াতে।
টসে জিতে এদিন শুভমন বলেন, " ফ্রেশ উইকেটে আমরা প্রথমে বোলিং করব। আশা করছি, ফাস্ট বোলাররা সাহায্য পাবে। ডেথ বোলিংয়ে আমাদের উন্নতির জায়গা রয়েছে। গত ম্যাচ জিতে আমরা তৃপ্তি পেয়েছি (আগের ম্যাচে)। আবেশ খানের জায়গায় অভিষেক হচ্ছে তুষার দেশপাণ্ডের।" যদিও আগে মনে করা হচ্ছিল তুষার আজ খেলবেন ৷ তবে তিনি কার জায়গায় নামবেন, তা নিয়ে জল্পনা চলছিল ৷ টস হতেই তা পরিষ্কার হয়ে গেল ৷
🚨 Toss Update 🚨#TeamIndia elect to bowl in the 4th T20I.
— BCCI (@BCCI) July 13, 2024
Follow The Match ▶️ https://t.co/AaZlvFY7x7
#ZIMvIND pic.twitter.com/REv99Npsum
পালটা জিম্বাবোয়ে অধিনায়কের কথা, "আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। উইকেট পরের দিকে মন্থর হয়ে যাবে। আমরা 2026 বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য আমাদের প্রয়োজন কোয়ালিটি গেম-টাইম। আশা করি, আমাদের টপ-থ্রি ক্লিক করতে পারবেন। আমরা চাইছি তিনটি বিভাগেই ভালো পারফর্ম করতে। ওয়েলিংটন মাসাকাদজা বাদ পড়েছেন। ফারাজ আকরাম সেই জায়গা নিয়েছেন।"
Here's a look at #TeamIndia's Playing XI for the 4th T20I 👌👌
— BCCI (@BCCI) July 13, 2024
Tushar Deshpande makes his international Debut 👏👏
Follow The Match ▶️ https://t.co/AaZlvFY7x7#ZIMvIND pic.twitter.com/BEPBuEdC2k
- জিম্বাবোয়ের প্রথম একাদশ- ওয়েসলি মাধভেরে, তাদিওয়ানাশে মারুমনি, ব্রায়ান বেনেট, ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), জোনাথন ক্যাম্পবেল, ফারাজ আকরাম, ক্লাইভ মাদান্ডে (উইকেট রক্ষক), রিচার্ড নাগারভা, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ৷
- ভারতের প্রথম একাদশ-যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (অধিনায়ক), অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), রিংকু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, তুষার দেশপাণ্ডে, খলিল আহমেদ ৷