ETV Bharat / sports

পাক ফিল্ডারদের হাত থেকে ফসকাল আট-আটটি ক্যাচ, বিশ্বকাপে কপাল পুড়ল ভারতের

অস্ট্রেলিয়ার কাছে রবিবার হারের পর ভারতের সেমির আশা ছিল ক্ষীণ ৷ সোমবার নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের জঘন্য হার শেষ আশায় জল ঢালল ৷

author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

FATIMA SANA
পাক অধিনায়িকা ফতিমা সানা (AP Photo)

দুবাই, 15 অক্টোবর: অস্ট্রেলিয়ার কাছে হারের পর মহিলাদের কুড়ি-বিশের বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে রবিবার পাকিস্তানের দিকে তাকিয়েছিল ভারত ৷ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে খানিকটা উভয় সংকটে পড়েছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ সে যাইহোক, নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের বিশ্রী হারে কপাল পুড়ল ভারতের ৷ নিজেদের সেমিতে পৌঁছনোর যেটুকু সুযোগ ছিল, সেটুকুও হেলায় হারাল পাক মহিলা দল ৷ হেলায় কারণ, একটি-দু'টি নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন আট-আটটি ক্য়াচ ফেললেন পাক ফিল্ডাররা ৷

টস জিতে প্রথমে ব্যাট করে এদিন স্কোরবোর্ডে ছয় উইকেট হারিয়ে 110 রান তোলে কিউয়িরা ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মন্থর পিচে যা যথেষ্ট বেগ দেওয়ার মত ৷ কিন্তু পাক ফিল্ডাররা যে হারে এদিন ক্যাচ ফসকালেন, তাতে বিশ্বকাপের মত মঞ্চে তাদের প্রতিনিধিত্ব করা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য ৷ ক্য়াচগুলো মিস না-হলে ব্ল্যাক-ক্যাপসদের ইনিংস যে অনেক আগেই শেষ হয়ে যেত, সে বিষয় কোনও সন্দেহ নেই ৷ পরিসংখ্য়ান বলছে পাকিস্তান ফিল্ডাররা এদিন অন্তিম ওভারে ফেলেছেন তিনটি ক্যাচ ৷ তার আগে পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, ষষ্ঠদশ এবং অষ্টাদশ ওভারে একটি করে ক্য়াচ ফসকান পাক ফিল্ডাররা ৷

যা দেখে প্রাক্তন ভারতীয় পেসার মুনাফ প্যাটেল সোশাল মিডিয়ায় বিস্ময় প্রকাশ করেন ৷ তিনি লেখেন, "আপনারা জানেন কতগুলো ক্যাচ আজ পাকিস্তান মিস করেছে?" সমীকরণ বলছে, নিউজিল্যান্ডকে 110 রানে বেঁধে রাখার পর পাকিস্তানের কাছে সুযোগ ছিল সেমিতে পৌঁছনোর ৷ সেক্ষেত্রে 11.3 ওভারের মধ্যে 116 রান তুলতে হত তাঁদের ৷ কিন্তু রান তাড়া করতে নেমে পাক ব্য়াটিং যেন তাসের ঘর ৷ আক্রমণাত্মক হতে গিয়ে 11.4 ওভারে মাত্র 56 রানে গুটিয়ে যায় তারা ৷ অ্য়ামিলিয়া কের নেন তিন উইকেট, দু'টি উইকেট নেন এডেন কারসন ৷ একটি করে উইকেট নেন রোজমেরি মাইর, লিয়া তাহুহু এবং ফ্র্যান জোনাস ৷

সবমিলিয়ে 54 রানে জঘন্য হারে নিজেদের সেমিতে ওঠার আশা তো শেষ হয়ই ৷ সেইসঙ্গে ভারতেরও শেষ চারে ওঠার দরজা বন্ধ করে দেয় পাকিস্তান ৷ এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল 2020 সালের রানার্স ভারত ৷ অন্যদিকে আট বছর পর ফের সেমিতে কিউয়িরা ৷

দুবাই, 15 অক্টোবর: অস্ট্রেলিয়ার কাছে হারের পর মহিলাদের কুড়ি-বিশের বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে রবিবার পাকিস্তানের দিকে তাকিয়েছিল ভারত ৷ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে খানিকটা উভয় সংকটে পড়েছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ সে যাইহোক, নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের বিশ্রী হারে কপাল পুড়ল ভারতের ৷ নিজেদের সেমিতে পৌঁছনোর যেটুকু সুযোগ ছিল, সেটুকুও হেলায় হারাল পাক মহিলা দল ৷ হেলায় কারণ, একটি-দু'টি নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন আট-আটটি ক্য়াচ ফেললেন পাক ফিল্ডাররা ৷

টস জিতে প্রথমে ব্যাট করে এদিন স্কোরবোর্ডে ছয় উইকেট হারিয়ে 110 রান তোলে কিউয়িরা ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মন্থর পিচে যা যথেষ্ট বেগ দেওয়ার মত ৷ কিন্তু পাক ফিল্ডাররা যে হারে এদিন ক্যাচ ফসকালেন, তাতে বিশ্বকাপের মত মঞ্চে তাদের প্রতিনিধিত্ব করা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য ৷ ক্য়াচগুলো মিস না-হলে ব্ল্যাক-ক্যাপসদের ইনিংস যে অনেক আগেই শেষ হয়ে যেত, সে বিষয় কোনও সন্দেহ নেই ৷ পরিসংখ্য়ান বলছে পাকিস্তান ফিল্ডাররা এদিন অন্তিম ওভারে ফেলেছেন তিনটি ক্যাচ ৷ তার আগে পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, ষষ্ঠদশ এবং অষ্টাদশ ওভারে একটি করে ক্য়াচ ফসকান পাক ফিল্ডাররা ৷

যা দেখে প্রাক্তন ভারতীয় পেসার মুনাফ প্যাটেল সোশাল মিডিয়ায় বিস্ময় প্রকাশ করেন ৷ তিনি লেখেন, "আপনারা জানেন কতগুলো ক্যাচ আজ পাকিস্তান মিস করেছে?" সমীকরণ বলছে, নিউজিল্যান্ডকে 110 রানে বেঁধে রাখার পর পাকিস্তানের কাছে সুযোগ ছিল সেমিতে পৌঁছনোর ৷ সেক্ষেত্রে 11.3 ওভারের মধ্যে 116 রান তুলতে হত তাঁদের ৷ কিন্তু রান তাড়া করতে নেমে পাক ব্য়াটিং যেন তাসের ঘর ৷ আক্রমণাত্মক হতে গিয়ে 11.4 ওভারে মাত্র 56 রানে গুটিয়ে যায় তারা ৷ অ্য়ামিলিয়া কের নেন তিন উইকেট, দু'টি উইকেট নেন এডেন কারসন ৷ একটি করে উইকেট নেন রোজমেরি মাইর, লিয়া তাহুহু এবং ফ্র্যান জোনাস ৷

সবমিলিয়ে 54 রানে জঘন্য হারে নিজেদের সেমিতে ওঠার আশা তো শেষ হয়ই ৷ সেইসঙ্গে ভারতেরও শেষ চারে ওঠার দরজা বন্ধ করে দেয় পাকিস্তান ৷ এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল 2020 সালের রানার্স ভারত ৷ অন্যদিকে আট বছর পর ফের সেমিতে কিউয়িরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.