ETV Bharat / sports

মাহমুদের গতিতে পরাস্ত রোহিত-কোহলি, প্রথম সেশনে তিন উইকেট খোয়াল ভারত - INDIA vs BANGLADESH 1st TEST - INDIA VS BANGLADESH 1ST TEST

HASAN MAHMUD TAKES THREE WICKETS: চিপকের ঘূর্ণি পিচে ভারতের টপ-অর্ডার নাড়িয়ে দিলেন বাংলাদেশের তরুণ পেসার ৷ মধ্যাহ্নভোজে তিন উইকেট হারাল ভারত ৷ যশস্বীকে সঙ্গে নিয়ে প্রতি-আক্রমণে ঋষভ পন্ত ৷

HASAN MAHMUD TAKES THREE WICKETS
মাহমুদের গতিতে পরাস্ত রোহিত কোহলি (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 19, 2024, 12:17 PM IST

চেন্নাই, 19 সেপ্টেম্বর: কয়েকমাসের বিরতির পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন যে খুব একটা সহজ হয় না, প্রথম টেস্টের প্রথম সেশনে ভারতকে সেটা বুঝিয়ে দিল বাংলাদেশ ৷ পাকিস্তানকে তাঁদের ঘরের মাটিতে হোয়াইট-ওয়াশ করে এদেশে আসা টাইগারদের নিয়ে ভারতীয় দলকে সতর্ক করেছিলেন সুনীল গাভাসকর ৷ সেই উদ্বেগ যে নেহাত অমূলক নয়, বোঝাল বাংলাদেশে ৷ চিপকের স্পিন সহায়ক পিচে প্রথম টেস্টের প্রথম সেশন গতিতে আগুন ঝরালেন হাসান মাহমুদ ৷ মধ্যাহ্নভোজের বিরতির আগে তরুণ পেসারের গতিতে পরাস্ত রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলি ৷

প্রথম টেস্টের প্রথম সেশনে ভারতের রান তিন উইকেট হারিয়ে 88 ৷ ক্রিজে 37 রানে অপরাজিত ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ 632 দিন পর চেস্ট প্রত্যাবর্তনে ঋষভ পন্ত অপরাজিত 33 রানে ৷ মাহমুদের গতিতে এদিন 34 রানে তিন উইকেট খুইয়ে বসে হোম টিম ৷ 19 বল খেলে 6 রানে আউট হন অধিনায়ক রোহিত ৷ 8 বল খেলে শূন্য রান করেন গিল ৷ কোহলির ব্যাট থেকেও আসে মাত্র 6 রান ৷ মাহমুদের পেসে পরাস্ত হয়ে তিন তারকা ব্যাটারই কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন ৷

তিন উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যাওয়া ভারতীয় ব্যাটিং অর্ডারকে চতুর্থ উইকেটে জয়সওয়াল-পন্ত জুটি ৷ দু'জনের অবিভক্ত 54 রানের জুটিতে মধ্য়াহ্নভোজে ভারত 88/3 ৷ চিপকের পিচে টস জিতে এদিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্তে অবাক হয়ে যান অনেকেই ৷ 1982 সালের পর চিপকের ঘূর্ণি পিচে এই প্রথম কোনও অধিনায়ক টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ অধিনায়কের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে চিপকে আগুন ঝরালেন মাহমুদ ৷

ষষ্ঠ, অষ্টম এবং দশম অর্থাৎ, টানা তিন ওভারে তিন ভারতীয় ব্যাটারকে ফেরালেন 24 বছরের বোলার ৷ টস জিতে এদিন বাংলাদেশ অধিনায়ক বলেন, "প্রথমে বোলিং করব ৷ পিচে আর্দ্রতা রয়েছে ৷ আমরা সেটা কাজে লাগাতে চাই ৷ প্রথম সেশনটা পেসারদের জন্য ভালো ৷ পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে খেলেছি, তাতে আমরা আত্মবিশ্বাসী ৷ তবে এটা নতুন সিরিজ ৷"

টস হেরে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, "আমিও প্রথমে বোলিং নিতাম ৷ পিচ কিছুটা হলেও নরম ৷ খেলাটা চ্যালেঞ্জিং হবে ৷ যোগ্যতা অনুযায়ী আমরা চেষ্টা করব ৷ সামনে 10টি টেস্ট ম্যাচ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ৷"

চেন্নাই, 19 সেপ্টেম্বর: কয়েকমাসের বিরতির পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন যে খুব একটা সহজ হয় না, প্রথম টেস্টের প্রথম সেশনে ভারতকে সেটা বুঝিয়ে দিল বাংলাদেশ ৷ পাকিস্তানকে তাঁদের ঘরের মাটিতে হোয়াইট-ওয়াশ করে এদেশে আসা টাইগারদের নিয়ে ভারতীয় দলকে সতর্ক করেছিলেন সুনীল গাভাসকর ৷ সেই উদ্বেগ যে নেহাত অমূলক নয়, বোঝাল বাংলাদেশে ৷ চিপকের স্পিন সহায়ক পিচে প্রথম টেস্টের প্রথম সেশন গতিতে আগুন ঝরালেন হাসান মাহমুদ ৷ মধ্যাহ্নভোজের বিরতির আগে তরুণ পেসারের গতিতে পরাস্ত রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলি ৷

প্রথম টেস্টের প্রথম সেশনে ভারতের রান তিন উইকেট হারিয়ে 88 ৷ ক্রিজে 37 রানে অপরাজিত ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ 632 দিন পর চেস্ট প্রত্যাবর্তনে ঋষভ পন্ত অপরাজিত 33 রানে ৷ মাহমুদের গতিতে এদিন 34 রানে তিন উইকেট খুইয়ে বসে হোম টিম ৷ 19 বল খেলে 6 রানে আউট হন অধিনায়ক রোহিত ৷ 8 বল খেলে শূন্য রান করেন গিল ৷ কোহলির ব্যাট থেকেও আসে মাত্র 6 রান ৷ মাহমুদের পেসে পরাস্ত হয়ে তিন তারকা ব্যাটারই কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন ৷

তিন উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যাওয়া ভারতীয় ব্যাটিং অর্ডারকে চতুর্থ উইকেটে জয়সওয়াল-পন্ত জুটি ৷ দু'জনের অবিভক্ত 54 রানের জুটিতে মধ্য়াহ্নভোজে ভারত 88/3 ৷ চিপকের পিচে টস জিতে এদিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্তে অবাক হয়ে যান অনেকেই ৷ 1982 সালের পর চিপকের ঘূর্ণি পিচে এই প্রথম কোনও অধিনায়ক টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ অধিনায়কের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে চিপকে আগুন ঝরালেন মাহমুদ ৷

ষষ্ঠ, অষ্টম এবং দশম অর্থাৎ, টানা তিন ওভারে তিন ভারতীয় ব্যাটারকে ফেরালেন 24 বছরের বোলার ৷ টস জিতে এদিন বাংলাদেশ অধিনায়ক বলেন, "প্রথমে বোলিং করব ৷ পিচে আর্দ্রতা রয়েছে ৷ আমরা সেটা কাজে লাগাতে চাই ৷ প্রথম সেশনটা পেসারদের জন্য ভালো ৷ পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে খেলেছি, তাতে আমরা আত্মবিশ্বাসী ৷ তবে এটা নতুন সিরিজ ৷"

টস হেরে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, "আমিও প্রথমে বোলিং নিতাম ৷ পিচ কিছুটা হলেও নরম ৷ খেলাটা চ্যালেঞ্জিং হবে ৷ যোগ্যতা অনুযায়ী আমরা চেষ্টা করব ৷ সামনে 10টি টেস্ট ম্যাচ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.