বিশাখাপত্তনম, 3 ফেব্রুয়ারি: বিশাখাপত্তনম টেস্টে ভারতের প্রথম ইনিংসে স্কোর 396 রান ৷ যেখানে একা যশস্বী জয়সওয়ালের 209 রান ৷ আর অতিরিক্ত মিলিয়ে বাকি দলের রান মোটে 187 ৷ যা স্পষ্টত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যশস্বী বাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ব্যর্থ ভারতের ব্যাটিং লাইন-আপ ৷ ঘরের মাঠের সুবিধা নিয়ে, তুলনামূলক সহজ পিচেও বড় রান তুলতে ব্যর্থ হলেন রোহিত শর্মারা ৷
দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন রোহিত ৷ যা একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল পরিস্থিতি অনুযায়ী ৷ এমনকি বিশাখাপত্তনমের পিচে প্রথম ইনিংসে না পেস বা স্পিন, কোনও ক্ষেত্রেই বিশেষ সাহায্য পেলেন না ব্রিটিশ বোলারররা ৷ তা সত্ত্বেও চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ব্যাটিং ৷ প্রশ্নটা আরও বেশি করে উঠছে যশস্বী জয়সওয়ালের দাপুটে ব্যাটিংয়ের পর ৷ যে পিচে 72.07 স্ট্রাইকরেটে 290 বলে 209 রান করে গেলেন যশস্বী ৷ সেখান বাকি দলের অবদান মাত্র 187 রান !
এমন নয় যে, পিচ থেকে বাড়তি সাহায্য আদায় করে নিয়েছিলেন ইংল্যান্ডের স্পিনাররা ৷ একমাত্র জিমি অ্যান্ডারসন বাদে বাকি সবার বোলিং ইকনমি চারের কাছাকাছি বা তারও বেশি ৷ সেখানে পিচে পড়ে থেকে রান করার কোনও চেষ্টাই দেখা গেল না রোহিত, শুভমন, শ্রেয়সদের মধ্যে ৷ একমাত্র ইতিবাচক দেখিয়েছিল টেস্ট অভিষেক করা রজত পাতিদারকে (32) ৷ আর প্রথমদিনেই কোথাও যেন স্পিনের জুজু মাথায় ঢুকে গিয়েছিল ভারতের বাকি ব্যাটারদের ৷
আর সেই কারণেই রোহিত শর্মা শুরু থেকে নিজেকে খোলসে ঢুকিয়ে রেখেছিলেন ৷ তিনি আউট হওয়ার পর, শুভমন গিলকে দেখা গেল, শুরু থেকেই প্রতিপক্ষের মাথায় চড়ে বসার চেষ্টা করছেন ৷ মেরিট অফ দ্য বল খেলার কোনও চেষ্টাই তাঁর মধ্যে ছিল না ৷ প্রায় একই পন্থা অবলম্বন করেছিলেন শ্রেয়স এবং শ্রীকর ভরত ৷ ফল ব্যাটিং সহায়ক পিচে 6 উইকেট হারায় ভারত ৷ যেখানে ইংল্যান্ডের স্পিনাররা 5 উইকেট তুলে নেন ৷ আর আজ বাকি কাজটা করেন জিমি অ্যান্ডারসন ৷ উল্লেখ্য, হায়দরাবাদের থেকে দ্বিতীয় টেস্টের পিচ অনেক বেশি পোক্ত ও ব্যাটিং সহায়ক ৷ ফলে এই পিচে বোলাররা যত দ্রুত ইংল্যান্ডকে ধরাশায়ী করবে, ততই মঙ্গল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির জন্য ৷
আরও পড়ুন: