ETV Bharat / sports

ফের বিশ্বসেরা ভারত ! লেজেন্ডদের ফাইনালে পাক ‘বধ’ দেশের প্রাক্তন তারাদের - WORLD CHAMPIONSHIP OF LEGENDS 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 8:30 AM IST

Updated : Jul 14, 2024, 9:03 AM IST

India Legends vs Pakistan Legends: গত মাসে বিশ্বসেরা হয়েছিল ভারত ৷ 14 দিন পর ফের বিশ্বচ্যাম্পিয়ন ‘মেন ইন ব্লু’ ৷ রোহিত-কোহলিদের পর এবার দেশে ট্রফি এল পূর্বসূরিদের হাত ধরে ৷

World Championship of Legends
ফের বিশ্বসেরা ভারত (এক্স পোস্ট)

এজবাস্টন, 14 জুলাই: সময় পেরিয়েছে ৷ এক সময়ের তারকারা এখন অবসরের গ্রহে ৷ যদিও তাতে জয়ের খিদেতে বিন্দুমাত্র প্রভাব পড়েনি ৷ শনিবার রাতে এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2024 ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে উড়িয়ে দিলেন দেশের অস্তমিত তারকারা ৷ যুবরাজ সিং-ইরফান পাঠানদের হাত ধরে রোহিত শর্মাদের বিশ্বজয়ের 14 দিনের মাথায় ফের বিশ্বসেরা ভারত ৷

পাকিস্তানের দেওয়া 158 রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুটা ভালোই করেছিলেন রবিন উত্থাপ্পা-অম্বাতি রায়াডু জুটি ৷ ব্যক্তিগত 10 রানে উত্থাপ্পা ফিরলেও রায়াডুর ব্যাটিং বিক্রমে ক্রমশ জয়ের দিকে এগিয়েছে ভারত ৷ যদিও উত্থাপ্পার পরেই দ্রুত ডাগ-আউটে ফেরেন সুরেশ রায়না ৷ ‘মিঃ আইপিএল’-এর অবদান মাত্র 4 রান ৷ সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরায় রায়াডু ও গুরকিরৎ সিং মানের জুটি ৷ স্কোরবোর্ডে 60 রান তোলেন দুই ব্যাটার ৷

পরপর দু’ওভারে দুই ব্যাটার ফেরত যাওয়ায় ফের চাপে পড়ে যায় ভারত ৷ 17 বছর আগের বিশ্বকাপ ফাইনাল, পাকিস্তানের বিরুদ্ধে একই অবস্থায় দাঁড়িয়েছিল ‘মেন ইন ব্লু’ ৷ নবাগত রোহিতের 16 বলে 30 রানের ক্যামিও ম্যাচে ফিরিয়েছিল ভারতকে ৷ এদিন সেই কাজটা করলেন রোহিতের প্রাক্তন সতীর্থ, বঙ্গের অন্যতম সাংসদ ইউসুফ পাঠান ৷ প্রাক্তন নাইট তারকার 16 বলে 30 রানের ইনিংস চাপ কাটাল ভারত ৷ শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 1 রান ৷ চার মেরে ম্যাচ শেষ করলেন আরেক পাঠান ৷

2007 বিশ্বকাপ ফাইনালের একাধিক তারকা ছিল দু’দলে ৷ 17 বছর আগের ফাইনালে প্রথমে ব্যাট করে 157 রান তুলেছিল ভারত ৷ 152 রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান ৷ এদিন অবশ্য প্রথমে ব্যাট করে পাকিস্তান ৷ শোয়েব মালিকের 41 রানের ইনিংসে ভর করে 156 রান খাঁড়া করে ‘মেন ইন গ্রিন’ ৷ 157 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 5 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত ৷

এজবাস্টন, 14 জুলাই: সময় পেরিয়েছে ৷ এক সময়ের তারকারা এখন অবসরের গ্রহে ৷ যদিও তাতে জয়ের খিদেতে বিন্দুমাত্র প্রভাব পড়েনি ৷ শনিবার রাতে এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2024 ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে উড়িয়ে দিলেন দেশের অস্তমিত তারকারা ৷ যুবরাজ সিং-ইরফান পাঠানদের হাত ধরে রোহিত শর্মাদের বিশ্বজয়ের 14 দিনের মাথায় ফের বিশ্বসেরা ভারত ৷

পাকিস্তানের দেওয়া 158 রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুটা ভালোই করেছিলেন রবিন উত্থাপ্পা-অম্বাতি রায়াডু জুটি ৷ ব্যক্তিগত 10 রানে উত্থাপ্পা ফিরলেও রায়াডুর ব্যাটিং বিক্রমে ক্রমশ জয়ের দিকে এগিয়েছে ভারত ৷ যদিও উত্থাপ্পার পরেই দ্রুত ডাগ-আউটে ফেরেন সুরেশ রায়না ৷ ‘মিঃ আইপিএল’-এর অবদান মাত্র 4 রান ৷ সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরায় রায়াডু ও গুরকিরৎ সিং মানের জুটি ৷ স্কোরবোর্ডে 60 রান তোলেন দুই ব্যাটার ৷

পরপর দু’ওভারে দুই ব্যাটার ফেরত যাওয়ায় ফের চাপে পড়ে যায় ভারত ৷ 17 বছর আগের বিশ্বকাপ ফাইনাল, পাকিস্তানের বিরুদ্ধে একই অবস্থায় দাঁড়িয়েছিল ‘মেন ইন ব্লু’ ৷ নবাগত রোহিতের 16 বলে 30 রানের ক্যামিও ম্যাচে ফিরিয়েছিল ভারতকে ৷ এদিন সেই কাজটা করলেন রোহিতের প্রাক্তন সতীর্থ, বঙ্গের অন্যতম সাংসদ ইউসুফ পাঠান ৷ প্রাক্তন নাইট তারকার 16 বলে 30 রানের ইনিংস চাপ কাটাল ভারত ৷ শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 1 রান ৷ চার মেরে ম্যাচ শেষ করলেন আরেক পাঠান ৷

2007 বিশ্বকাপ ফাইনালের একাধিক তারকা ছিল দু’দলে ৷ 17 বছর আগের ফাইনালে প্রথমে ব্যাট করে 157 রান তুলেছিল ভারত ৷ 152 রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান ৷ এদিন অবশ্য প্রথমে ব্যাট করে পাকিস্তান ৷ শোয়েব মালিকের 41 রানের ইনিংসে ভর করে 156 রান খাঁড়া করে ‘মেন ইন গ্রিন’ ৷ 157 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 5 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত ৷

Last Updated : Jul 14, 2024, 9:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.