ETV Bharat / sports

অক্ষর-কুলদীপের ঘূর্ণিতে 'তাসের ঘর' ইংরেজ ব্যাটিং, আরও এক বিশ্বকাপ ফাইনালে ভারত - T20 WORLD CUP 2024 - T20 WORLD CUP 2024

India Beat England to Reach T20 WC Final: গতবছর 50 ওভারের ফরম্যাটের পর ফের কুড়ি-বিশের বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মার ভারত ৷ বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনাল 68 রানে জিতে রবিবাসরীয় ফাইনালে প্রোটিয়াদের সামনে 'মেন ইন ব্লু' ৷ 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা অক্ষর প্যাটেল ৷

INDIA BEAT ENGLAND
ফাইনালে ভারত (BCCI -X)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 2:41 AM IST

গায়ানা, 28 জুন: চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ পারফরম্যান্সের সিংহভাগ অবদান দলের বোলারদেরই ৷ কিন্তু তারকাখচিত ইংল্যান্ড ব্যাটিং লাইন-আপের সামনে সেমিফাইনালে কেমন পারফর্ম করে ভারতীয় বোলিং, দেখার প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ তাদের নিরাশ করলেন না অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা ৷ বৃহস্পতিবার গায়ানায় এই দু'য়ের ঘূর্ণির মায়াজালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইংরেজ ব্যাটিং ৷ বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ভারতের দেওয়া 172 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র 103 রানেই গুটিয়ে গেল ব্রিটিশরা ৷ 68 রানে জিতে আরও একটা বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷

বল হাতে জয়ের নায়ক দুই স্পিনার হলে ব্যাট হাতে ফের সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ ঝোড়ো ব্যাটিং সূর্যকুমার যাদবেরও ৷ সেমিতে 6টি চার, 2টি ছয়ে সাজানো হিটম্যানের 39 বলে 57 রানের ইনিংস ৷ সূর্য করলেন 36 বলে 47 রান ৷ মারলেন 4টি চার, 2টি ছক্কা ৷ গায়ানায় টস জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ ফের বিরাট কোহলির (9) ব্যর্থতার দিনে মূলত এই দুই ব্যাটারের কাঁধে ভর করেই 20 ওভারে 7 উইকেটে 171 রান তোলে টিম ইন্ডিয়া ৷

জবাবে দলীয় 26 রানের মাথায় প্রথম উইকেট হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ ব্যক্তিগত 23 রানে অক্ষর প্যাটেলের শিকার হন বাটলার ৷ এরপর নিয়মিত ব্যবধানে উইকেট খোয়ানো শুরু করে ব্রিটিশরা ৷ হ্যারি ব্রুক করেন 25 রান, জোফ্রা আর্চারের ব্যাট থেকে আসে 21 রান ৷ এছাড়া একমাত্র লিয়াম লিভিংস্টোন (11) দু'অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন ৷

শেষ পর্যন্ত 16.4 ওভারে 103 রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড ৷ 3টি করে উইকেট ভাগ করে নেন অক্ষর ও কুলদীপ ৷ 12 রানে 2 উইকেট জসপ্রীত বুমরার ঝুলিতে ৷ শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে নামবে রোহিতব্রিগেড ৷ ঘুচবে কি 2019-এর দুঃখ? উত্তর দেবে সময় ৷

গায়ানা, 28 জুন: চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ পারফরম্যান্সের সিংহভাগ অবদান দলের বোলারদেরই ৷ কিন্তু তারকাখচিত ইংল্যান্ড ব্যাটিং লাইন-আপের সামনে সেমিফাইনালে কেমন পারফর্ম করে ভারতীয় বোলিং, দেখার প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ তাদের নিরাশ করলেন না অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা ৷ বৃহস্পতিবার গায়ানায় এই দু'য়ের ঘূর্ণির মায়াজালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইংরেজ ব্যাটিং ৷ বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ভারতের দেওয়া 172 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র 103 রানেই গুটিয়ে গেল ব্রিটিশরা ৷ 68 রানে জিতে আরও একটা বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷

বল হাতে জয়ের নায়ক দুই স্পিনার হলে ব্যাট হাতে ফের সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ ঝোড়ো ব্যাটিং সূর্যকুমার যাদবেরও ৷ সেমিতে 6টি চার, 2টি ছয়ে সাজানো হিটম্যানের 39 বলে 57 রানের ইনিংস ৷ সূর্য করলেন 36 বলে 47 রান ৷ মারলেন 4টি চার, 2টি ছক্কা ৷ গায়ানায় টস জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ ফের বিরাট কোহলির (9) ব্যর্থতার দিনে মূলত এই দুই ব্যাটারের কাঁধে ভর করেই 20 ওভারে 7 উইকেটে 171 রান তোলে টিম ইন্ডিয়া ৷

জবাবে দলীয় 26 রানের মাথায় প্রথম উইকেট হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ ব্যক্তিগত 23 রানে অক্ষর প্যাটেলের শিকার হন বাটলার ৷ এরপর নিয়মিত ব্যবধানে উইকেট খোয়ানো শুরু করে ব্রিটিশরা ৷ হ্যারি ব্রুক করেন 25 রান, জোফ্রা আর্চারের ব্যাট থেকে আসে 21 রান ৷ এছাড়া একমাত্র লিয়াম লিভিংস্টোন (11) দু'অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন ৷

শেষ পর্যন্ত 16.4 ওভারে 103 রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড ৷ 3টি করে উইকেট ভাগ করে নেন অক্ষর ও কুলদীপ ৷ 12 রানে 2 উইকেট জসপ্রীত বুমরার ঝুলিতে ৷ শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে নামবে রোহিতব্রিগেড ৷ ঘুচবে কি 2019-এর দুঃখ? উত্তর দেবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.