ব্রিসবেন, 14 ডিসেম্বর: গাব্বায় শুরু হল ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ৷ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক রোহিত শর্মার ৷ তবে ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে থাবা বসাল বৃষ্টি ৷ 5.1 ওভার পরই বৃষ্টির জন্য খেলা বন্ধ করে দেন আম্পায়াররা ৷ যদিও আধঘণ্টা পরই ফের খেলা শুরু হয় ৷ কিন্তু 13.2 ওভার পর ফের ম্যাচে থাবা বসায় বৃষ্টি ৷ এ পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর 28/0 ৷
গোলাপি বল টেস্টের দল থেকে এদিন দু'টি পরিবর্তন করে টিম ইন্ডিয়া ৷ রবিচন্দ্রন অশ্বিন ও হর্ষিত রানার পরিবর্তে দলে এলেন রবীন্দ্র জাদেজা ও বাংলার অলরাউন্ডার আকাশ দীপ ৷ অস্ট্রেলিয়া দলে একটি মাত্র পরিবর্তন ৷ স্কট বোলান্ডের পর দলে এসেছেন জোস হ্যাজেলউড ৷
পাঁচ টেস্টের সিরিজ 1-1 অবস্থায় শুক্রবার গাব্বায় নামে দুই দল ৷ পারথে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত সিরিজে এগিয়ে গেলেও অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্টে নাস্তানাবুদ হয় টিম রোহিত ৷ 10 উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় কামিন্স অ্যান্ড কোং ৷
India win the toss and bowl in Brisbane!#AUSvIND 📝 https://t.co/pe36lGsvJf#WTC25 pic.twitter.com/cka9ypeScH
— ICC (@ICC) December 14, 2024
টস জিসে প্রথমে বোলিং নিতে কোনও দ্বিধাবোধ করেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ তিনি বলেন,"মেঘাচ্ছন্ন আবহাওয়া ৷ পিচে অল্প ঘাস রয়েছে ৷ তাই প্রথমে বোলিং নিয়ে দেখি কী করতে পারি ৷" অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, "দেখ মনে হচ্ছে দারুণ পিচ ৷ আশা করব প্রচুর রান উঠবে ৷"
ভারতীয় দল: যশস্বী জসওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা (অধিনায়ক ), নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ ৷
অস্ট্রেলিয়া দল: উসমান খোয়াজা, নাথান ম্যাকসিনি, মার্নাস ল্যাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জোস হ্যাজেলউড ৷