ETV Bharat / sports

কলকাতা লিগে গোললাইন টেকনোলজি এনে চমক আইএফএ'র, নেপথ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় - CALCUTTA FOOTBALL LEAGUE

IFA TO INTRODUCE GOAL-LINE TECHNOLOGY: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহায়তায় কলকাতা লিগে আসছে গোললাইন প্রযুক্তি ৷ সুপার সিক্স থেকে চালু হবে 'আর্ট' প্রযুক্তি ৷ ধাপে ধাপে অফসাইড, ফাউলের মত বিষয়গুলি যুক্ত হবে বলে জানিয়েছেন আইএফএ সচিব ৷

IFA TO INTRODUCE GOALLINE TECHNOLOGY
কলকাতা লিগে গোললাইন টেকনোলজি (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 29, 2024, 6:20 PM IST

কলকাতা, 29 অগস্ট: দিনকয়েক আগে সুপার লিগ কেরালা আগামী মরশুম থেকে ভিডিয়ো অ্যাসিস্ট্য়ান্ট রেফারি প্রযুক্তি আনার কথা ঘোষণা করেছে ৷ এবার একধাপ এগিয়ে চলতি মরশুমেই গোললাইন টেকনোলজি আনতে চলেছে আইএফএ। যাদবপুর বিশ্ববদ্যালয়ের সহায়তায় এই গোললাইন টেকনোলজির আত্মপ্রকাশ ঘটবে কলকাতা লিগের সুপার সিক্স থেকে ৷ তবে আপাতত এই টেকনোলজির ট্রায়াল শুরু হবে চলতি কলকাতা লিগ থেকে।

অনির্বাণ দত্তর বক্তব্য (ETV Bharat)

বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদাধিকারী এবং গবেষকদের নিয়ে এই গোললাইন টেকনোলজি চালু করার কথা ঘোষণা করল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। যার পোশাকি নাম 'আর্ট'। এই প্রযুক্তি সাফল্য পেলে তবেই পরবর্তীতে অফসাইড, ফাউলের মত বিষয়গুলি যুক্ত হবে বলে জানান আইএফএ সচিব ৷ উন্নতমানের চারটি ক্যামেরার মাধ্যমে এই টেকনোলজি প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে। আপাতত গোলের ক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করা হলেও পরবর্তী পর্যায়ে ফুটবল মাঠের বাকি সিদ্ধান্তে সন্তুষ্ট হতে রেফারিরা এই প্রযুক্তির ব্যবহার করতে পারবেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত এবং অন্যান্য অধ্যাপক, পাশাপাশি এই প্রযুক্তি রূপায়নে অংশ নেওয়া ব্যক্তিরাও বুধবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে স্বল্পমূল্যে তৈরি হয়েছে এই প্রযুক্তি। আইএফএ সচিব জানিয়েছেন, যেহেতু এই প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত ক্যামেরা ও অন্যান্য অনুষঙ্গ সহজে বহনযোগ্য, তাই যে কোনও স্টেডিয়ামে তা নিয়ে যাওয়া সম্ভব।

রেফারিংয়ের মান খারাপ হওয়ায় সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলে 'ভার' (VAR) প্রযুক্তি ব্যবহারের দাবি উঠেছে। কোচেরাও রেফারির সমালোচনা করে চলেছেন প্রতিনিয়ত। এই প্রযুক্তির প্রয়োগের খরচ প্রচুর হলেও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই ভার প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা সাজাচ্ছে। কিন্তু আইএফএ দেশীয় প্রযুক্তিতে সেরা বিশ্ববিদ্যালয়ের মেধাকে কাজে লাগিয়ে যে গোললাইন প্রযুক্তি কলকাতা লিগের চালু করতে চলেছে, তা যুগান্তকারী। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, ইতিমধ্যেই দুই থেকে আড়াই হাজার ম্যাচে এই প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করে দেখেছেন গবেষকরা। এবার কলকাতা লিগে চূড়ান্ত পরীক্ষা।

কলকাতা, 29 অগস্ট: দিনকয়েক আগে সুপার লিগ কেরালা আগামী মরশুম থেকে ভিডিয়ো অ্যাসিস্ট্য়ান্ট রেফারি প্রযুক্তি আনার কথা ঘোষণা করেছে ৷ এবার একধাপ এগিয়ে চলতি মরশুমেই গোললাইন টেকনোলজি আনতে চলেছে আইএফএ। যাদবপুর বিশ্ববদ্যালয়ের সহায়তায় এই গোললাইন টেকনোলজির আত্মপ্রকাশ ঘটবে কলকাতা লিগের সুপার সিক্স থেকে ৷ তবে আপাতত এই টেকনোলজির ট্রায়াল শুরু হবে চলতি কলকাতা লিগ থেকে।

অনির্বাণ দত্তর বক্তব্য (ETV Bharat)

বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদাধিকারী এবং গবেষকদের নিয়ে এই গোললাইন টেকনোলজি চালু করার কথা ঘোষণা করল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। যার পোশাকি নাম 'আর্ট'। এই প্রযুক্তি সাফল্য পেলে তবেই পরবর্তীতে অফসাইড, ফাউলের মত বিষয়গুলি যুক্ত হবে বলে জানান আইএফএ সচিব ৷ উন্নতমানের চারটি ক্যামেরার মাধ্যমে এই টেকনোলজি প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে। আপাতত গোলের ক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করা হলেও পরবর্তী পর্যায়ে ফুটবল মাঠের বাকি সিদ্ধান্তে সন্তুষ্ট হতে রেফারিরা এই প্রযুক্তির ব্যবহার করতে পারবেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত এবং অন্যান্য অধ্যাপক, পাশাপাশি এই প্রযুক্তি রূপায়নে অংশ নেওয়া ব্যক্তিরাও বুধবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে স্বল্পমূল্যে তৈরি হয়েছে এই প্রযুক্তি। আইএফএ সচিব জানিয়েছেন, যেহেতু এই প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত ক্যামেরা ও অন্যান্য অনুষঙ্গ সহজে বহনযোগ্য, তাই যে কোনও স্টেডিয়ামে তা নিয়ে যাওয়া সম্ভব।

রেফারিংয়ের মান খারাপ হওয়ায় সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলে 'ভার' (VAR) প্রযুক্তি ব্যবহারের দাবি উঠেছে। কোচেরাও রেফারির সমালোচনা করে চলেছেন প্রতিনিয়ত। এই প্রযুক্তির প্রয়োগের খরচ প্রচুর হলেও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই ভার প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা সাজাচ্ছে। কিন্তু আইএফএ দেশীয় প্রযুক্তিতে সেরা বিশ্ববিদ্যালয়ের মেধাকে কাজে লাগিয়ে যে গোললাইন প্রযুক্তি কলকাতা লিগের চালু করতে চলেছে, তা যুগান্তকারী। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, ইতিমধ্যেই দুই থেকে আড়াই হাজার ম্যাচে এই প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করে দেখেছেন গবেষকরা। এবার কলকাতা লিগে চূড়ান্ত পরীক্ষা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.