ETV Bharat / sports

মাত্রাতিরিক্ত মদ্যপান করে সংজ্ঞাহীন ম্যাডম্যাক্স, যেতে হল হাসপাতালে - গ্লেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell Rushed to Hospital After Lost Consciousness: রাতভর মদ্যপান করে জ্ঞান হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ৷ অস্ট্রেলিয়ার একাধিক সংবাদমাধ্যমের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ অ্যাডিলেডে গত সপ্তাহের এই ঘটনায় ম্যাক্সওয়েলকে হাসপাতালে ভরতি করতে হয়েছিল, জ্ঞান না ফেরায় ৷

ETV BHARAT File
ETV BHARAT File
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 8:03 PM IST

সিডনি, 23 জানুয়ারি: অনেক রাত পর্যন্ত মদ্যপান করে হাসপাতালে ভরতি হতে হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলকে ৷ এমনটাই জানাচ্ছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে তেমনটা জানানো হয়েছে ৷ গতসপ্তাহে অ্যাডিলেডে অনেক রাত পর্যন্ত মদ্যপান করেছিলেন তিনি ৷ তারপর জ্ঞান হারান বিধ্বংসী মিডল-অর্ডার ব্যাটার ৷ একাধিকবার চেষ্টা করেও তাঁর জ্ঞান ফেরানো যায়নি ৷ যার জেরে হাসপাতালে ভরতি করতে হয় ম্যাডম্যাক্সকে ৷

উল্লেখ্য, প্রথমবার যখন খবরটি বেরোয়, তখন ম্যাক্সওয়েলের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি ৷ কিন্তু, সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ম্যাক্সওয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, তিনি সংজ্ঞাহীন ছিলেন ৷ জানা গিয়েছে, মোলবোর্নে একটি কনসার্ট দেখতে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই মাত্রাতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন ম্যাক্সওয়েল ৷

পিটিআইয়ের খবর অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রকে উল্লেখ করে সিডনি মর্নিং হেরাল্ড প্রতিবেদনটি প্রকাশ করে ৷ সেখানে বলা হয়েছে, "শো শেষ হয়ে যাওয়ার পর, ম্যাক্সওয়েল কনসার্টে থাকা একাধিক সদস্যদের সঙ্গে ছবি তুলছিলেন ৷ এর পর ব্যাক স্টেজে চলে যান ম্যাক্সওয়েল এবং তাঁর বন্ধু ৷ সেখানে 'সিক্স অ্যান্ড আউট' ব্যান্ডের সঙ্গে গান গাইছিলেন ৷ অন্যান্য বন্ধুদেরও ওই ঘরে ডাকা হয় ৷"

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেখানেই মদ্যপান করছিলেন গ্লেন ৷ কিন্তু, গানবাজনার মধ্যেই জ্ঞান হারান তিনি ৷ তৎক্ষণাত তাঁর বন্ধুরা জ্ঞান ফেরানোর চেষ্টা করেন ৷ কিন্তু, ম্যাক্সওয়েলের জ্ঞান না আসায়, দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকা হয় ৷ এর পর একেবার হাসপাতালের বেডে চোখ খোলেন অজি অলরাউন্ডারের ৷ তবে, পরেরদিন সকালেই ম্যাক্সওয়েলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তিনি বিগ ব্যাশ লিগে তাঁর দলের হয়ে অনুশীলনেও ফিরেছেন ৷ উল্লেখ্য, অজি অধিনায়ক প্যাট কামিন্সও ওই কনসার্টে ছিলেন ৷ কিন্তু, তিনি নিজের সীমা ছাড়িয়ে যাননি বলে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমগুলিতে উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ইংল্যান্ডের 'বাজবল' থিওরিতে প্রচুর উইকেট দেখছেন বুমরা
  2. ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্টে নেই বিরাট, ব্যক্তিগত কারণ বলে জানাল বোর্ড

সিডনি, 23 জানুয়ারি: অনেক রাত পর্যন্ত মদ্যপান করে হাসপাতালে ভরতি হতে হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলকে ৷ এমনটাই জানাচ্ছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে তেমনটা জানানো হয়েছে ৷ গতসপ্তাহে অ্যাডিলেডে অনেক রাত পর্যন্ত মদ্যপান করেছিলেন তিনি ৷ তারপর জ্ঞান হারান বিধ্বংসী মিডল-অর্ডার ব্যাটার ৷ একাধিকবার চেষ্টা করেও তাঁর জ্ঞান ফেরানো যায়নি ৷ যার জেরে হাসপাতালে ভরতি করতে হয় ম্যাডম্যাক্সকে ৷

উল্লেখ্য, প্রথমবার যখন খবরটি বেরোয়, তখন ম্যাক্সওয়েলের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি ৷ কিন্তু, সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ম্যাক্সওয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, তিনি সংজ্ঞাহীন ছিলেন ৷ জানা গিয়েছে, মোলবোর্নে একটি কনসার্ট দেখতে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই মাত্রাতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন ম্যাক্সওয়েল ৷

পিটিআইয়ের খবর অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রকে উল্লেখ করে সিডনি মর্নিং হেরাল্ড প্রতিবেদনটি প্রকাশ করে ৷ সেখানে বলা হয়েছে, "শো শেষ হয়ে যাওয়ার পর, ম্যাক্সওয়েল কনসার্টে থাকা একাধিক সদস্যদের সঙ্গে ছবি তুলছিলেন ৷ এর পর ব্যাক স্টেজে চলে যান ম্যাক্সওয়েল এবং তাঁর বন্ধু ৷ সেখানে 'সিক্স অ্যান্ড আউট' ব্যান্ডের সঙ্গে গান গাইছিলেন ৷ অন্যান্য বন্ধুদেরও ওই ঘরে ডাকা হয় ৷"

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেখানেই মদ্যপান করছিলেন গ্লেন ৷ কিন্তু, গানবাজনার মধ্যেই জ্ঞান হারান তিনি ৷ তৎক্ষণাত তাঁর বন্ধুরা জ্ঞান ফেরানোর চেষ্টা করেন ৷ কিন্তু, ম্যাক্সওয়েলের জ্ঞান না আসায়, দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকা হয় ৷ এর পর একেবার হাসপাতালের বেডে চোখ খোলেন অজি অলরাউন্ডারের ৷ তবে, পরেরদিন সকালেই ম্যাক্সওয়েলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তিনি বিগ ব্যাশ লিগে তাঁর দলের হয়ে অনুশীলনেও ফিরেছেন ৷ উল্লেখ্য, অজি অধিনায়ক প্যাট কামিন্সও ওই কনসার্টে ছিলেন ৷ কিন্তু, তিনি নিজের সীমা ছাড়িয়ে যাননি বলে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমগুলিতে উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ইংল্যান্ডের 'বাজবল' থিওরিতে প্রচুর উইকেট দেখছেন বুমরা
  2. ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্টে নেই বিরাট, ব্যক্তিগত কারণ বলে জানাল বোর্ড
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.