হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: ক্রিকেট বিশ্বে চলছে একের পর এক অবসর ঘোষণা ৷ গত আট দিনে 5 জন আন্তর্জাতিক ক্রিকেটার সন্ন্যাস নিয়েছেন বাইশ গজ থেকে ৷ শুরুটা হয়েছিল ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ানকে দিয়ে ৷ এরপর একে একে অবসরে গিয়েছেন আরও চার ৷ শিখর ছাড়া তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় ৷ তালিকায় চমক অজি ব্যাটার উইল পুকোভস্কি ৷ একনজরে তালিকা-
শিখর ধাওয়ান: গত 24 অগস্ট বর্ণময় ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানান ভারতীয় ক্রিকেটের 'গব্বর' শিখর ধাওয়ান ৷ আইসিসি ইভেন্টে তাঁর ঈর্ষনীয় সাফল্যের কারণে তাঁকে ডাকাই হত 'মিঃ আইসিসি' নামে ৷ 2013 ইংল্যান্ডের মাটিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিলেন শিখর ৷ ভারতের জার্সিতে 269টি আন্তর্জাতিক ম্যাচে 24টি শতরান রয়েছে তাঁর নামে ৷ রানসংখ্যা প্রায় 11 হাজার ৷
As I close this chapter of my cricketing journey, I carry with me countless memories and gratitude. Thank you for the love and support! Jai Hind! 🇮🇳 pic.twitter.com/QKxRH55Lgx
— Shikhar Dhawan (@SDhawan25) August 24, 2024
বারিন্দর স্রান: জাতীয় দলের জার্সিতে 6টি ওডিআই ও 2টি আন্তর্জাতিক টি-20 ম্য়াচ খেলা বারিন্দর স্রান ক্রিকেট থেকে অবসর নেন ধাওয়ানের কয়েকদিন বাদেই ৷
ডেভিড মালান: সংক্ষিপ্ত ফরম্য়াটে ইংল্য়ান্ডের বিধ্বংসী ব্য়াটার ডেভিড মালানও ক্রিকেট থেকে সন্ন্যাস নিলেন 29 অগস্ট ৷ 62টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে থ্রি-লায়ন্সের হয়ে 1,892 রান করেছেন প্রাক্তন পয়লা নম্বর এই ব্যাটার ৷ 2022 কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য মালানের ঝুলিতে রয়েছে তিন ফরম্যাটেই শতরানের রেকর্ড ৷
Dawid Malan has announced his retirement from international cricket 🏴
— England's Barmy Army 🏴🎺 (@TheBarmyArmy) August 28, 2024
An incredible player and person. Thanks for the memories, @dmalan29 ❤️ pic.twitter.com/Sk7NmcjBLU
উইল পুকোভস্কি: কেরিয়ারের অধিকাংশ সময়টা জুড়েই ভুগিয়েছে চোট ৷ সমস্য়া হয়ে দাঁড়িয়েছিল লাগাতার কনকাশন ৷ একপ্রকার হতাশ হয়েই মাত্র 26 বছর বয়সে বাইশ গজকে বিদায় জানালেন ভিক্টোরিয়ার ব্য়াটার উইল পুকোভস্কি ৷ প্রতিভাবান এই ব্যাটার অস্ট্রেলিয়া জাতীয় দলের একটিই মাত্র টেস্ট খেলেছেন. তাও আবার ভারতের বিরুদ্ধে ৷ চোট-আঘাত সমস্যায় পুকোভস্কির এই ঘোষণা অবাক করেছে অনুরাগীদের ৷
" i would never have guessed that in a million years that doesn’t even make sense to me. seriously it hasn’t made sense to me for years either but i’ve been on this pathway to understand it all"
— Cric Bug (@Smithian_here) August 30, 2024
our thoughts are with will pucovski ❤️ pic.twitter.com/O8QWVh108s
শ্যানন গ্যাব্রিয়েল: সোশাল মিডিয়ায় সম্প্রতি অবসর ঘোষণা করলেন ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল ৷ 59টি টেস্ট ম্য়াচে 166টি উইকেট রয়েছে ডানহাতি এই জোরে বোলারের নামে ৷ জাতীয় দলের হয়ে খেলেছেন 25টি ওয়ান-ডে ৷