ETV Bharat / sports

রোহিতের সঙ্গী জাদেজা-পন্ত, বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে পাড়ি ভারতীয় দলের - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

Rohit Sharma Led India's First Batch Departs to USA: টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এদিকে আজ আইপিএল মহারণ ৷ তা শেষ হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়-সহ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে থেকে প্রথম ধাপে আলাদাভাবে ক্রিকেটারদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ গতকাল রোহিতের সঙ্গে দেখা গিয়েছে, জাদেজা, পন্ত, সিরাজ, কুলদীপ জসপ্রিত বুমরাকেও ৷

Rohit Sharma Led India's First Batch Departs to USA
প্রথম ধাপে রওনা দেওয়া ভারতীয় দলের সদস্যরা (বিসিসিআই এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : May 26, 2024, 9:45 AM IST

Updated : May 26, 2024, 9:58 AM IST

নয়াদিল্লি, 26 মে: 19 নভেম্বর 2023 ৷ মাসছ'য়েক আগে ফাইনালে উঠেও অধরা রয়ে গিয়েছিল বিশ্বকাপ ট্রফি ৷ স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে আমেদাবাদের স্টেডিয়ামে অজিদের হাতে বিশ্বকাপ ট্রফি উঠতে দেখেছিল আসমুদ্র হিমাচল ৷ কিন্তু 2024-এর 29 জুন (টি-20 বিশ্বকাপ ফাইনাল) কি সেই স্বপ্নপূরণ হবে? তা আরও কয়েক সপ্তাহ পর জানা গেলেও স্বপ্নপূরণের উদ্দেশে দলবল নিয়ে দেশ ছাড়লেন রোহিত শর্মা ৷

হেড স্যর রাহুল দ্রাবিড়-সহ সাপোর্ট স্টাফ এবং সঙ্গে স্কোয়াডের প্রথম ব্যাচ শনিবার রাতে রওনা দিল মার্কিন মুলুুকে ৷ মুম্বই বিমানবন্দরে অধিনায়ক রোহিতের সঙ্গী জসপ্রিত বুমরা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, শুভমন গিল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে থেকে আলাদা আলাদা ধাপে ক্রিকেটারদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তারই প্রথম ধাপে পাঠানো হল কয়েকজনকে ৷

আরও পড়ুন: রোহিতদের হেডস্যর কে ? ভারতীয় কোচ নিয়ে বড় আপডেট দিলেন জয় শাহ

আগামী 2 জুন থেকে 29 জুন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ৷ টিম মেন ইন ব্লু আগামী 5 জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের অভিযান শুরু করতে চেলেছে ৷ রোহিতদের তারপরের ম্য়াচ অর্থাৎ আগামী 9 জুন পাকিস্তানের সঙ্গে ৷ তারপর সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র (12 জুন) এবং কানাডার সঙ্গে (15 জুন) ম্যাচ খেলবে ৷ 2013 সালের পর আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারতের সিনিয়র দল।

আরও পড়ুন: সামনেই টি-20 বিশ্বকাপ, 'মেন ইন ব্লু'র নয়া কোচের বিজ্ঞাপন দিল বিসিসিআই

রোহিত সেই ট্রফির 'খরা' কাটাতে চান। 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-20 বিশ্বকাপ ঘরে এনেছিল টিম ইন্ডিয়া ৷ উল্লেখ্য, গতবছর ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেও ট্রফিজয় অধরা থেকেছিল রোহিত অ্যান্ড কোং-এর ৷ পরপর 10টি ম্যাচ জিতে বিশ্বকাপ মহারণে উঠলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় রোহিত ব্রিগেড ৷ এবারের টি-20 বিশ্বকাপে সেই স্বপ্নপূরণ করতে চান রোহিত ৷ সেই উদ্দেশেই মার্কিন মুলুকে পাড়ি রোহিতদের ৷

আরও পড়ুন: টি-20 বিশ্বকাপে 4 স্পিনার বাড়াবাড়ি, রিঙ্কুর হয়ে সওয়াল ভাজ্জির

নয়াদিল্লি, 26 মে: 19 নভেম্বর 2023 ৷ মাসছ'য়েক আগে ফাইনালে উঠেও অধরা রয়ে গিয়েছিল বিশ্বকাপ ট্রফি ৷ স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে আমেদাবাদের স্টেডিয়ামে অজিদের হাতে বিশ্বকাপ ট্রফি উঠতে দেখেছিল আসমুদ্র হিমাচল ৷ কিন্তু 2024-এর 29 জুন (টি-20 বিশ্বকাপ ফাইনাল) কি সেই স্বপ্নপূরণ হবে? তা আরও কয়েক সপ্তাহ পর জানা গেলেও স্বপ্নপূরণের উদ্দেশে দলবল নিয়ে দেশ ছাড়লেন রোহিত শর্মা ৷

হেড স্যর রাহুল দ্রাবিড়-সহ সাপোর্ট স্টাফ এবং সঙ্গে স্কোয়াডের প্রথম ব্যাচ শনিবার রাতে রওনা দিল মার্কিন মুলুুকে ৷ মুম্বই বিমানবন্দরে অধিনায়ক রোহিতের সঙ্গী জসপ্রিত বুমরা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, শুভমন গিল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে থেকে আলাদা আলাদা ধাপে ক্রিকেটারদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তারই প্রথম ধাপে পাঠানো হল কয়েকজনকে ৷

আরও পড়ুন: রোহিতদের হেডস্যর কে ? ভারতীয় কোচ নিয়ে বড় আপডেট দিলেন জয় শাহ

আগামী 2 জুন থেকে 29 জুন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ৷ টিম মেন ইন ব্লু আগামী 5 জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের অভিযান শুরু করতে চেলেছে ৷ রোহিতদের তারপরের ম্য়াচ অর্থাৎ আগামী 9 জুন পাকিস্তানের সঙ্গে ৷ তারপর সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র (12 জুন) এবং কানাডার সঙ্গে (15 জুন) ম্যাচ খেলবে ৷ 2013 সালের পর আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারতের সিনিয়র দল।

আরও পড়ুন: সামনেই টি-20 বিশ্বকাপ, 'মেন ইন ব্লু'র নয়া কোচের বিজ্ঞাপন দিল বিসিসিআই

রোহিত সেই ট্রফির 'খরা' কাটাতে চান। 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-20 বিশ্বকাপ ঘরে এনেছিল টিম ইন্ডিয়া ৷ উল্লেখ্য, গতবছর ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেও ট্রফিজয় অধরা থেকেছিল রোহিত অ্যান্ড কোং-এর ৷ পরপর 10টি ম্যাচ জিতে বিশ্বকাপ মহারণে উঠলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় রোহিত ব্রিগেড ৷ এবারের টি-20 বিশ্বকাপে সেই স্বপ্নপূরণ করতে চান রোহিত ৷ সেই উদ্দেশেই মার্কিন মুলুকে পাড়ি রোহিতদের ৷

আরও পড়ুন: টি-20 বিশ্বকাপে 4 স্পিনার বাড়াবাড়ি, রিঙ্কুর হয়ে সওয়াল ভাজ্জির

Last Updated : May 26, 2024, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.