ETV Bharat / sports

দুরন্ত দিয়ামান্তাকোস ! প্রত্যাবর্তনের ম্যাচে যুবভারতীতে এগিয়ে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল এখন শারীরিকভাবে শক্তপোক্ত, মানসিকতাও বদলেছে ৷ নর্থইস্টের বিরুদ্ধে জিততে মরিয়া লাল-হলুদ ৷

East Bengal
প্রত্যাবর্তনের ম্যাচে যুবভারতীতে এগিয়ে ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 29, 2024, 7:57 PM IST

Updated : Nov 29, 2024, 8:13 PM IST

কলকাতা, 29 নভেম্বর: কুড়ি দিনের বিরতিতে অস্কার ব্রুজো তাঁর দলকে পিছিয়ে পড়া মানসিকতা থেকে তুলে নিয়ে আসতে অক্লান্ত পরিশ্রম করেছেন । ফুটবলাররাও তাঁর চেষ্টায় সঙ্গ দিয়েছেন ৷ যার ফসল নর্থইস্টের বিরুদ্ধে এগিয়ে যাওয়া ৷ দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের দুরন্ত হেডে 1-0 গোলে এগিয়ে ইস্টবেঙ্গল ৷

আইএসএলে মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ন’জন হয়ে গিয়েও মরিয়া লড়াই । ‘মিনি ডার্বি’তে মহমেডানকে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গলের জমাট ডিফেন্স ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনের ওই ম্যাচই যেন এখন অনুপ্রেরণা ইস্টবেঙ্গলের ৷ কারণ ? শুক্রবারের ম্যাচে লাল-হলুদের সামনে নর্থ-ইস্ট ৷ আরও বেশি করে বললে আলাদিন আজারাই (Alaaeddine Ajaraie) ৷ যিনি ইতিমধ্যে 11 গোল করে বসে রয়েছেন ৷ ফলে তাঁকে আটকাতেই মনোযোগ দিচ্ছে লাল-হলুদ ৷

বদলে যাওয়া ইস্টবেঙ্গলকে মেলে ধরার আশ্বাস অস্কার ব্রুজোর । অন্যদিকে পয়েন্ট টেবিলে তিন নম্বরে নর্থ-ইস্ট ইউনাইটেড । চলতি আইএসএলে সবচেয়ে বেশি গোল যেমন ডুরান্ড কাপ চ্যাম্পিয়নরা করেছেন, একইভাবে তারা গোল হজমও করেছেন । মরোক্কান স্ট্রাইকার আলাদিন এখন প্রতিপক্ষের দুঃস্বপ্ন । শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করা নর্থ-ইস্ট ইউনাইটেডের চ্যালেঞ্জটা সহজ হবে না বুঝতে পেরে সমীহ লাল-হলুদে । পরাজয়ের স্রোতে রাশ টেনে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অস্কার ব্রুজোর ছেলেরা ।

গোল করলেও তার সুবিধা ধরে রাখতে না-পারার রোগ ইস্টবেঙ্গলকে আইএসএলের ছ’ম্যাচে শূন্য হাতে ফিরিয়েছিল । সাত নম্বর ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে রক্ষণের অসাধারণ পারফরম্যান্সে পয়েন্ট না-পাওয়ার সেই ছন্দে বাধ দেওয়া গিয়েছে । ব্রুঁজো বলছেন, আক্রমণ এবং রক্ষণের তালমিলে জয়ের রেসিপি তৈরি করতে চান ।

আরও পড়ুন

কলকাতা, 29 নভেম্বর: কুড়ি দিনের বিরতিতে অস্কার ব্রুজো তাঁর দলকে পিছিয়ে পড়া মানসিকতা থেকে তুলে নিয়ে আসতে অক্লান্ত পরিশ্রম করেছেন । ফুটবলাররাও তাঁর চেষ্টায় সঙ্গ দিয়েছেন ৷ যার ফসল নর্থইস্টের বিরুদ্ধে এগিয়ে যাওয়া ৷ দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের দুরন্ত হেডে 1-0 গোলে এগিয়ে ইস্টবেঙ্গল ৷

আইএসএলে মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ন’জন হয়ে গিয়েও মরিয়া লড়াই । ‘মিনি ডার্বি’তে মহমেডানকে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গলের জমাট ডিফেন্স ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনের ওই ম্যাচই যেন এখন অনুপ্রেরণা ইস্টবেঙ্গলের ৷ কারণ ? শুক্রবারের ম্যাচে লাল-হলুদের সামনে নর্থ-ইস্ট ৷ আরও বেশি করে বললে আলাদিন আজারাই (Alaaeddine Ajaraie) ৷ যিনি ইতিমধ্যে 11 গোল করে বসে রয়েছেন ৷ ফলে তাঁকে আটকাতেই মনোযোগ দিচ্ছে লাল-হলুদ ৷

বদলে যাওয়া ইস্টবেঙ্গলকে মেলে ধরার আশ্বাস অস্কার ব্রুজোর । অন্যদিকে পয়েন্ট টেবিলে তিন নম্বরে নর্থ-ইস্ট ইউনাইটেড । চলতি আইএসএলে সবচেয়ে বেশি গোল যেমন ডুরান্ড কাপ চ্যাম্পিয়নরা করেছেন, একইভাবে তারা গোল হজমও করেছেন । মরোক্কান স্ট্রাইকার আলাদিন এখন প্রতিপক্ষের দুঃস্বপ্ন । শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করা নর্থ-ইস্ট ইউনাইটেডের চ্যালেঞ্জটা সহজ হবে না বুঝতে পেরে সমীহ লাল-হলুদে । পরাজয়ের স্রোতে রাশ টেনে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অস্কার ব্রুজোর ছেলেরা ।

গোল করলেও তার সুবিধা ধরে রাখতে না-পারার রোগ ইস্টবেঙ্গলকে আইএসএলের ছ’ম্যাচে শূন্য হাতে ফিরিয়েছিল । সাত নম্বর ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে রক্ষণের অসাধারণ পারফরম্যান্সে পয়েন্ট না-পাওয়ার সেই ছন্দে বাধ দেওয়া গিয়েছে । ব্রুঁজো বলছেন, আক্রমণ এবং রক্ষণের তালমিলে জয়ের রেসিপি তৈরি করতে চান ।

আরও পড়ুন

Last Updated : Nov 29, 2024, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.