কলকাতা, 27 ফেব্রুয়ারি: ‘মিশন আইএসএলে’ নতুন স্ট্যান্স নিতে চলেছেন অস্কার ব্রুঁজো । হায়দরাবাদ এফসি’কে হারানোর সঙ্গে আইএসএলে জয়ের হ্যাটট্রিকই সম্পূর্ণ হয়নি, পয়েন্ট টেবিলে আট নম্বর স্থান নিশ্চিত হয়েছে । ভেসে রয়েছে আইএসএলের প্রথম ছ’য়ের আশাও । বিষয়টি মাথায় রেখেই সামনে রবিবার যুবভারতী বেঙ্গালুরু এফসিকে হারানোর ছক কষছে ন। প্রথম ছ’য়ের আশার কথা বলা হলেও তা অঙ্কের জটিল আবর্তের মধ্যে রয়েছে । পাশাপাশি এএফসি কাপের শেষ আটের কঠিন লড়াইও রয়েছে । সমান্তরালভাবে দু’টো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের নীল নকশা সাজাতে বসে সাবধানী অস্কার ব্রুঁজো ।
আপাতত আইএসএলের আগামী দু’ম্যাচের পরিকল্পনা নিয়ে বলছেন, “সপ্তাহ দু’য়েক আগেও আমরা 11 নম্বরে ছিলাম । তবে আমাদের পারফরম্যান্স ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল । আমরা অবশ্যই সেরা ছ’য়ে উঠতে চাই । সেজন্য অন্যান্য ম্যাচের ফলের ওপরও আমাদের নির্ভর করতে হবে । তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব আমরা । তা সত্ত্বেও আমরা প্লে-অফে খেলার যোগ্যতা নাও পেতে পারি । কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করলে সে জন্য আমরা অন্তত গর্বিত হতে পারব ।’’
হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে 2-0 গোলে জয় আসলেও সামগ্রিক পারফরম্যান্স হতাশজনক । পারস্পরিক বোঝাপড়ার অভাব, দিশাহীন ফুটবলের নিদর্শন ইস্টবেঙ্গলের-হায়দরাবাদ ম্যাচ । প্রথমার্ধের নির্বিষ ফুটবল শোধরাতে দ্বিতীয়ার্ধে দুই ফরোয়ার্ড রিচার্ড সেলিস ও ডেভিড লালহ্লানসাঙ্গাকে মাঠে নামান অস্কার । জোড়া বদলের পর ম্যাচের ছবিটা ক্রমশ বদলাতে শুরু করে । আক্রমনে ঝাঁঝ বাড়ে ।
“ডেভিড যখন দ্বিতীয়ার্ধে নামার আগে গা ঘামাচ্ছিল, তখন দিমি মাঠের ভিতর থেকে ইঙ্গিত করে, সে ক্লান্ত । তাই দিমির জায়গাতেই ডেভিডকে নামাই । দ্বিতীয়ার্ধে নেমে ও আরও একবার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় । ও যখন মাঠে নামে, তখন ওকে বেশ ক্ষুধার্ত মনে হয় । ওর কোনও সমস্যা নেই। প্রায় প্রতি ম্যাচেই গোল করছে ও । আমাদেরও উজ্জীবিতও করে,” বলছেন লাল-হলুদ হেডস্যার ।
যত দিন যাচ্ছে ছন্দে ধরা দিচ্ছেন রাফায়েল মেসি বাউলি । ম্যাচের সেরাও হয়েছেন । অস্কার বলেন, “মেসিই ছিল আমাদের সবচেয়ে আক্রমণাত্মক খেলোয়াড় । দলের পারফরম্যান্সে যথেষ্ট গভীরতা এনে দেয় ও । আমাদের দলে ভালো ভালো খেলোয়াড় থাকলেও তাঁরা কেউ পারফরম্যান্সে গভীরতা এনে দিতে পারেনি, যা মেসি পেরেছে । মেসির মতোই একজন ফুটবলার আমাদের দলে প্রয়োজন ছিল ৷” কার্ড সমস্যায় লালচুননুঙ্গাকে পাবে না ইস্টবেঙ্গল । ফলে রক্ষণে ফের বদল । আশার কথা সেলিসের ফিট হওয়ার ইঙ্গিত । পরিবর্ত হিসেবে নেমে দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন । জেসিন টিকে’কে ব্যবহারের ইঙ্গিত মিলেছে । সব মিলিয়ে আইএসএলে অন্তত ভালো কিছু করার প্রচেষ্টা জারি ইস্টবেঙ্গলে । তার জন্যই নতুন স্ট্যান্স নেওয়ার কথা বলছেন অস্কার ব্রুঁজো ।