ETV Bharat / sports

লাল-হলুদের জয়রথ অব্যাহত, 4 গোলে কালীঘাটকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল - CFL 2024 - CFL 2024

East Bengal in CFL 2024: জয়ধারা অব্যহত ৷ কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনকে 4-0 গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল ৷ সুপার সিক্সের শীর্ষস্থান আরও পোক্ত করে ফেলল বিনো জর্জের ছেলেরা ৷

East Bengal
লাল-হলুদের জয়রথ অব্যহত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 17, 2024, 7:38 PM IST

Updated : Aug 18, 2024, 9:07 AM IST

কলকাতা, 17 অগস্ট: কলকাতা লিগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভারের বিরুদ্ধে 4-0 গোলে জয়ী ইস্টবেঙ্গল ৷ এই জয়ের ফলে 25 পয়েন্ট নিয়ে সুপার সিক্সের শীর্ষস্থান আরও পোক্ত করে ফেলল বিনো জর্জের ছেলেরা । ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবল যদি পারফরম্যান্সের নির্যাস হয়, তাহলে চারটি গোল লাল-হলুদ দাপটের প্রতিস্পর্ধা । যার সামনে প্রতিপক্ষ নতজানু হতে বাধ্য হচ্ছে প্রতিটি ম্যাচেই ।

প্রথমার্ধে তন্ময় দাসের কর্নারে মাথা ছুঁইয়ে প্রথম গোল জেসিন টিকের । কেরলের এই স্ট্রাইকার 9 ম্যাচে 9 গোল করে সর্বোচ্চ গোল শিকারীর দৌড়ে রয়েছেন ৷ ইস্টবেঙ্গল 9 ম্যাচে 28টি গোল করেছে ৷ হজম করেছে তিনটি গোল ৷ গোল পার্থক্য 25 । যা প্রতিপক্ষের কারও নেই । ফলে সুপার সিক্সের দৌড়ে ধরাছোঁয়ার বাইরে লাল-হলুদ ৷

বিরতির পরে বাকি তিনটি গোল ৷ ইস্টবেঙ্গল মাঝমাঠের দাপুটে ফুটবলের দুই স্তম্ভ তন্ময় দাস এবং এডুইন বংশপাল ৷ আক্রমণ এবং রক্ষণে ভারসাম্য রেখে কালীঘাট স্পোর্টস লাভারকে কার্যত দাঁড়াতে দেননি এই দু’জন ৷ একইভাবে লাল-হলুদ রক্ষণ যত লিগ গড়াচ্ছে ততই দূর্ভেদ্য হয়ে উঠছে । কড়া ট্যাকল, অনুমান ক্ষমতা এবং পজিশন জ্ঞানে ভর দিয়ে প্রতিপক্ষ রক্ষণকে মাথা তুলতে দিচ্ছে না ৷

শনিবার দলের চার গোলে জোড়া গোল এডুইন বংশপালের । বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর ডান পায়ের জোরালো শটে প্রথম গোলটি ম্যাচের সেরা। পরে দলের চার নম্বর গোলটি করলেন নিখুঁত প্লেসিংয়ে ৷ ইস্টবেঙ্গলের তৃতীয় গোল পরিবর্ত ফুটবল আজাদের । কেরলের গ্রাম থেকে কলকাতা ফুটবলে এসেছেন কোচ বিনো জর্জের সৌজন্যে । পরিবর্ত হিসেবে নেমে স্কিলের ফুলঝুরিতে মাঠ মাতাচ্ছেন । শনিবারও তার ব্যতিক্রম হল না । উপরি পাওনা হিসেবে সুন্দর গোলটি ৷ দাপুটে জয়ে সুন্দর চারটি গোল যেন বিনো জর্জের ছেলেদের ভালো ফুটবলের অভিজ্ঞান । যা কলকাতা লিগের খেলার আগ্রহ বাড়াচ্ছে ।

কলকাতা, 17 অগস্ট: কলকাতা লিগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভারের বিরুদ্ধে 4-0 গোলে জয়ী ইস্টবেঙ্গল ৷ এই জয়ের ফলে 25 পয়েন্ট নিয়ে সুপার সিক্সের শীর্ষস্থান আরও পোক্ত করে ফেলল বিনো জর্জের ছেলেরা । ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবল যদি পারফরম্যান্সের নির্যাস হয়, তাহলে চারটি গোল লাল-হলুদ দাপটের প্রতিস্পর্ধা । যার সামনে প্রতিপক্ষ নতজানু হতে বাধ্য হচ্ছে প্রতিটি ম্যাচেই ।

প্রথমার্ধে তন্ময় দাসের কর্নারে মাথা ছুঁইয়ে প্রথম গোল জেসিন টিকের । কেরলের এই স্ট্রাইকার 9 ম্যাচে 9 গোল করে সর্বোচ্চ গোল শিকারীর দৌড়ে রয়েছেন ৷ ইস্টবেঙ্গল 9 ম্যাচে 28টি গোল করেছে ৷ হজম করেছে তিনটি গোল ৷ গোল পার্থক্য 25 । যা প্রতিপক্ষের কারও নেই । ফলে সুপার সিক্সের দৌড়ে ধরাছোঁয়ার বাইরে লাল-হলুদ ৷

বিরতির পরে বাকি তিনটি গোল ৷ ইস্টবেঙ্গল মাঝমাঠের দাপুটে ফুটবলের দুই স্তম্ভ তন্ময় দাস এবং এডুইন বংশপাল ৷ আক্রমণ এবং রক্ষণে ভারসাম্য রেখে কালীঘাট স্পোর্টস লাভারকে কার্যত দাঁড়াতে দেননি এই দু’জন ৷ একইভাবে লাল-হলুদ রক্ষণ যত লিগ গড়াচ্ছে ততই দূর্ভেদ্য হয়ে উঠছে । কড়া ট্যাকল, অনুমান ক্ষমতা এবং পজিশন জ্ঞানে ভর দিয়ে প্রতিপক্ষ রক্ষণকে মাথা তুলতে দিচ্ছে না ৷

শনিবার দলের চার গোলে জোড়া গোল এডুইন বংশপালের । বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর ডান পায়ের জোরালো শটে প্রথম গোলটি ম্যাচের সেরা। পরে দলের চার নম্বর গোলটি করলেন নিখুঁত প্লেসিংয়ে ৷ ইস্টবেঙ্গলের তৃতীয় গোল পরিবর্ত ফুটবল আজাদের । কেরলের গ্রাম থেকে কলকাতা ফুটবলে এসেছেন কোচ বিনো জর্জের সৌজন্যে । পরিবর্ত হিসেবে নেমে স্কিলের ফুলঝুরিতে মাঠ মাতাচ্ছেন । শনিবারও তার ব্যতিক্রম হল না । উপরি পাওনা হিসেবে সুন্দর গোলটি ৷ দাপুটে জয়ে সুন্দর চারটি গোল যেন বিনো জর্জের ছেলেদের ভালো ফুটবলের অভিজ্ঞান । যা কলকাতা লিগের খেলার আগ্রহ বাড়াচ্ছে ।

Last Updated : Aug 18, 2024, 9:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.