ETV Bharat / sports

ডার্বির আগে মিলে গেল ইস্ট-মোহন, অভয়াদের বিচার চেয়ে সরব বড় ম্য়াচ - ISL KOLKATA DERBY

আরজি কর কাণ্ড হাতে হাত ধরে প্রতিবাদ মিছিলে হাঁটতে শিখিয়েছে দুই প্রধানকে ৷ শনিবার আইএসএলের প্রথম বড় ম্যাচের আগে তাই মানববন্ধন ইস্ট-মোহনের ৷

ISL KOLKATA DERBY
অভয়াদের বিচার চেয়ে সরব বড় ম্য়াচ (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 19, 2024, 8:17 PM IST

কলকাতা, 19 অক্টোবর: গত অগস্টে আরজি কর কাণ্ডের পরপরই ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের ৷ কিন্তু রাজ্যজুড়ে সাধারণ মানুষের প্রতিবাদে গর্জে ওঠা, সর্বোপরি রাজ্যের অশান্ত পরিস্থিতি আঁচ করে টুর্নামেন্ট সাময়িকভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বাংলা থেকে ৷ বাতিল হয়েছিল ডুরান্ডের বড় ম্যাচ ৷

বড় ম্যাচে ইস্ট মোহনের মানববন্ধন (ETV Bharat)

মাসদু'য়েক বাদে শনিবার আবার একটা বড় ম্যাচ ৷ আজও শহরের বিভিন্ন রাস্তায় চলছে ন্য়ায়বিচার যাত্রা ৷ এমন আবহে কীভাবে চুপ থাকবে ইস্ট-মোহন জনতা ৷ তাই যুবভারতীতে ডার্বি যথাসময়ে শুরু হল বটে, কিন্তু স্টেডিয়ামের বাইরে অভয়াদের বিচার চেয়ে চলল দুই শিবিরের সমর্থকদের মানববন্ধন ৷ সবমিলিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জারি রেখেই বড় ম্যাচের উৎসবে সামিল হল ইস্ট-মোহন জনতা ৷

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে এদিন ফোনালাপে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ অনশন প্রত্যহার করে জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার অনুরোধ করেছেন তিনি ৷ তাঁর নির্দেশে এদিন ধর্মতলায় পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ৷ সঙ্গে ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ৷ পালটা 10 দফা দাবি নিয়ে অনড় চিকিৎসকরাও ৷ এমনই আবহে এদিন যুবভারতীয় তিন নম্বর গেটের বাইরে মানববন্ধনে সামিল হলেন দু'দলের সমর্থকেরা ৷ অভয়াদের বিচার চেয়ে স্লোগান উঠল, "যতবার ডার্বি, স্বৈরাচার হারবি ৷"

দু'দলের সমর্থকদের হাতের প্ল্যাকার্ডেও লেখা ছিল সেই স্লোগান ৷ আরও লেখা ছিল, "ময়দান আজ দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক ৷" সবমিলিয়ে দ্রোহের পুজো, দ্রোহের কার্নিভালের পর অভয়ার ন্যায়বিচারের দাবিতে দ্রোহের বড় ম্যাচ দেখল কলকাতা ৷

কলকাতা, 19 অক্টোবর: গত অগস্টে আরজি কর কাণ্ডের পরপরই ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের ৷ কিন্তু রাজ্যজুড়ে সাধারণ মানুষের প্রতিবাদে গর্জে ওঠা, সর্বোপরি রাজ্যের অশান্ত পরিস্থিতি আঁচ করে টুর্নামেন্ট সাময়িকভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বাংলা থেকে ৷ বাতিল হয়েছিল ডুরান্ডের বড় ম্যাচ ৷

বড় ম্যাচে ইস্ট মোহনের মানববন্ধন (ETV Bharat)

মাসদু'য়েক বাদে শনিবার আবার একটা বড় ম্যাচ ৷ আজও শহরের বিভিন্ন রাস্তায় চলছে ন্য়ায়বিচার যাত্রা ৷ এমন আবহে কীভাবে চুপ থাকবে ইস্ট-মোহন জনতা ৷ তাই যুবভারতীতে ডার্বি যথাসময়ে শুরু হল বটে, কিন্তু স্টেডিয়ামের বাইরে অভয়াদের বিচার চেয়ে চলল দুই শিবিরের সমর্থকদের মানববন্ধন ৷ সবমিলিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জারি রেখেই বড় ম্যাচের উৎসবে সামিল হল ইস্ট-মোহন জনতা ৷

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে এদিন ফোনালাপে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ অনশন প্রত্যহার করে জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার অনুরোধ করেছেন তিনি ৷ তাঁর নির্দেশে এদিন ধর্মতলায় পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ৷ সঙ্গে ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ৷ পালটা 10 দফা দাবি নিয়ে অনড় চিকিৎসকরাও ৷ এমনই আবহে এদিন যুবভারতীয় তিন নম্বর গেটের বাইরে মানববন্ধনে সামিল হলেন দু'দলের সমর্থকেরা ৷ অভয়াদের বিচার চেয়ে স্লোগান উঠল, "যতবার ডার্বি, স্বৈরাচার হারবি ৷"

দু'দলের সমর্থকদের হাতের প্ল্যাকার্ডেও লেখা ছিল সেই স্লোগান ৷ আরও লেখা ছিল, "ময়দান আজ দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক ৷" সবমিলিয়ে দ্রোহের পুজো, দ্রোহের কার্নিভালের পর অভয়ার ন্যায়বিচারের দাবিতে দ্রোহের বড় ম্যাচ দেখল কলকাতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.