আমস্টারডাম, 8 অক্টোবর: জোহান ক্রুয়েফের সতীর্থ তিনি ৷ তাঁর নামেও রয়েছে জোহান, তিনিও কিংবদন্তি ৷ 1974 সালে পশ্চিম জার্মনির বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে তাঁর 90 সেকেন্ডের গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস ৷ ডাচরা সেই ফাইনাল জিততে না-পারলেও এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবল ফাইনালে দ্রুততম গোল সেটিই ৷ প্রয়াত হলেন সেই রেকর্ডের অধিকারী জোহান নিসকেন্স ৷ বয়স হয়েছিল 73 বছর ৷ মৃত্যুর কারণ স্পষ্ট জানা না-গেলেও সোমে নিসকেন্সের প্রয়াণের খবর নিশ্চিত করেছে ডাচ ফুটবল সংস্থা ৷
49টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নিসকেন্সকে বলা হত তাঁর প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার ৷ নেদারল্যান্ডসের জার্সিতে তাঁর গোলসংখ্য়া 17 ৷ তবে নিসকেন্সকে ফুটবল অনুরাগীরা মনে রেখেছেন তাঁর বক্স টু বক্স ফুটবলের জন্য ৷ 1974 এবং 1978 ৷ টানা দু'বার বিশ্বকাপে রানার্স হয়েছিল ডাচরা ৷ নিসকেন্স ছিলেন সেই দলের অন্যতম সদস্য ৷ প্রাক্তন ফুটবলারের মৃত্যুতে শোকপ্রকাশ করে ডাচ ফুটবল সংস্থা লিখেছে, "জোহান নিসকেন্সের সঙ্গে ডাচ এবং আন্তর্জাতিক ফুটবল এক কিংবদন্তিকে হারাল ৷"
Met grote verslagenheid heeft de KNVB kennisgenomen van het onverwachte overlijden van Johan Neeskens.
— KNVB (@KNVB) October 7, 2024
Johan was een van onze allergrootsten. We gaan hem enorm missen.
We wensen zijn vrouw Marlis, zijn kinderen Christian, Tamara, Bianca en Armand, zijn kleinkinderen Djoy en… pic.twitter.com/z4ErJ7Hqeb
তারা আরও লেখে, "আয়াক্স এবং বার্সেলোনার ফুটবলার হিসেবে এবং একইসঙ্গে জোড়া বিশ্বকাপ ফাইনাল খেলা ডাচ ফুটবল দলের সদস্য হিসেবে নিসকেন্সের নাম ইউরোপিয়ান ফুটবলে সাফল্যের সঙ্গে লেখা থাকবে ৷" জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও নিসকেন্সের সাফল্য কম নয় ৷ আয়াক্সের হয়ে তিন বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (তৎকালীন ইউরোপিয়ান কাপ) এবং দু'বার ঘরোয়া লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷ বার্সেলানোর হয়ে পাঁচ মরশুমে কোপা দেল রে এবং ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জিতেছিলেন ডাচ কিংবদন্তি ৷
ফিফা'র তরফে ঘোষিত 125 জীবন্ত কিংবদন্তির একজন ছিলেন নিসকেন্স ৷ খেলা ছাড়ার পর কোচিংয়েও যুক্ত থেকেছেন অনেক বছর ৷ 1995-2000 পাঁচ বছর নেদারল্যান্ডসের সহকারি কোচের পদে ছিলেন তিনি ৷ পরবর্তীতে বার্সেলোনা কিংবা গ্যালাতাসারের মত ক্লাবেরও সহকারি কোচের দায়িত্ব সামলিয়েছেন এই কিংবদন্তি ৷