রিয়াধ, 28 অগস্ট: 900 গোলের দোরগোড়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আরও এক ইতিহাসের সন্ধিক্ষণে ৷ মঙ্গলবার সৌদি প্রো-লিগে আল ফেইহা'র বিরুদ্ধে 4-1 গোল জয় তুলে নেয় সিআর সেভেনের ক্লাব আল নাসের ৷ সেই ম্যাচে ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করে আপাতত কেরিয়ারে 899 গোলে দাঁড়িয়ে পর্তুগিজ মহাতারকা ৷ অর্থাৎ, আর মাত্র একটি গোল করলেই গ্রহের প্রথম ফুটবলার হিসেবে 900 গোলের মালিক হবেন ক্রিশ্চিয়ানো ৷
ইউরোপিয়ান ফুটবলের মায়া কাটিয়ে গত মরশুমে সৌদি আরবের ক্লাবটিতে নাম লেখান সিআর সেভেন ৷ সেখানে এখনও পর্যন্ত পর্তুগিজের নামের পাশে রয়েছে 60টিরও বেশি গোল ৷ যার মধ্যে শেষটা এসেছে গতকাল ৷ প্রথমার্ধের সংযুক্তি সময়ে ফ্রি-কিক থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন পাঁচবারের ব্য়ালন ডি'অর জয়ী ৷ সেই গোল ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনাল্ডোর গোলসংখ্যা পৌঁছে দিয়েছে 899-এ ৷ অর্থাৎ, কেরিয়ারের সায়াহ্নে এসে মুকুটে আরও এক পালক যোগ করতে দরকার একটি গোল ৷
Ronaldo, always one step ahead 🔥 pic.twitter.com/yO7MB9tmxQ
— AlNassr FC (@AlNassrFC_EN) August 27, 2024
আগামী 13 সেপ্টেম্বর আল আহিল সৌদির বিরুদ্ধে পরবর্তী ম্যাচটি খেলতে নামবে রোনাল্ডোর ক্লাব ৷ ওইদিনই কি ক্রিশ্চিয়ানো ফের রেকর্ডবুকে নাম তুলবেন? অপেক্ষায় অনুরাগীরা ৷ বর্তমানে বিশ্ব ফুটবলে 800 গোলের এলিট ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া রয়েছেন কেবল লিওনেল মেসি ৷ যদিও 61 গোল পিছনে রয়েছেন সিআরের চির প্রতিদ্বন্দ্বী ৷
এদিকে রেকর্ডের আবহেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশেষ সম্মান জানাতে চলেছে উয়েফা ৷ বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগ ড্র'য়ের মঞ্চে তাঁকে প্রতিযোগিতার সর্বাধিক স্কোরার হিসেবে সম্মান জানাবেন ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি ৷ 183টি চ্য়াম্পিয়ন্স লিগ ম্যাচে ক্রিশ্চিয়ানোর নামের পাশে রয়েছে 140টি গোল ৷