ETV Bharat / sports

রোলাঁ গারোর নয়া 'সম্রাট' আলকারাজ, কনিষ্ঠ হিসেবে 3টি গ্র্যান্ড স্ল্যাম জয় - FRENCH OPEN 2024 - FRENCH OPEN 2024

French Open Final 2024: মাত্র 21 বছর বয়সে বিশ্বের তিনটি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালিক হলেন স্পেনের কার্লোস আলকারাজ ৷ জার্মানির আলেকজান্ডার জেভেরেভের বিরুদ্ধে পাঁচ সেটের ম্যারাথন ম্যাচ জিতে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হলেন নাদালের দেশের তরুণ তুর্কি ৷

ETV BHARAT
রোলাঁ গারোর মঞ্চে নতুন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ৷ (ছবি- এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 2:54 PM IST

ফ্রান্স, 10 জুন: প্রথমবার বিশ্ব টেনিসের নজরে এসেছিলেন 2022 সালে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হয়ে ৷ স্প্যানিশ টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজকে নিয়ে তখন বিশেষ কোনও আলোচনা হয়নি ৷ পরের বছর 2023 সালে উইম্বলডনের মঞ্চে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচকে ধরাশায়ী করে খেতাব তুলতেই আলোচনায় উঠে আসেন এই তরুণ তুর্কি ৷ এবার ক্লে-কোর্টেও দাপট দেখালেন বছর একুশের স্প্যানিয়ার্ড ৷ জার্মানির আলেকজান্ডার জেরেভকে 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে হারিয়ে কেরিয়ারের প্রথম ফরাসি ওপেন জিতলেন তিনি ৷

সেইসঙ্গে কানাঘুষো শুরু হল, রোলাঁ গারো কি তবে তার নতুন সম্রাট পেয়ে গেল? এর যথাযথ কারণও রয়েছে ৷ ক্লে-কোর্টের সম্রাট রাফায়েল নাদাল এবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই বিদায় নেন ৷ এমনকী আর কোনওদিন ব়্যাকেট হাতে ক্লে-কোর্টে ফিরবেন কি না, সেই নিয়েও সংশয় প্রকাশ করেছেন ৷ তাঁর বিদায়ের মঞ্চে, ক্লে-কোর্টে আরেক স্প্যানিশ তরুণের উত্থানে অত্যুৎসাহীদের প্রশ্ন, তবে কি রাফা পরবর্তী সময়ে ক্লে-কোর্টে তাঁর উত্তরাধিকারী আরেক স্প্যানিয়ার্ড, যদিও এর জবাব সময় দেবে ৷

রবিবার রাতে ফাইনালে সেয়ানে-সেয়ানে টক্কর দেখল রোলাঁ গারো ৷ প্রথম সেটে দাপটের সঙ্গেই শুরু করেছিলেন আলকারাজ ৷ তবে, স্নায়ুর চাপ ছিল প্রতিটি পয়েন্টের সঙ্গে ৷ শুরুতেই ছন্দে চলে আসেন তিনি ৷ জেরেভের বিরুদ্ধে তিনবার ব্রেক পয়েন্ট নিয়ে প্রথম সেট 6-3 গেমে জিতে নেন আলকারাজ ৷ কিন্তু, দ্বিতীয় সেটে জেরেভ দুরন্ত প্রত্যাবর্তন করেন ৷ 83 শতাংশ ক্ষেত্রে ফার্স্ট সার্ভে স্প্যানিশ প্রতিপক্ষকে ধরাশায়ী করেন তিনি ৷ দ্বিতীয় সেটের 80 শতাংশ পয়েন্ট প্রথম সার্ভেই তুলে নেন আলেকজান্ডার জেভেরেভ ৷ 2-6 গেমে দ্বিতীয় সেট জেতেন তিনি ৷

এখান থেকেই শুরু হয় সামনে-সমানে টক্কর ৷ তৃতীয় সেটে জার্মান ও স্প্যানিশ যোদ্ধার লড়াই চরমে ওঠে ৷ যেখানে যতবার আলকারাজ এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, ততবার প্রতিপক্ষের সার্ভ ব্রেক করেন জেভেরেভ ৷ ফল টাইব্রেকে 5-7 গেমে তৃতীয় সেট জিতে নেন জার্মান টেনিস খেলোয়াড় ৷ তবে, এখানেই শেষ হয়ে যায় আক্রমণ ও প্রতিরোধের খেলা ৷ চতুর্থ সেটে আলেকজান্ডার জেরেভকে মাথা তুলে দাঁড়ানোর সময় দেননি কার্লোস আলকারাজ ৷ বিধ্বংসী মেজাজে 6-1 গেমে চতুর্থ সেট নিজের নামে করেন তিনি ৷ পঞ্চম সেটেও গল্পটা একই ছিল ৷ 6-2 গেমে পঞ্চম সেট ও ম্যাচ দুইই নিজের নামে করেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই ৷

ম্যাচ জিতে, প্রতিপক্ষের লড়াইয়ের প্রশংসাও করেন স্প্যানিশ তরুণ ৷ তিনি বলেন, "রোলাঁ গারোয় জেতা একটা স্বপ্নের মতো ৷ আলেকজান্ডার অসাধারণ খেলেছে ৷ সত্যিই একটা কঠিন ফাইনাল ম্যাচ খেললাম ৷ আমি তৃতীয় সেটে হারের পর, ম্যাচকে আরও গভীরে নিয়ে যেতে চেয়েছিলাম ৷ তাই মাথা ঠান্ডা রেখে খেলেছি ৷" পালটা কার্লোস আলকারাজের প্রশংসা শোনা গেল আলেকজান্ডার জেভেরেভের বক্তব্যে ৷ আলকারাজের ধৈর্য্য, স্কিল ও শটের প্রশংসা করলেন তিনি ৷ সঙ্গে স্প্যানিশ প্রতিপক্ষ যোগ্য হিসেবে চ্যাম্পিয়নশিপ জিতেছে বলে জানান আলেকজান্ডার জেরেভ ৷

ফ্রান্স, 10 জুন: প্রথমবার বিশ্ব টেনিসের নজরে এসেছিলেন 2022 সালে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হয়ে ৷ স্প্যানিশ টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজকে নিয়ে তখন বিশেষ কোনও আলোচনা হয়নি ৷ পরের বছর 2023 সালে উইম্বলডনের মঞ্চে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচকে ধরাশায়ী করে খেতাব তুলতেই আলোচনায় উঠে আসেন এই তরুণ তুর্কি ৷ এবার ক্লে-কোর্টেও দাপট দেখালেন বছর একুশের স্প্যানিয়ার্ড ৷ জার্মানির আলেকজান্ডার জেরেভকে 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে হারিয়ে কেরিয়ারের প্রথম ফরাসি ওপেন জিতলেন তিনি ৷

সেইসঙ্গে কানাঘুষো শুরু হল, রোলাঁ গারো কি তবে তার নতুন সম্রাট পেয়ে গেল? এর যথাযথ কারণও রয়েছে ৷ ক্লে-কোর্টের সম্রাট রাফায়েল নাদাল এবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই বিদায় নেন ৷ এমনকী আর কোনওদিন ব়্যাকেট হাতে ক্লে-কোর্টে ফিরবেন কি না, সেই নিয়েও সংশয় প্রকাশ করেছেন ৷ তাঁর বিদায়ের মঞ্চে, ক্লে-কোর্টে আরেক স্প্যানিশ তরুণের উত্থানে অত্যুৎসাহীদের প্রশ্ন, তবে কি রাফা পরবর্তী সময়ে ক্লে-কোর্টে তাঁর উত্তরাধিকারী আরেক স্প্যানিয়ার্ড, যদিও এর জবাব সময় দেবে ৷

রবিবার রাতে ফাইনালে সেয়ানে-সেয়ানে টক্কর দেখল রোলাঁ গারো ৷ প্রথম সেটে দাপটের সঙ্গেই শুরু করেছিলেন আলকারাজ ৷ তবে, স্নায়ুর চাপ ছিল প্রতিটি পয়েন্টের সঙ্গে ৷ শুরুতেই ছন্দে চলে আসেন তিনি ৷ জেরেভের বিরুদ্ধে তিনবার ব্রেক পয়েন্ট নিয়ে প্রথম সেট 6-3 গেমে জিতে নেন আলকারাজ ৷ কিন্তু, দ্বিতীয় সেটে জেরেভ দুরন্ত প্রত্যাবর্তন করেন ৷ 83 শতাংশ ক্ষেত্রে ফার্স্ট সার্ভে স্প্যানিশ প্রতিপক্ষকে ধরাশায়ী করেন তিনি ৷ দ্বিতীয় সেটের 80 শতাংশ পয়েন্ট প্রথম সার্ভেই তুলে নেন আলেকজান্ডার জেভেরেভ ৷ 2-6 গেমে দ্বিতীয় সেট জেতেন তিনি ৷

এখান থেকেই শুরু হয় সামনে-সমানে টক্কর ৷ তৃতীয় সেটে জার্মান ও স্প্যানিশ যোদ্ধার লড়াই চরমে ওঠে ৷ যেখানে যতবার আলকারাজ এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, ততবার প্রতিপক্ষের সার্ভ ব্রেক করেন জেভেরেভ ৷ ফল টাইব্রেকে 5-7 গেমে তৃতীয় সেট জিতে নেন জার্মান টেনিস খেলোয়াড় ৷ তবে, এখানেই শেষ হয়ে যায় আক্রমণ ও প্রতিরোধের খেলা ৷ চতুর্থ সেটে আলেকজান্ডার জেরেভকে মাথা তুলে দাঁড়ানোর সময় দেননি কার্লোস আলকারাজ ৷ বিধ্বংসী মেজাজে 6-1 গেমে চতুর্থ সেট নিজের নামে করেন তিনি ৷ পঞ্চম সেটেও গল্পটা একই ছিল ৷ 6-2 গেমে পঞ্চম সেট ও ম্যাচ দুইই নিজের নামে করেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই ৷

ম্যাচ জিতে, প্রতিপক্ষের লড়াইয়ের প্রশংসাও করেন স্প্যানিশ তরুণ ৷ তিনি বলেন, "রোলাঁ গারোয় জেতা একটা স্বপ্নের মতো ৷ আলেকজান্ডার অসাধারণ খেলেছে ৷ সত্যিই একটা কঠিন ফাইনাল ম্যাচ খেললাম ৷ আমি তৃতীয় সেটে হারের পর, ম্যাচকে আরও গভীরে নিয়ে যেতে চেয়েছিলাম ৷ তাই মাথা ঠান্ডা রেখে খেলেছি ৷" পালটা কার্লোস আলকারাজের প্রশংসা শোনা গেল আলেকজান্ডার জেভেরেভের বক্তব্যে ৷ আলকারাজের ধৈর্য্য, স্কিল ও শটের প্রশংসা করলেন তিনি ৷ সঙ্গে স্প্যানিশ প্রতিপক্ষ যোগ্য হিসেবে চ্যাম্পিয়নশিপ জিতেছে বলে জানান আলেকজান্ডার জেরেভ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.