ETV Bharat / sports

শিবিরে যোগ দিলেন মর্কেল, নিউজিল্যান্ড ম্য়াচের আগে অনুশীলনে গরহাজির গিল - ICC CHAMPIONS TROPHY 2025

নিউজিল্যান্ড ম্য়াচের আগে জোড়া খুশির খবর ভারতীয় শিবিরে ৷ সংক্ষিপ্ত বিরতি কাটিয়ে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিলেন বোলিং কোচ ৷ আরেকটি কী ?

MORNE MORKEL
কোহলির সঙ্গে অনুশীলনে মর্কেল (AFP)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 27, 2025, 2:03 PM IST

দুবাই, 27 ফেব্রুয়ারি: সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ গ্রুপের শেষ ম্য়াচের আগে শিবিরের মেজাজ স্বভাবতই ফুরফুরে ৷ এমন সময় ভারতীয় শিবিরে আরেকটি ভালো খবর ৷ বাবার মৃত্যুর খবর পেয়ে চ্য়াম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দুবাইয়ে ভারতীয় শিবির ছেড়ে দেশে ফিরেছিলেন মর্নে মর্কেল ৷ তবে বুধবার নিউজিল্যান্ড ম্য়াচের আগে ভারতীয় দলের প্রথম অনুশীলনে প্রত্য়াবর্তন ঘটেছে বোলিং কোচের ৷ অর্থাৎ, পূর্ণ শক্তির কোচিং স্টাফ নিয়ে 'ব্ল্যাক ক্য়াপসে'র বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি শুরু হল টিম ইন্ডিয়ার ৷

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর অনুশীলনে দু'দিন ছুটি ছিল ভারতীয় দলের ৷ বুধবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্য়াকাডেমিতে নৈশালোকে অনুশীলন সারেন ভারতীয় ক্রিকেটাররা ৷ উদ্বেগ দূর করে এদিনের অনুশীলনে হাজির ছিলেন স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্তও ৷ ভাইরাল জ্বর থাবা বসানোয় পাক ম্য়াচের আগে অনুশীলনে গরহজির ছিলেন তিনি ৷ তবে কেএল রাহুলের পরিবর্তে মিচেল স্য়ান্টনারদের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা খুব একটা নেই তাঁর ৷ মর্নে মর্কেল এবং ঋষভ পন্তকে নিয়ে খুশির খবরের মাঝে ভারতীয় শিবিরে উদ্বেগের খবরও রয়েছে ৷

টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্ট অনুযায়ী দু'দিন বিরতির পর নিউজিল্য়ান্ড ম্য়াচের আগে প্রথম অনুশীলনে হাজির ছিলেন না শুভমন গিল ৷ কী কারণে তিনি অনুপস্থিত, তা স্পষ্ট জানা না-গেলেও রোহিতের ডেপুটিকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেও জানানো হয়েছে সেই রিপোর্টে ৷ তিনি সুস্থই রয়েছেন ৷ বুধবারের অনুশীলনে হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে মর্কেলকে ৷ বেশ কিছু রিপোর্টে প্রকাশ, চাপ কমাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আপাতদৃষ্টিকে নিয়মরক্ষার ম্যাচে মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হতে পারে ৷ যদিও এ ব্য়াপারে কোথাও স্পষ্ট উল্লেখ নেই ৷

বুধবারের অনুশীলনে মূলত ওয়ার্ম-আপ ড্রিল সারেন ভারতীয় ক্রিকেটাররা ৷ টুর্নামেন্ট ওপেনারে বাংলাদেশকে এবং দ্বিতীয় ম্য়াচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও ছয় উইকেটে হারায় ভারতীয় দল ৷ প্রথম ম্য়াচে গিল এবং দ্বিতীয় ম্য়াচে বিরাট কোহলির ঝকঝকে শতরান শেষ চারে পৌঁছে দেয় ভারতকে ৷ ভারত গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছবে কি না, তা অবশ্য জানা যাবে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্য়াচের পর ৷

আরও পড়ুন:

দুবাই, 27 ফেব্রুয়ারি: সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ গ্রুপের শেষ ম্য়াচের আগে শিবিরের মেজাজ স্বভাবতই ফুরফুরে ৷ এমন সময় ভারতীয় শিবিরে আরেকটি ভালো খবর ৷ বাবার মৃত্যুর খবর পেয়ে চ্য়াম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দুবাইয়ে ভারতীয় শিবির ছেড়ে দেশে ফিরেছিলেন মর্নে মর্কেল ৷ তবে বুধবার নিউজিল্যান্ড ম্য়াচের আগে ভারতীয় দলের প্রথম অনুশীলনে প্রত্য়াবর্তন ঘটেছে বোলিং কোচের ৷ অর্থাৎ, পূর্ণ শক্তির কোচিং স্টাফ নিয়ে 'ব্ল্যাক ক্য়াপসে'র বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি শুরু হল টিম ইন্ডিয়ার ৷

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর অনুশীলনে দু'দিন ছুটি ছিল ভারতীয় দলের ৷ বুধবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্য়াকাডেমিতে নৈশালোকে অনুশীলন সারেন ভারতীয় ক্রিকেটাররা ৷ উদ্বেগ দূর করে এদিনের অনুশীলনে হাজির ছিলেন স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্তও ৷ ভাইরাল জ্বর থাবা বসানোয় পাক ম্য়াচের আগে অনুশীলনে গরহজির ছিলেন তিনি ৷ তবে কেএল রাহুলের পরিবর্তে মিচেল স্য়ান্টনারদের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা খুব একটা নেই তাঁর ৷ মর্নে মর্কেল এবং ঋষভ পন্তকে নিয়ে খুশির খবরের মাঝে ভারতীয় শিবিরে উদ্বেগের খবরও রয়েছে ৷

টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্ট অনুযায়ী দু'দিন বিরতির পর নিউজিল্য়ান্ড ম্য়াচের আগে প্রথম অনুশীলনে হাজির ছিলেন না শুভমন গিল ৷ কী কারণে তিনি অনুপস্থিত, তা স্পষ্ট জানা না-গেলেও রোহিতের ডেপুটিকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেও জানানো হয়েছে সেই রিপোর্টে ৷ তিনি সুস্থই রয়েছেন ৷ বুধবারের অনুশীলনে হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে মর্কেলকে ৷ বেশ কিছু রিপোর্টে প্রকাশ, চাপ কমাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আপাতদৃষ্টিকে নিয়মরক্ষার ম্যাচে মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হতে পারে ৷ যদিও এ ব্য়াপারে কোথাও স্পষ্ট উল্লেখ নেই ৷

বুধবারের অনুশীলনে মূলত ওয়ার্ম-আপ ড্রিল সারেন ভারতীয় ক্রিকেটাররা ৷ টুর্নামেন্ট ওপেনারে বাংলাদেশকে এবং দ্বিতীয় ম্য়াচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও ছয় উইকেটে হারায় ভারতীয় দল ৷ প্রথম ম্য়াচে গিল এবং দ্বিতীয় ম্য়াচে বিরাট কোহলির ঝকঝকে শতরান শেষ চারে পৌঁছে দেয় ভারতকে ৷ ভারত গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছবে কি না, তা অবশ্য জানা যাবে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্য়াচের পর ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.