ETV Bharat / sports

শাকিব-রিশাদের কেরামতিতে ডাচ 'বধ' টাইগারদের, সুপার এইটে আশার আলো বাংলাদেশের - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

BAN vs NED: চলতি টি-20 বিশ্বকাপে শেষ আটে ওঠার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ৷ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 25 রানের জয়ের নায়ক শাকিব আল হাসান ও রিশাদ হোসেন ৷ এখনও পর্যন্ত 3টি ম্যাচে 2টি'তে জিতে 4 পয়েন্ট সংগ্রহ করেছেন শাকিব আল-হাসানরা। এরপর গ্রুপ-ডি'র শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় পেলেই সুপার এইটের যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।

BAN vs NED
বাংলাদেশের জয় (বাংলাদেশ ক্রিকেট এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 8:17 AM IST

Updated : Jun 14, 2024, 10:26 AM IST

সেন্ট ভিনসেন্ট, 14 জুন: তৃতীয় ম্যাচে ডাচদের হারাল বাংলাদেশ ৷ এখনও পর্যন্ত গ্রুপ-ডি'র টপার সাউথ আফ্রিকা ৷ প্রোটিয়ারা ইতিমধ্যই সুপার এইটে যোগ্যতা অর্জন করেছে ৷ শেষ আটের যাওয়ার লড়াই থেকে শ্রীলঙ্কা ছিটকে গিয়েছে ইতিমধ্যেই ৷ আগামী তথা শেষ ম্যাচে নেপালকে 'কাবু' করতে পারলেই শেষ আটে পৌঁছে যাবে 'শান্ত' বাহিনী ৷ গতকাল (ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার) সেন্ট ভিনসেন্টের, আরনোস ভ্যাল গ্রাউন্ডের মাঠে ডাচদের 25 রানে হারায় টাইগাররা ৷ তাতে শাকিব আল হাসানের অর্ধশতরান, ও বল হাতে দুরন্ত রিশাদ হোসেন ৷ তাঁদের যুগলবন্দিতে এই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ ৷

সেন্ট ভিনসেন্টে এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাট করতে নেমে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 রান করে বাংলাদেশ। 46 বলে 64 রান করে অপরাজিত থাকেন শাকিব আল হাসান ৷ তাঁর দুরন্ত ইনিংস সাজানো 9টি চারে। তাঁকে এদিন সঙ্গ দেন ওপেনার তানজিদ হাসান ৷ 26 বলে 35 রান করেন তিনি ৷ 25 রান মাহমুদুল্লাহ। বাকি কোনও ব্যাটারই আর বড় রান পাননি ৷ নেদারল্যান্ডসের হয়ে 2টি উইকেট নেন আরিয়ান দত্ত। 2 উইকেট পান পল ভ্যান মিকেরেন। 1 উইকেট নেন টিম প্রিঙ্গল।

রান তাড়া করতে নেমে ওপেনার মাইকেল লেভিট করেন 18 রান। ম্যাক্স ওডোড পান মাত্র 12 রান। বিক্রমজিৎ সিংয়ের ব্যাটে আসে 26 রান। একমাত্র সিব্র্যান্ড এনগেলব্রেখট করেন 33 রান। এই রানই সর্বোচ্চ ৷ অধিনায়কের ব্যাটেও এদিন খুব একটা রান আসে না ৷ 23 বলে 25 রান করেন স্কট এডওয়ার্ডস ৷ বাংলাদেশের হয়ে 3 উইকেট নেন রিশাদ হোসেন। 2 উইকেট নেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান শাকিব ও মাহমুদুল্লাহ। বাংলাদেশের বোলারদের কাছে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 134-এ থামতে হয় ডাচদের ৷ 25 রানে জয় ছিনিয়ে নেয় টাইগাররা ৷

সেন্ট ভিনসেন্ট, 14 জুন: তৃতীয় ম্যাচে ডাচদের হারাল বাংলাদেশ ৷ এখনও পর্যন্ত গ্রুপ-ডি'র টপার সাউথ আফ্রিকা ৷ প্রোটিয়ারা ইতিমধ্যই সুপার এইটে যোগ্যতা অর্জন করেছে ৷ শেষ আটের যাওয়ার লড়াই থেকে শ্রীলঙ্কা ছিটকে গিয়েছে ইতিমধ্যেই ৷ আগামী তথা শেষ ম্যাচে নেপালকে 'কাবু' করতে পারলেই শেষ আটে পৌঁছে যাবে 'শান্ত' বাহিনী ৷ গতকাল (ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার) সেন্ট ভিনসেন্টের, আরনোস ভ্যাল গ্রাউন্ডের মাঠে ডাচদের 25 রানে হারায় টাইগাররা ৷ তাতে শাকিব আল হাসানের অর্ধশতরান, ও বল হাতে দুরন্ত রিশাদ হোসেন ৷ তাঁদের যুগলবন্দিতে এই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ ৷

সেন্ট ভিনসেন্টে এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাট করতে নেমে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 রান করে বাংলাদেশ। 46 বলে 64 রান করে অপরাজিত থাকেন শাকিব আল হাসান ৷ তাঁর দুরন্ত ইনিংস সাজানো 9টি চারে। তাঁকে এদিন সঙ্গ দেন ওপেনার তানজিদ হাসান ৷ 26 বলে 35 রান করেন তিনি ৷ 25 রান মাহমুদুল্লাহ। বাকি কোনও ব্যাটারই আর বড় রান পাননি ৷ নেদারল্যান্ডসের হয়ে 2টি উইকেট নেন আরিয়ান দত্ত। 2 উইকেট পান পল ভ্যান মিকেরেন। 1 উইকেট নেন টিম প্রিঙ্গল।

রান তাড়া করতে নেমে ওপেনার মাইকেল লেভিট করেন 18 রান। ম্যাক্স ওডোড পান মাত্র 12 রান। বিক্রমজিৎ সিংয়ের ব্যাটে আসে 26 রান। একমাত্র সিব্র্যান্ড এনগেলব্রেখট করেন 33 রান। এই রানই সর্বোচ্চ ৷ অধিনায়কের ব্যাটেও এদিন খুব একটা রান আসে না ৷ 23 বলে 25 রান করেন স্কট এডওয়ার্ডস ৷ বাংলাদেশের হয়ে 3 উইকেট নেন রিশাদ হোসেন। 2 উইকেট নেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান শাকিব ও মাহমুদুল্লাহ। বাংলাদেশের বোলারদের কাছে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 134-এ থামতে হয় ডাচদের ৷ 25 রানে জয় ছিনিয়ে নেয় টাইগাররা ৷

Last Updated : Jun 14, 2024, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.