কিংসটন, 4 ডিসেম্বর: সাবিনা পার্কে দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়ল বাংলাদেশ ৷ ওয়েস্ট ইন্ডিজকে 101 রানে হারাল টাইগাররা ৷ 15 বছরের মধ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এটা বাংলাদেশের প্রথম টেস্ট । শেষবার 2009 সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে পাঁচদিনের ম্যাচ জিতেছিল বাংলাদেশ ৷ চলতি বছরে এটি বলিটন দাস, মোমিনুল হকদের তৃতীয় টেস্ট জয় ।
কিংসটনে দ্বিতীয় ইনিংসে জাকার আলির 91 রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে 287 রানের টার্গেট দেয় বাংলাদেশ ৷ রান তাড়া করতে নেমে 185 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা ৷ 5 উইকেট নেন পদ্মাপাড়ের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম । কাভিম হজ (55) এবং অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (43) লড়াই করলেও তা ফলপ্রসূ হয়নি ৷
Taijul Islam's five-wicket haul helps Bangladesh to victory in Jamaica 👏#WIvBAN 📝 https://t.co/J9qsQIllzv#WTC25 pic.twitter.com/Xjx78wza31
— ICC (@ICC) December 3, 2024
প্লেয়ার অফ দ্য ম্যাচ তাইজুল বলেন, ‘‘বিদেশে টেস্ট ম্যাচ জেতাটা দারুণ অনুভূতি ৷ আমরা বিদেশের মাটিতে খুব বেশি টেস্ট জিততে পারি না ৷ এই ম্যাচে সব খেলোয়াড়ই দুর্দান্ত পারফর্ম করেছে ।’’ এই জয়ের ফলে দু’ম্যাচের সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে বাংলাদেশ ৷ একইসঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে তারা ।
West Indies 🆚 Bangladesh | 2nd Test
— Bangladesh Cricket (@BCBtigers) December 4, 2024
Moments of the match ✨🇧🇩
PC: West Indies Cricket#BCB #Cricket #Bangladesh #WIvBAN #WTC25 pic.twitter.com/EdWhGLIy19
তাসকিন আহমেদ এবং জেডেন সিলস প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জাডেন সিলস পুরো ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন এবং যৌথভাবে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
- বাংলাদেশ 164 এবং 268 (শাদমান ইসলাম 64, জাকার আলি 91; জাডেন সিলস 4-5)
- ওয়েস্ট ইন্ডিজ 146 এবং 185 (কাভিম হজ 55, ক্রেইগ ব্র্যাথওয়েট 43; নাহিদ রানা 5-61, তাইজুল ইসলাম 5-50) 101 রানে জয়ী বাংলাদেশ