ETV Bharat / sports

অস্ট্রেলিয়ার কাছে চুনকাম ভারত ! সান্ত্বনা শুধু স্মৃতির শতরান - AUSTRALIA WOMEN BEATS INDIA WOMEN

স্মৃতি মন্ধনার শতরানেও ভারতের মান বাঁচল না ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের মুখ দেখলেন ভারতীয় মেয়েরা ৷

Australia Women Beats India Women
সান্ত্বনা শুধু স্মৃতির শতরান (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 11, 2024, 5:49 PM IST

পারথ, 11 ডিসেম্বর: অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হল ভারত ৷ আগেই মহিলা দলের কাছে 123 রানের বিরাট ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছিল ‘উইমেন ইন ব্লু’ ৷ এবার ‘জেতা ম্যাচ’ হেরে চুনকামের লজ্জাও সইতে হল ‘উইমেন ইন ব্লু’কে ৷ পারথের ওয়াকা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ভারত হারল 83 রানে ৷ ইনিংস থামল 215 রানে।

অ্যানাবেল সাদারল্যান্ডের সেঞ্চুরিতে ভারতকে 299 রানের বিশাল টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া ৷ ওয়াকা স্টেডিয়ামে দু’ম্যাচ হেরে মাঠে নামা স্মৃতিদের ম্যাচ জিততে কার্যত অসাধ্যসাধন করতে হত ৷ তা করতে পারল না ভারতের প্রমীলা বাহিনী ৷ এত রান তাড়া করতে নেমে ব্যক্তিগত 2 রানে ক্রিজ ছাড়েন রিচা ঘোষ ৷

প্রাথমিক ধাক্কা সামলে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন স্মৃতি মন্ধনা ও হরলিন দেওলের জুটি ৷ ওপেন করতে নামা স্মৃতির ব্যাটে এদিন এসেছে 109 বলে 105 রান ৷ ইনিংস সাজানো 14টি চার ও একটি ছয়ে ৷ লজ্জার ম্যাচে ভারতের একমাত্র সান্ত্বনা স্মৃতির সেঞ্চুরি ৷ এদিন ওডিআই ক্রিকেটে নিজের নবম শতরান করে ফেললে ‘ক্রিকেটের রানি’ ৷ হারতে হলেও প্রথম দু’ম্যাচে মোট 17 রান করা স্মৃতির রানে ফেরায় খানিক স্বস্তিতে থাকবেন নীল জার্সিধারীরা ৷

এরপর হরলিন ফেরেন 64 বলে 39 রানের ইনিংস খেলে ৷ অধিনায়ক হরমনপ্রীতের অবদান 22 বলে 12 রান ৷ যদিও বিরাট রানের লক্ষ্যমাত্রা থাকায় কোনও কিছুই কাজে আসেনি ৷ শেষ পর্যন্ত 215 রানে থামল ‘উইমেন ইন ব্লু’র ইনিংস ৷

স্মৃতির রেকর্ড:

এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ শতরান (4টি) রেকর্ড গড়েছেন স্মৃতি মন্ধনা ৷

খেলোয়াড়দেশসালম্যাচরানসর্বোচ্চ রানঅ্যাভারেজস্ট্রাইক রেটশতরানঅর্ধ-শতরান
স্মৃতি মন্ধনাভারত202410*59913659.997.0841
ন্যাট স্ক্রিভার-ব্রান্টইংল্যাড20236393129131107.3730
এসএফএম ডেভিননিউজিল্যান্ড20187533117*106.6109.8932
এল উলভার্টদক্ষিণ আফ্রিকা202411636184*90.8587.1232
সিদ্রা আমিনপাকিস্তান202213697176*63.3677.5332

আরও পড়ুন

পারথ, 11 ডিসেম্বর: অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হল ভারত ৷ আগেই মহিলা দলের কাছে 123 রানের বিরাট ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছিল ‘উইমেন ইন ব্লু’ ৷ এবার ‘জেতা ম্যাচ’ হেরে চুনকামের লজ্জাও সইতে হল ‘উইমেন ইন ব্লু’কে ৷ পারথের ওয়াকা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ভারত হারল 83 রানে ৷ ইনিংস থামল 215 রানে।

অ্যানাবেল সাদারল্যান্ডের সেঞ্চুরিতে ভারতকে 299 রানের বিশাল টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া ৷ ওয়াকা স্টেডিয়ামে দু’ম্যাচ হেরে মাঠে নামা স্মৃতিদের ম্যাচ জিততে কার্যত অসাধ্যসাধন করতে হত ৷ তা করতে পারল না ভারতের প্রমীলা বাহিনী ৷ এত রান তাড়া করতে নেমে ব্যক্তিগত 2 রানে ক্রিজ ছাড়েন রিচা ঘোষ ৷

প্রাথমিক ধাক্কা সামলে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন স্মৃতি মন্ধনা ও হরলিন দেওলের জুটি ৷ ওপেন করতে নামা স্মৃতির ব্যাটে এদিন এসেছে 109 বলে 105 রান ৷ ইনিংস সাজানো 14টি চার ও একটি ছয়ে ৷ লজ্জার ম্যাচে ভারতের একমাত্র সান্ত্বনা স্মৃতির সেঞ্চুরি ৷ এদিন ওডিআই ক্রিকেটে নিজের নবম শতরান করে ফেললে ‘ক্রিকেটের রানি’ ৷ হারতে হলেও প্রথম দু’ম্যাচে মোট 17 রান করা স্মৃতির রানে ফেরায় খানিক স্বস্তিতে থাকবেন নীল জার্সিধারীরা ৷

এরপর হরলিন ফেরেন 64 বলে 39 রানের ইনিংস খেলে ৷ অধিনায়ক হরমনপ্রীতের অবদান 22 বলে 12 রান ৷ যদিও বিরাট রানের লক্ষ্যমাত্রা থাকায় কোনও কিছুই কাজে আসেনি ৷ শেষ পর্যন্ত 215 রানে থামল ‘উইমেন ইন ব্লু’র ইনিংস ৷

স্মৃতির রেকর্ড:

এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ শতরান (4টি) রেকর্ড গড়েছেন স্মৃতি মন্ধনা ৷

খেলোয়াড়দেশসালম্যাচরানসর্বোচ্চ রানঅ্যাভারেজস্ট্রাইক রেটশতরানঅর্ধ-শতরান
স্মৃতি মন্ধনাভারত202410*59913659.997.0841
ন্যাট স্ক্রিভার-ব্রান্টইংল্যাড20236393129131107.3730
এসএফএম ডেভিননিউজিল্যান্ড20187533117*106.6109.8932
এল উলভার্টদক্ষিণ আফ্রিকা202411636184*90.8587.1232
সিদ্রা আমিনপাকিস্তান202213697176*63.3677.5332

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.