ETV Bharat / sports

'গিল প্রতিভাবান কিন্তু কোহলি একজনই', বিরাটের ডিপফেকে উত্তাল নেটপাড়া - VIRAT KOHLI DEEPFAKE VIDEO

Kohli Falls Victim to Deepfake: আবারও ডিপফেকের শিকার বিরাট কোহলি ৷ নেটপাড়ায় সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োয় শুভমন গিলকে নিয়ে ভারতীয় ক্রিকেটারকে নানা মন্তব্য করতে শোনা গিয়েছে ৷ এর আগে এক ডিপফেক ভিডিয়োয় বেটিং অ্যাপের প্রচারে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়'কে ৷

VIRAT KOHLI AND SHUBMAN GILL
বিরাট কোহলি ও শুভমন গিল (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 29, 2024, 3:25 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট: অঙ্গভঙ্গি হুবহু, গলার স্বরও অবিকল বিরাট কোহলির মত ৷ কিন্তু সত্যিকারের বিরাট কোহলি তিনি নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷ এক সাক্ষাৎকারে একনাগাড়ে নিজের নামে স্তুতি গেয়ে চলেছেন ৷ শুধু তাই নয়, শুভমন গিলের সঙ্গে তাঁর তুলনায় বিরক্ত সেই কোহলি বলছেন, "গিল প্রতিভাবান কিন্তু ক্রিকেটে বিরাট কোহলি একজনই ৷" সম্প্রতি বিরাটের সেই ডিপফেক ভিডিয়োয় উত্তাল নেটপাড়া ৷

এআই'য়ের সহযোগিতায় ইন্টারনেটে ভাইরাল হওয়া ডিপফেক ভিডিয়োয় বিরাট কোহলিকে বলতে শোনা যাচ্ছে অনেক কথাই ৷ ভারতীয় ক্রিকেটার সেখানে বলছেন, "অস্ট্রেলিয়া থেকে ফিরে আমি সাফল্যের পিছনে রসায়নটা খুঁজে বের করেছিলাম ৷ আমি গিলকে খুব কাছ থেকে দেখেছি ৷ নিঃসন্দেহে ও প্রতিভাবান ৷ কিন্তু প্রতিশ্রুতি এবং কিংবদন্তি হওয়ার মধ্যে যোজন ফারাক রয়েছে ৷ গিলের টেকনিক দুর্দান্ত কিন্তু আমাদের থেকে আগে যেতে পারেনি এখনও ৷"

এখানেই শেষ নয় ৷ ডিপফেক ভিডিয়োয় কোহলি আরও বলছেন, "মানুষ পরবর্তী বিরাট কোহলিকে নিয়ে কথা বলে ৷ এ ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য, বিরাট কোহলি একজনই ৷ আমি তাবড় বোলারদের সামলেছি, কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছি এবং সেটা টানা এক দশক ধরে ৷ কয়েকটা ভালো ইনিংস খেলে কেউ সেই জায়গাটা নিতে পারবে না ৷" এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার ডিপফেকের শিকার হলেন 80টি আন্তর্জাতিক শতরানের মালিক ৷ আগের ডিপফেক ভিডিয়োয় বেটিং অ্যাপের প্রচার করতে দেখা গিয়েছিল কোহলিকে ৷

ক্রিকেটের কথা বলতে হলে বিরাট কোহলিকে ফের বাইশ গজে দেখা যাবে আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্টে সিরিজে ৷ অন্যদিকে শুভমন গিল অবশ্য বাইশ গজে ফিরছেন শীঘ্রই ৷ 5 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে পঞ্জাব ব্যাটারকে ৷

নয়াদিল্লি, 29 অগস্ট: অঙ্গভঙ্গি হুবহু, গলার স্বরও অবিকল বিরাট কোহলির মত ৷ কিন্তু সত্যিকারের বিরাট কোহলি তিনি নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷ এক সাক্ষাৎকারে একনাগাড়ে নিজের নামে স্তুতি গেয়ে চলেছেন ৷ শুধু তাই নয়, শুভমন গিলের সঙ্গে তাঁর তুলনায় বিরক্ত সেই কোহলি বলছেন, "গিল প্রতিভাবান কিন্তু ক্রিকেটে বিরাট কোহলি একজনই ৷" সম্প্রতি বিরাটের সেই ডিপফেক ভিডিয়োয় উত্তাল নেটপাড়া ৷

এআই'য়ের সহযোগিতায় ইন্টারনেটে ভাইরাল হওয়া ডিপফেক ভিডিয়োয় বিরাট কোহলিকে বলতে শোনা যাচ্ছে অনেক কথাই ৷ ভারতীয় ক্রিকেটার সেখানে বলছেন, "অস্ট্রেলিয়া থেকে ফিরে আমি সাফল্যের পিছনে রসায়নটা খুঁজে বের করেছিলাম ৷ আমি গিলকে খুব কাছ থেকে দেখেছি ৷ নিঃসন্দেহে ও প্রতিভাবান ৷ কিন্তু প্রতিশ্রুতি এবং কিংবদন্তি হওয়ার মধ্যে যোজন ফারাক রয়েছে ৷ গিলের টেকনিক দুর্দান্ত কিন্তু আমাদের থেকে আগে যেতে পারেনি এখনও ৷"

এখানেই শেষ নয় ৷ ডিপফেক ভিডিয়োয় কোহলি আরও বলছেন, "মানুষ পরবর্তী বিরাট কোহলিকে নিয়ে কথা বলে ৷ এ ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য, বিরাট কোহলি একজনই ৷ আমি তাবড় বোলারদের সামলেছি, কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছি এবং সেটা টানা এক দশক ধরে ৷ কয়েকটা ভালো ইনিংস খেলে কেউ সেই জায়গাটা নিতে পারবে না ৷" এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার ডিপফেকের শিকার হলেন 80টি আন্তর্জাতিক শতরানের মালিক ৷ আগের ডিপফেক ভিডিয়োয় বেটিং অ্যাপের প্রচার করতে দেখা গিয়েছিল কোহলিকে ৷

ক্রিকেটের কথা বলতে হলে বিরাট কোহলিকে ফের বাইশ গজে দেখা যাবে আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্টে সিরিজে ৷ অন্যদিকে শুভমন গিল অবশ্য বাইশ গজে ফিরছেন শীঘ্রই ৷ 5 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে পঞ্জাব ব্যাটারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.