ETV Bharat / sports

মুলতানে লজ্জার হার, প্রাক্তন আইসিসি আম্পায়ারকে নির্বাচক কমিটিতে এনে চমক পাকিস্তানের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটিতে আইসিসি'র এলিট প্যানেলের আম্পায়ার ৷ পিসিবি'র ঘোষণার তাজ্জব নেটাগরিকরা ৷

author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

ALEEM DAR
আলিম দার (AP Photo)

লাহোর, 11 অক্টোবর: মুলতান টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হার ৷ কয়েকঘণ্টার মধ্যেই নির্বাচক কমিটিতে ব্য়াপক রদবদল নিয়ে এল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ প্রথম ইনিংসে পাঁচশোরও বেশি রান তুলে ইনিংসে হার ৷ প্রথম টেস্ট খেলিয়ে দেশ হিসেবে অযাচিত নজির গড়ার পর প্রাক্তন দুই টেস্ট ক্রিকেটার আকিব জাভেদ এবং আজহার আলিকে নির্বাচক কমিটিতে নিয়ে এল সেদেশের ক্রিকেট বোর্ড ৷ তবে চমকের নাম আলিম দার ৷ সদ্য অবসর নেওয়া প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ারকে নির্বাচক কমিটিতে আনল তারা ৷

আইসিসি এলিট প্যানেলভুক্ত প্রাক্তন কোনও আম্পায়ারের এহেন নজির আর নেই ৷ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন আলিম দার ৷ আর দিনকয়েকের মধ্যে তাঁর পিসিবি'র নির্বাচক কমিটিতে যোগদান উল্লেখযোগ্যও বটে ৷ এই তিনের বাইরে অ্যানালিস্ট হাসান চিমাকেও কমিটিতে নিয়ে এসেছে পিসিবি ৷ দিনদশেক আগে মহম্মদ ইউসুফ জাতীয় নির্বাচক কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর আরও এক প্রাক্তন ক্রিকেটার আসাদ শফিককে নির্বাচক কমিটিতে জায়গা দিয়েছিল সেদেশের ক্রিকেট বোর্ড ৷

গত এক বছরে দু'জন ভিন্ন চেয়ারম্য়ানের অধীনে একাধিকবার বদল এসেছে পাকিস্তানের নির্বাচক কমিটিতে ৷ তবে শুক্রবার নির্বাচক কমিটিতে প্রাক্তন আম্পায়ারের অন্তর্ভুক্তি যে বড়সড় চমক, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ 448টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব সামলানোর পর সম্প্রতি অবসর ঘোষণা করেছেন 56 বছরের আলিম দার ৷ 2003 সাল থেকে আইসিসি এলিট এবং আন্তর্জাতিক প্য়ানেলের সদস্য ছিলেন তিনি ৷ নতুন দায়িত্বে কতটা সফল তিনি হতে পারেন, এখন সেটাই দেখার ৷

বাংলাদেশের কাছে ঘরের মাটিতে হোয়াইট-ওয়াশ, এরপর ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে লজ্জার হার ৷ এহেন টালমাটাল পরিস্থিতিতে পিসিবি'র নয়া নির্বাচক কমিটিক প্রথম অ্য়াসাইনমেন্ট ইংরেজদের বিরুদ্ধে বাকি দু'টি টেস্টের দল ঘোষণা ৷

লাহোর, 11 অক্টোবর: মুলতান টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হার ৷ কয়েকঘণ্টার মধ্যেই নির্বাচক কমিটিতে ব্য়াপক রদবদল নিয়ে এল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ প্রথম ইনিংসে পাঁচশোরও বেশি রান তুলে ইনিংসে হার ৷ প্রথম টেস্ট খেলিয়ে দেশ হিসেবে অযাচিত নজির গড়ার পর প্রাক্তন দুই টেস্ট ক্রিকেটার আকিব জাভেদ এবং আজহার আলিকে নির্বাচক কমিটিতে নিয়ে এল সেদেশের ক্রিকেট বোর্ড ৷ তবে চমকের নাম আলিম দার ৷ সদ্য অবসর নেওয়া প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ারকে নির্বাচক কমিটিতে আনল তারা ৷

আইসিসি এলিট প্যানেলভুক্ত প্রাক্তন কোনও আম্পায়ারের এহেন নজির আর নেই ৷ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন আলিম দার ৷ আর দিনকয়েকের মধ্যে তাঁর পিসিবি'র নির্বাচক কমিটিতে যোগদান উল্লেখযোগ্যও বটে ৷ এই তিনের বাইরে অ্যানালিস্ট হাসান চিমাকেও কমিটিতে নিয়ে এসেছে পিসিবি ৷ দিনদশেক আগে মহম্মদ ইউসুফ জাতীয় নির্বাচক কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর আরও এক প্রাক্তন ক্রিকেটার আসাদ শফিককে নির্বাচক কমিটিতে জায়গা দিয়েছিল সেদেশের ক্রিকেট বোর্ড ৷

গত এক বছরে দু'জন ভিন্ন চেয়ারম্য়ানের অধীনে একাধিকবার বদল এসেছে পাকিস্তানের নির্বাচক কমিটিতে ৷ তবে শুক্রবার নির্বাচক কমিটিতে প্রাক্তন আম্পায়ারের অন্তর্ভুক্তি যে বড়সড় চমক, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ 448টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব সামলানোর পর সম্প্রতি অবসর ঘোষণা করেছেন 56 বছরের আলিম দার ৷ 2003 সাল থেকে আইসিসি এলিট এবং আন্তর্জাতিক প্য়ানেলের সদস্য ছিলেন তিনি ৷ নতুন দায়িত্বে কতটা সফল তিনি হতে পারেন, এখন সেটাই দেখার ৷

বাংলাদেশের কাছে ঘরের মাটিতে হোয়াইট-ওয়াশ, এরপর ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে লজ্জার হার ৷ এহেন টালমাটাল পরিস্থিতিতে পিসিবি'র নয়া নির্বাচক কমিটিক প্রথম অ্য়াসাইনমেন্ট ইংরেজদের বিরুদ্ধে বাকি দু'টি টেস্টের দল ঘোষণা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.