ETV Bharat / politics

রাজনীতির জন্য ’বডি’ চাইছে বিরোধীরা, নবান্ন অভিযান নিয়ে দাবি তৃণমূলের - TMC on Nabanna Abhijan

TMC on Nabanna Abhijan: আগামিকাল, মঙ্গলবার ছাত্রদের নবান্ন অভিযান ৷ সেই অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল ৷ তাদের দাবি, নবান্ন অভিযানের নামে হিংসা ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছে ৷ রাজনীতির জন্য ’বডি’ চাইছে বিরোধীরা ৷

TMC on Nabanna Abhijan
নবান্ন অভিযান নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 2:59 PM IST

Updated : Aug 26, 2024, 8:41 PM IST

কলকাতা, 26 অগস্ট: ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল কংগ্রেস ৷ তাদের দাবি, এই অভিযানের নাম করে হিংসা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি, আরএসএস ৷ এর সঙ্গে সিপিএমও আছে বলে অভিযোগ করেছে শাসক দল ৷

সোমবার এই নিয়ে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন শাসক দলের তিন নেতা জয়প্রকাশ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ ৷ সেখানে দু’টি ভিডিয়োও দেখানো হয় তৃণমূলের তরফে ৷ সেই ভিডিয়ো দেখিয়ে তৃণমূলের দাবি, আন্দোলনের নামে হিংসা ছড়িয়ে মানুষ মারার পরিকল্পনা করছে বিরোধীরা ৷

এ দিন তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ বলেন, ‘‘সম্পূর্ণ হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে, আগামিকাল মঙ্গলবার কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ৷ বলা হচ্ছে ছাত্র সমাজ ৷ ছাত্র সমাজ বলে কোনও সংগঠন তার দায় স্বীকার করছে না ৷ এখানে বিজেপি, আরএসএস-এর কিছু ছেলে, বকলমে সেখানে যোগ দিচ্ছে সিপিএমের একটা অংশ ৷ উগ্র সরকার বিরোধী আন্দোলন করছে তারা ৷’’

তাঁর আরও অভিযোগ, বিরোধীরা ছাত্রদের নিয়ে আন্দোলন করার নামে রাজনীতি করার জন্য বডি চাইছে ৷ সোশাল মিডিয়া দিয়ে লোক ক্ষেপানোর চেষ্টা হচ্ছে বিরোধীরা ৷ নবান্ন চলো বলে রাজনীতি করার চেষ্টা হচ্ছে ৷ হিংসা ছড়িয়ে কেন্দ্রীয় সরকারকে জড়াতে চাইছে ৷

অন্যদিকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, নবান্ন অভিযানের জন্য পুলিশের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি । তাই এই অভিযান সম্পূর্ণ বেআইনি । কারণ, এই ধরনের কর্মসূচি করতে গেলে পুলিশের অনুমতি নিতে হয় ৷ তাঁর অভিযোগ, হিংসা ছড়াতেই নেপথ্যে থেকে বিরোধীরা এই অভিযান করাতে চাইছে ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ‘অভয়া’কে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সকলে ৷ সবাই বিচার চাইছে ৷ সেই দলে তৃণমূলও রয়েছে ৷ তবে বিরোধীরা এই ইস্যুতে সরাসরি আক্রমণ করছে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিরোধীরা মমতার পদত্যাগও দাবি করেছেন ৷

সেই নিয়েও সরব হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তাঁর বক্তব্য, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই মমতাকে আক্রমণ করার জন্যই এই ঘটনা নিয়ে পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা । এটা মহিলাদের প্রতি অসম্মান বলেই মনে করছে চন্দ্রিমা । তাই তিনি এই বিষয়ে বাংলার মেয়েদের সজাগ হওয়ার বার্তা দিয়েছেন ৷

এদিকে তৃণমূল কংগ্রেসের তরফে যে ভিডিয়ো দু‘টি দেখানো হয়, তার মধ্য়ে একটিতে দেখা গিয়েছিল বিপ্লব মাল নামে এক ব্যক্তিকে । তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-2 ব্লকে বিজেপির মণ্ডল সভাপতি বলে তৃণমূল দাবি করে । অন্য ভিডিয়োতে লাল টি-শার্টে সৌমেন চট্টোপাধ্যায় ও বাবলু গঙ্গোপাধ্যায় নামে দু’জনকে দেখা যায় ৷ তাঁদের একজন বিজেপির রাজ্য সমবায় সমিতির কো-কনভেনার । দ্বিতীয় জন পশ্চিম মেদিনীপুরের খরার পুরসভায় বিজেপির একমাত্র কাউন্সিলর ৷ তৃণমূলের তরফে তেমনই দাবি করা হয় ৷

পরে সৌমেন ও বাবলুকে আটক করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করতে ঘাটাল থানায় পৌঁছান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার । তিনিও এক প্রস্থ জেরা করেন । পুলিশ সুপার বলেন, "আটক হওয়া বিজেপির দুই নেতাকে জিজ্ঞাসাবাদ চলছে । পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । তদন্তের খাতিরে কিছু বলা সম্ভব নয় । নবান্ন অভিযান নিয়ে বড় কোনও তথ্য পাওয়া যায় কি না, সেটাই দেখা হচ্ছে ৷’’

যদিও বিপ্লব মালের দাবি, পুলিশ চক্রান্ত করে তাঁদের নেতাদের আটক করেছে । বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এসব করা হয়েছে । নবান্ন অভিযান বিজেপির কোনও কর্মসূচি নয়, তা নিয়ে দলের কোনও বক্তব্য নেই । অন্যদিকে চন্দ্রকোনা-2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষ বলেন, "এটা বিক্ষিপ্ত ঘটনা বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয় । কারণ, একজন দায়িত্বশীল বিজেপির মণ্ডল সভাপতি যেখানে এই ধরনের মন্তব্য করছেন । ছাত্র আন্দোলনের নাম করে উসকে দেওয়াই হল বিজেপির এজেন্ডা । এটা ইমপ্লিমেন্ট করার জন্যই আলপটকা কথা ওঁর মুখ দিয়ে বেরিয়ে গেছে । ওঁরা দীর্ঘদিন ধরেই এটা নিয়ে হোমওয়ার্ক শুরু করেছে । যেটা আমরা আগে অভিযোগ করেছি দলে ।’’

কলকাতা, 26 অগস্ট: ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল কংগ্রেস ৷ তাদের দাবি, এই অভিযানের নাম করে হিংসা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি, আরএসএস ৷ এর সঙ্গে সিপিএমও আছে বলে অভিযোগ করেছে শাসক দল ৷

সোমবার এই নিয়ে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন শাসক দলের তিন নেতা জয়প্রকাশ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ ৷ সেখানে দু’টি ভিডিয়োও দেখানো হয় তৃণমূলের তরফে ৷ সেই ভিডিয়ো দেখিয়ে তৃণমূলের দাবি, আন্দোলনের নামে হিংসা ছড়িয়ে মানুষ মারার পরিকল্পনা করছে বিরোধীরা ৷

এ দিন তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ বলেন, ‘‘সম্পূর্ণ হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে, আগামিকাল মঙ্গলবার কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ৷ বলা হচ্ছে ছাত্র সমাজ ৷ ছাত্র সমাজ বলে কোনও সংগঠন তার দায় স্বীকার করছে না ৷ এখানে বিজেপি, আরএসএস-এর কিছু ছেলে, বকলমে সেখানে যোগ দিচ্ছে সিপিএমের একটা অংশ ৷ উগ্র সরকার বিরোধী আন্দোলন করছে তারা ৷’’

তাঁর আরও অভিযোগ, বিরোধীরা ছাত্রদের নিয়ে আন্দোলন করার নামে রাজনীতি করার জন্য বডি চাইছে ৷ সোশাল মিডিয়া দিয়ে লোক ক্ষেপানোর চেষ্টা হচ্ছে বিরোধীরা ৷ নবান্ন চলো বলে রাজনীতি করার চেষ্টা হচ্ছে ৷ হিংসা ছড়িয়ে কেন্দ্রীয় সরকারকে জড়াতে চাইছে ৷

অন্যদিকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, নবান্ন অভিযানের জন্য পুলিশের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি । তাই এই অভিযান সম্পূর্ণ বেআইনি । কারণ, এই ধরনের কর্মসূচি করতে গেলে পুলিশের অনুমতি নিতে হয় ৷ তাঁর অভিযোগ, হিংসা ছড়াতেই নেপথ্যে থেকে বিরোধীরা এই অভিযান করাতে চাইছে ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ‘অভয়া’কে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সকলে ৷ সবাই বিচার চাইছে ৷ সেই দলে তৃণমূলও রয়েছে ৷ তবে বিরোধীরা এই ইস্যুতে সরাসরি আক্রমণ করছে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিরোধীরা মমতার পদত্যাগও দাবি করেছেন ৷

সেই নিয়েও সরব হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তাঁর বক্তব্য, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই মমতাকে আক্রমণ করার জন্যই এই ঘটনা নিয়ে পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা । এটা মহিলাদের প্রতি অসম্মান বলেই মনে করছে চন্দ্রিমা । তাই তিনি এই বিষয়ে বাংলার মেয়েদের সজাগ হওয়ার বার্তা দিয়েছেন ৷

এদিকে তৃণমূল কংগ্রেসের তরফে যে ভিডিয়ো দু‘টি দেখানো হয়, তার মধ্য়ে একটিতে দেখা গিয়েছিল বিপ্লব মাল নামে এক ব্যক্তিকে । তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-2 ব্লকে বিজেপির মণ্ডল সভাপতি বলে তৃণমূল দাবি করে । অন্য ভিডিয়োতে লাল টি-শার্টে সৌমেন চট্টোপাধ্যায় ও বাবলু গঙ্গোপাধ্যায় নামে দু’জনকে দেখা যায় ৷ তাঁদের একজন বিজেপির রাজ্য সমবায় সমিতির কো-কনভেনার । দ্বিতীয় জন পশ্চিম মেদিনীপুরের খরার পুরসভায় বিজেপির একমাত্র কাউন্সিলর ৷ তৃণমূলের তরফে তেমনই দাবি করা হয় ৷

পরে সৌমেন ও বাবলুকে আটক করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করতে ঘাটাল থানায় পৌঁছান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার । তিনিও এক প্রস্থ জেরা করেন । পুলিশ সুপার বলেন, "আটক হওয়া বিজেপির দুই নেতাকে জিজ্ঞাসাবাদ চলছে । পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । তদন্তের খাতিরে কিছু বলা সম্ভব নয় । নবান্ন অভিযান নিয়ে বড় কোনও তথ্য পাওয়া যায় কি না, সেটাই দেখা হচ্ছে ৷’’

যদিও বিপ্লব মালের দাবি, পুলিশ চক্রান্ত করে তাঁদের নেতাদের আটক করেছে । বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এসব করা হয়েছে । নবান্ন অভিযান বিজেপির কোনও কর্মসূচি নয়, তা নিয়ে দলের কোনও বক্তব্য নেই । অন্যদিকে চন্দ্রকোনা-2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষ বলেন, "এটা বিক্ষিপ্ত ঘটনা বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয় । কারণ, একজন দায়িত্বশীল বিজেপির মণ্ডল সভাপতি যেখানে এই ধরনের মন্তব্য করছেন । ছাত্র আন্দোলনের নাম করে উসকে দেওয়াই হল বিজেপির এজেন্ডা । এটা ইমপ্লিমেন্ট করার জন্যই আলপটকা কথা ওঁর মুখ দিয়ে বেরিয়ে গেছে । ওঁরা দীর্ঘদিন ধরেই এটা নিয়ে হোমওয়ার্ক শুরু করেছে । যেটা আমরা আগে অভিযোগ করেছি দলে ।’’

Last Updated : Aug 26, 2024, 8:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.