দাঁতন, 14 মে: মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে রাজ্যে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বক্তব্যের প্রথম থেকেই তাঁর নিশানায় ছিল রাজ্য সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "মাফিয়া রাজ এবং দুর্নীতিতে ডুবে রয়েছে এ রাজ্যের সরকার ৷ যার থেকে মুক্তি চাইছে এই রাজ্যবাসী।"
সোমবার রাজ্যে চতুর্থ দফার ভোট ছিল ৷ তার মাঝেই বিজেপির হয়ে ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বক্তব্য রাখেন শিবরাজ সিং চৌহান । নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী তিনি দাঁতনের তুরকাতে সভা করেন। সেখান থেকেই তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে । তাঁর কথায় উঠে আসে সন্দেশখালির প্রসঙ্গও ৷
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন,"আজ পশ্চিমবঙ্গ বাংলা এক নতুন ক্রান্তিকারীর দরজায় দাঁড়িয়ে রয়েছে। এইখানে মমতাদি মজায় আছে, আর ভয় ভীত এবং ত্রস্ত হয়ে রয়েছে এই বাংলার জনগণ। শুধু সন্দেশখালি নয়, সারা বাংলার মা-বোনেদের সঙ্গে যেভাবে নারকীয় ঘটনা ঘটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তাঁর লজ্জা হওয়া উচিত ৷ কারণ বাংলাকে কলঙ্কিত করেছেন এই মুখ্যমন্ত্রী।"
তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, "টিএমসি মানে হল তুষ্টিকরণ, মাফিয়া এবং দুর্নীতি। অর্ধেক রাজ্য ডুবে রয়েছে এই দুর্নীতিতে । বাংলার জনগণ ভয় ভীত এবং ক্ষুব্ধ ৷ তারা চাইছেন বাংলার এই সরকারকে উপড়ে ফেলতে ৷ লোকসভায় এদেরকে শিক্ষা দেবে জনগণ ।" শিবরাজ সিং চৌহান যাওয়ার সময় স্লোগান দিয়ে বলে যান, "4 জুন ছিনেগা মমতার শুকুন ৷"
মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট ষষ্ঠ দফায় অর্থাৎ 25 মে । এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সঙ্গে লড়াইয়ে রয়েছেন তৃণমূলের অভিনেত্রী প্রার্থী জুন মালিয়া ৷ এই কেন্দ্রে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে সরিয়ে অগ্নিমিত্রা পলকে টিকিট দিয়েছে বিজেপি ৷ ফলে অগ্নিমিত্রার সামনে আসন ধরে রাখার লড়াই ৷ শেষ পর্যায়ের ভোটপ্রচার জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলি । বাদ নেই বিজেপিও ৷ গেরুয়া শিবিরের তরফে প্রচারে ঝড় তুলতে নিয়ে আসা হয় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুন: