ETV Bharat / politics

'হুগলিতে এমন ধোঁয়া হবে, সবার চোখ অন্ধকার হয়ে যাবে'; মিমের জবাবে রিল রচনার - Lok Sabha Election 2024

Rachna Banerjee reel: সিঙ্গুরে শিল্পের প্রসঙ্গে বলতে গিয়ে ধোঁয়া নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে মিম তৈরি হয়েছিল ৷ এ বার সেই মিমের জবাব দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় ৷ তাও আবার রিলের মাধ্যমে ৷ দেখে নিন সেই রিল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 2:23 PM IST

Updated : Apr 11, 2024, 3:08 PM IST

মিমের জবাবে রিল রচনার

পাণ্ডুয়া, 11এপ্রিল: সিঙ্গুরে প্রচারে গিয়ে চারিদিকে শিল্পের ধোঁয়া দেখেছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় । তাঁর সেই মন্তব্যকে হাসির খোরাক করেছিলেন নেট নাগরিকরা ৷ ছড়িয়ে পড়ে মিম ৷ সেই মিমের জবাব দিতে এ বার হুগলির ধোঁয়া দেখিয়ে রিল বানালেন 'দিদি নাম্বার ওয়ান'৷

সেই রিলে কী রয়েছে ?

ঈদের সকালে পাণ্ডুয়ায় মুসলিম সম্প্রদায় মানুষকে শুভেচ্ছা জানাতে যান তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় । পাণ্ডুয়া থেকে খন্যানের মাঝে জিটি রোডের উপর বোসোতে গাড়ি দাঁড় করিয়ে দেন তিনি ৷ নিজের কথার সত্যতা প্রমাণ করার চেষ্টায় রাস্তার পাশে পার্থেনিয়াম গাছের সামনে রাইস মিলের ধোঁয়া দেখিয়ে রিল তৈরি তিনি । হলুদ সালোয়ার-কামিজ পরা রচনা দূরের একটি চিমনিকে দেখিয়ে ক্যামেরার সামনে বলেন, "এই দেখুন আমি ধোঁয়া বলেছিলাম, এই দেখুন ধোঁয়া । এটা বিড়ি-সিগারেটের ধোঁয়া নয় । এটা রাইস মিলের ধোঁয়া ।"

পরে ঈদের অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও ধোঁয়া প্রসঙ্গ তুললেন 'দিদি নাম্বার ওয়ান'৷ তিনি বলেন, "এইবার কী বলবেন সবাই । আমি বলেছিলাম রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি । আমি কি ভুলটা বলেছিলাম ? আরও অনেক ধোঁয়া দেখতে পাবেন । আমাকে আর বলতে হবে না । সবাই যখন বলেছিল কীসের ধোঁয়া ? অনেকে বলেছে, বিড়ির ধোঁয়া দেখেছেন রচনা । আমি কী ভুলটা করলাম ৷ এবার সবাই বুঝতে পারবেন । সিঙ্গুরে যে কথাটা বলেছিলাম, আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী । আমরা সবসময় বলে থাকি, একটি গাছ একটি প্রাণ । আমরা সবসময় চাই সবুজায়নের মধ্যে বেঁচে থাকতে । সিঙ্গুরের জমি উর্বর জমি । সেটা নিয়েও আমি বলেছিলাম । সেটাও আপনারা জানতে পারবেন ।"

রচনা আরও বলেন, "শিল্প নিয়ে বলেছিলাম, শিল্প তো হচ্ছে । দেখতে পাচ্ছেন না জিন্দাল স্টিল আছে । তিন-চার চাকার গাড়ির কারখানা আছে । সেগুলো দেখতে পাচ্ছেন না । যে কোনও মিল বা ফ্যাক্টরি হোক সেটা আছে তো । বিড়ি-সিগারেটের ধোঁয়া নয়, আমি দেখিয়ে দিয়েছি ফ্যাক্টরি থেকে ধোঁয়া বেরোচ্ছে । রাইস মিলের মেশিনে কাজ হচ্ছে, তাই ধোঁয়া বেরোচ্ছে । 4 জুনের পর অনেক ধোঁয়া দেখবেন । অনেক শিল্প হবে । কর্মসংস্থানের প্রয়োজনে সেটা করা হচ্ছে, হবেও । দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে । আর দিদির সঙ্গে থাকলে আমিও থাকব । তাই দিদি আমাকে নিয়ে এসেছেন ৷ এমন ধোঁয়া উড়বে সবার চোখ অন্ধকার হয়ে যাবে ৷ আমাদের সব স্বচ্ছ। বিরোধীরা অন্ধকার হয়ে যাবে ।"

যদিও রচনার দাবি খারিজ করে দিয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে কোনও শিল্প হয়নি । সিঙ্গুরে বুলডোজার দিয়ে টাটার কারখানা তুলে দিয়েছে । ডানলপ কারখানা ধুলোয় মিশিয়ে দিয়েছে । সমস্ত জিনিস চুরি ও বিক্রি করে দিয়েছে তৃণমূল । উনি (রচনা বন্দ্যোপাধ্যায়) কী করে ধোঁয়া দেখতে পাচ্ছেন জানি না । সিগারেটের ধোঁয়া না, চিমনির ধোঁয়া এটা উনিই দেখতে পেয়েছেন । আমি কোন ডেভলপমেন্ট দেখতে পাচ্ছি না বাংলায় । বড় কোনও শিল্প এসেছে কী । মোদীজি আশ্বস্ত করেছেন, বাংলায় বিজেপি সরকার এলে শিল্প হবে ।"

আরও পড়ুন:

  1. 'ফল-ডাবের জল' বনাম 'মুড়ি-বাতাসা', হুগলির গরমে কী খাচ্ছেন লকেট-রচনা ?
  2. 'অভিনয়েও রাজনীতি আছে, লড়াই না-করলে চেয়ার থাকবে না', ভোটপ্রচারে মন্তব্য রচনার
  3. 'স্বামী-স্ত্রী ও ননদ-বউদির মধ্যেও সমস্যা হয়', তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যুক্তি রচনার

মিমের জবাবে রিল রচনার

পাণ্ডুয়া, 11এপ্রিল: সিঙ্গুরে প্রচারে গিয়ে চারিদিকে শিল্পের ধোঁয়া দেখেছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় । তাঁর সেই মন্তব্যকে হাসির খোরাক করেছিলেন নেট নাগরিকরা ৷ ছড়িয়ে পড়ে মিম ৷ সেই মিমের জবাব দিতে এ বার হুগলির ধোঁয়া দেখিয়ে রিল বানালেন 'দিদি নাম্বার ওয়ান'৷

সেই রিলে কী রয়েছে ?

ঈদের সকালে পাণ্ডুয়ায় মুসলিম সম্প্রদায় মানুষকে শুভেচ্ছা জানাতে যান তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় । পাণ্ডুয়া থেকে খন্যানের মাঝে জিটি রোডের উপর বোসোতে গাড়ি দাঁড় করিয়ে দেন তিনি ৷ নিজের কথার সত্যতা প্রমাণ করার চেষ্টায় রাস্তার পাশে পার্থেনিয়াম গাছের সামনে রাইস মিলের ধোঁয়া দেখিয়ে রিল তৈরি তিনি । হলুদ সালোয়ার-কামিজ পরা রচনা দূরের একটি চিমনিকে দেখিয়ে ক্যামেরার সামনে বলেন, "এই দেখুন আমি ধোঁয়া বলেছিলাম, এই দেখুন ধোঁয়া । এটা বিড়ি-সিগারেটের ধোঁয়া নয় । এটা রাইস মিলের ধোঁয়া ।"

পরে ঈদের অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও ধোঁয়া প্রসঙ্গ তুললেন 'দিদি নাম্বার ওয়ান'৷ তিনি বলেন, "এইবার কী বলবেন সবাই । আমি বলেছিলাম রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি । আমি কি ভুলটা বলেছিলাম ? আরও অনেক ধোঁয়া দেখতে পাবেন । আমাকে আর বলতে হবে না । সবাই যখন বলেছিল কীসের ধোঁয়া ? অনেকে বলেছে, বিড়ির ধোঁয়া দেখেছেন রচনা । আমি কী ভুলটা করলাম ৷ এবার সবাই বুঝতে পারবেন । সিঙ্গুরে যে কথাটা বলেছিলাম, আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী । আমরা সবসময় বলে থাকি, একটি গাছ একটি প্রাণ । আমরা সবসময় চাই সবুজায়নের মধ্যে বেঁচে থাকতে । সিঙ্গুরের জমি উর্বর জমি । সেটা নিয়েও আমি বলেছিলাম । সেটাও আপনারা জানতে পারবেন ।"

রচনা আরও বলেন, "শিল্প নিয়ে বলেছিলাম, শিল্প তো হচ্ছে । দেখতে পাচ্ছেন না জিন্দাল স্টিল আছে । তিন-চার চাকার গাড়ির কারখানা আছে । সেগুলো দেখতে পাচ্ছেন না । যে কোনও মিল বা ফ্যাক্টরি হোক সেটা আছে তো । বিড়ি-সিগারেটের ধোঁয়া নয়, আমি দেখিয়ে দিয়েছি ফ্যাক্টরি থেকে ধোঁয়া বেরোচ্ছে । রাইস মিলের মেশিনে কাজ হচ্ছে, তাই ধোঁয়া বেরোচ্ছে । 4 জুনের পর অনেক ধোঁয়া দেখবেন । অনেক শিল্প হবে । কর্মসংস্থানের প্রয়োজনে সেটা করা হচ্ছে, হবেও । দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে । আর দিদির সঙ্গে থাকলে আমিও থাকব । তাই দিদি আমাকে নিয়ে এসেছেন ৷ এমন ধোঁয়া উড়বে সবার চোখ অন্ধকার হয়ে যাবে ৷ আমাদের সব স্বচ্ছ। বিরোধীরা অন্ধকার হয়ে যাবে ।"

যদিও রচনার দাবি খারিজ করে দিয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে কোনও শিল্প হয়নি । সিঙ্গুরে বুলডোজার দিয়ে টাটার কারখানা তুলে দিয়েছে । ডানলপ কারখানা ধুলোয় মিশিয়ে দিয়েছে । সমস্ত জিনিস চুরি ও বিক্রি করে দিয়েছে তৃণমূল । উনি (রচনা বন্দ্যোপাধ্যায়) কী করে ধোঁয়া দেখতে পাচ্ছেন জানি না । সিগারেটের ধোঁয়া না, চিমনির ধোঁয়া এটা উনিই দেখতে পেয়েছেন । আমি কোন ডেভলপমেন্ট দেখতে পাচ্ছি না বাংলায় । বড় কোনও শিল্প এসেছে কী । মোদীজি আশ্বস্ত করেছেন, বাংলায় বিজেপি সরকার এলে শিল্প হবে ।"

আরও পড়ুন:

  1. 'ফল-ডাবের জল' বনাম 'মুড়ি-বাতাসা', হুগলির গরমে কী খাচ্ছেন লকেট-রচনা ?
  2. 'অভিনয়েও রাজনীতি আছে, লড়াই না-করলে চেয়ার থাকবে না', ভোটপ্রচারে মন্তব্য রচনার
  3. 'স্বামী-স্ত্রী ও ননদ-বউদির মধ্যেও সমস্যা হয়', তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যুক্তি রচনার
Last Updated : Apr 11, 2024, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.