পাণ্ডুয়া, 18 মে: নির্বাচনী ময়দানে প্রথমবার নেমেই ‘আত্মঘাতী গোল’ করে ফেলেছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায় ৷ ‘চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া’ মন্তব্যের শুরুতেই হোঁচট খেতে হয়েছিল রিয়ালিটি শোয়ের দিদি নম্বর ওয়ানকে ৷ পরবর্তী দু’মাসে যে তিনি রাজনৈতিক অভিজ্ঞতা অনেকটাই অর্জন করতে পেরেছেন, তা শনিবার প্রচারের একেবারে শেষলগ্নে এসে টের পাওয়া গেল ৷ শুরুর সেই ‘ধোঁয়া’ প্রসঙ্গ উঠতেই রচনার জবাব, ‘‘আজ ধোঁয়ার জায়গায় নেই ৷ আমি আজ শুধু মানুষের হাসি মুখ দেখতে পেলাম । যাই হোক না কেন প্রচুর মানুষের ভালোবাসা নিয়ে ফেরত যাব ।’’
আগামী সোমবার, 20 মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোটগ্রহণ করা হবে ৷ সেদিন বাংলার সাতটি আসনে ভোট নেওয়া হবে ৷ এই সাতটি আসনের মধ্যেই রয়েছে হুগলি ৷ সেই আসনে অভিনয় জগত থেকে রাজনীতিতে এসে 2019 সালে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় ৷ এবারও তিনিই বিজেপির প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে আরেক অভিনেত্রীকে ময়দানে নামিয়েছে তৃণমূল কংগ্রেস ৷
নাম ঘোষণার পর থেকেই প্রচারে ব্যস্ত ছিলেন রচনা ৷ ঘুরেছেন হুগলির বিভিন্ন জায়গায় ৷ তার পরও পাণ্ডুয়া একটি অঞ্চলে প্রচারে না যাওয়ায় ক্ষোভের মুখে পড়েন তিনি । ক্ষোভ প্রকাশ করেছিলেন পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সদস্যা সঞ্চিতা মুখোপাধ্যায় ৷ এ দিন সেই সঞ্চিতাকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে জনসংযোগ করেন রচনা । বৈঁচি নুনিয়াডাঙ্গা থেকে শুরু করে বৈঁচি বাজার আলিপুর হয়ে বৈঁচি গ্রাম স্টেশনে এসে শেষ হয় রচনার রোড শো । বিকালে তাঁকে নিয়ে বাইক মিছিল করা হবে হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকায় ।
রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দেড় মাস ধরে প্রচার চলছে । মানুষের ভালো সাড়া পেয়েছি ।’’ আর প্রচারে যেতে না পারায় মানুষের ক্ষোভ নিয়ে কিছুটা মজার ছলে তিনি বলেন, ‘‘আমাকে দু’টুকরো করে দিলে ভালো হয় ৷ তাহলে আমি সব জায়গায় পৌঁছাতে পারি । না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছানো । সবাই আশা করছেন ৷ কিন্তু কিছু করার নেই । গাড়ি দাঁড় করিয়ে দেয়, সবার সঙ্গে হাত মেলাতে হয়, সেই কারণে হয়তো পৌঁছতে পারেনি । ওই জন্য আজ সকালে এসে সেখানে প্রচার করলাম ।’’
সেদিন যিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন, সেই সঞ্চিতা মুখোপাধ্যায় বলেন, ‘‘সেদিন যা বলেছিলাম, তা প্রত্যাহার করে নিচ্ছি ৷ দিদি (রচনা) কথা দিয়ে কথা রেখেছেন ৷ সেদিন মানুষের ক্ষোভই আমার মুখে শোনা গিয়েছিল ৷ সেই জন্য দিদির কাছে আজ ক্ষমা চেয়ে নিয়েছি ৷’’
আরও পড়ুন: