ETV Bharat / politics

সুপ্রিম নির্দেশে নেই দূষণ নিয়ন্ত্রক পর্ষদের ছাড়পত্র, তবু কল্যাণী এইমসের ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর - Environmental Clearance

PM Narendra Modi Inaugurates Kalyani AIIMS: সুপ্রিম কোর্টের নির্দেশিকার জেরে রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদ ছাড়পত্র দেয়নি কল্যাণী এইমসকে ৷ তার পরেও আজ রাজকোট থেকে ভার্চুয়ালি কল্যাণী এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 9:37 PM IST

কল্যাণী এইমসের উদ্বোধনে রাজ্যপাল সিভি আনন্দ বোস

কল্যাণী, 25 ফেব্রুয়ারি: রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদের ছাড়পত্র না-থাকা সত্ত্বেও, কল্যাণী এইমসের ইন্ডোর পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর কল্যাণী এইমসের উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শনিবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে তারা কল্যাণী এইমসকে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দিতে পারবে না ৷ তারপরেও রবিবার কল্যাণী এইমসের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷

রবিবার যে কল্যাণী এইমসের ভার্চুয়াল উদ্বোধন হবে, তা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল ৷ কিন্তু, কীভাবে তা সম্ভব ? কারণ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবেশগত ছাড়পত্রই যে দেয়নি ৷ এই বিষয়ে গতকালই সাংবাদিক বৈঠক করেছিলেন পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র এবং সচিব ৷ জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের দু’টি নির্দেশ রয়েছে ৷ একটি গত 2 জানুয়ারির এবং দ্বিতীয়টি 2 ফেব্রুয়ারির ৷

কল্যাণ রুদ্র জানিয়েছিলেন, "এই হাসপাতাল নির্মাণের দায়িত্বে রয়েছে এইচএসসিসি ইন্ডিয়া লিমিটেড ৷ এই বাড়িটি তৈরির অনেকটা কাজ এগিয়ে যাওয়ার পরে পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে ৷ যেহেতু ছাড়পত্রে আবেদনে অনেক দেরি হয়েছে ৷ তাই ভায়োলেশন ক্যাটেগরিতে 2022 সালের 6 অক্টোবর আবেদন করা হয়েছিল ৷"

তিনি জানিয়েছিলেন, তৎকালীন নিয়ম অনুযায়ী, দায়িত্বে থাকা দু’টি কেন্দ্রীয় সংস্থা মোট 15 কোটি টাকা জরিমানার বদলে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ তবে, সংস্থার পক্ষ থেকে 2023 সালের 22 সেপ্টেম্বর স্টেট এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটিকে একটি চিঠি দেওয়া হয় জরিমানা মুকুবের জন্য ৷ সেই চিঠি স্টেট এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি পাঠিয়ে দেয় পরিবেশ মন্ত্রককে ৷ পরিবেশ মন্ত্রকের এই বিষয়ে কোন নির্দেশিকা আসার আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, জরিমানার বদলে কোনও ছাড়পত্র দেওয়া যাবে না ৷ ফলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ছাড়পত্র দেয়নি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৷

তারপরেও আজ কল্যাণী এইমসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ৷ যা ফের একবার রাজ্য ও কেন্দ্রের মধ্যে দ্বন্দ্বের পরিবেশ তৈরি করেছে ৷ উল্লেখ্য, এদিন কল্যাণীতে উদ্বোধন মঞ্চে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি এইমসের ইন্ডোর পরিষেবার সূচনায় কল্যাণী তথা রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন ৷ কিন্তু প্রশ্ন হল উদ্বোধন তো হল, এইমসে সাধারণ নাগরিক কি পরিষেবা সুষ্ঠুভাবে পাবেন ? কারণ, রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদ আগেই জানিয়েছিল, পরিবেশগত ছাড়পত্র ছাড়া হাসপাতাল চালু হলে, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ৷ ফলে 1 হাজার 754 কোটি টাকা খরচে তৈরি কল্যাণী এইমসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. রবিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে জটিলতা, দূষণ ছাড়পত্র মিলল না কল্যাণী এইমসের
  2. দুর্নীতি করে এইমসে চাকরি দিইনি, ক্ষমতায় এলে আরও দেব ; জগন্নাথের মন্তব্য ঘিরে চাঞ্চল্য

কল্যাণী এইমসের উদ্বোধনে রাজ্যপাল সিভি আনন্দ বোস

কল্যাণী, 25 ফেব্রুয়ারি: রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদের ছাড়পত্র না-থাকা সত্ত্বেও, কল্যাণী এইমসের ইন্ডোর পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর কল্যাণী এইমসের উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শনিবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে তারা কল্যাণী এইমসকে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দিতে পারবে না ৷ তারপরেও রবিবার কল্যাণী এইমসের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷

রবিবার যে কল্যাণী এইমসের ভার্চুয়াল উদ্বোধন হবে, তা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল ৷ কিন্তু, কীভাবে তা সম্ভব ? কারণ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবেশগত ছাড়পত্রই যে দেয়নি ৷ এই বিষয়ে গতকালই সাংবাদিক বৈঠক করেছিলেন পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র এবং সচিব ৷ জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের দু’টি নির্দেশ রয়েছে ৷ একটি গত 2 জানুয়ারির এবং দ্বিতীয়টি 2 ফেব্রুয়ারির ৷

কল্যাণ রুদ্র জানিয়েছিলেন, "এই হাসপাতাল নির্মাণের দায়িত্বে রয়েছে এইচএসসিসি ইন্ডিয়া লিমিটেড ৷ এই বাড়িটি তৈরির অনেকটা কাজ এগিয়ে যাওয়ার পরে পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে ৷ যেহেতু ছাড়পত্রে আবেদনে অনেক দেরি হয়েছে ৷ তাই ভায়োলেশন ক্যাটেগরিতে 2022 সালের 6 অক্টোবর আবেদন করা হয়েছিল ৷"

তিনি জানিয়েছিলেন, তৎকালীন নিয়ম অনুযায়ী, দায়িত্বে থাকা দু’টি কেন্দ্রীয় সংস্থা মোট 15 কোটি টাকা জরিমানার বদলে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ তবে, সংস্থার পক্ষ থেকে 2023 সালের 22 সেপ্টেম্বর স্টেট এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটিকে একটি চিঠি দেওয়া হয় জরিমানা মুকুবের জন্য ৷ সেই চিঠি স্টেট এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি পাঠিয়ে দেয় পরিবেশ মন্ত্রককে ৷ পরিবেশ মন্ত্রকের এই বিষয়ে কোন নির্দেশিকা আসার আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, জরিমানার বদলে কোনও ছাড়পত্র দেওয়া যাবে না ৷ ফলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ছাড়পত্র দেয়নি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৷

তারপরেও আজ কল্যাণী এইমসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ৷ যা ফের একবার রাজ্য ও কেন্দ্রের মধ্যে দ্বন্দ্বের পরিবেশ তৈরি করেছে ৷ উল্লেখ্য, এদিন কল্যাণীতে উদ্বোধন মঞ্চে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি এইমসের ইন্ডোর পরিষেবার সূচনায় কল্যাণী তথা রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন ৷ কিন্তু প্রশ্ন হল উদ্বোধন তো হল, এইমসে সাধারণ নাগরিক কি পরিষেবা সুষ্ঠুভাবে পাবেন ? কারণ, রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদ আগেই জানিয়েছিল, পরিবেশগত ছাড়পত্র ছাড়া হাসপাতাল চালু হলে, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ৷ ফলে 1 হাজার 754 কোটি টাকা খরচে তৈরি কল্যাণী এইমসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. রবিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে জটিলতা, দূষণ ছাড়পত্র মিলল না কল্যাণী এইমসের
  2. দুর্নীতি করে এইমসে চাকরি দিইনি, ক্ষমতায় এলে আরও দেব ; জগন্নাথের মন্তব্য ঘিরে চাঞ্চল্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.