ETV Bharat / politics

রাতেই বিজেপির নির্বাচনী কমিটির বড় বৈঠক, থাকছেন সুকান্ত-শুভেন্দু-দিলীপ - গেরুয়া

BJP Meeting: হাতে আর মাত্র কটা দিন ৷ আর তারপরই লোকসভা নির্বাচন ৷ আর তা নিয়ে বৃহস্পতিবারই বিশেষ বৈঠকে বসতে চলেছে গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব যে ইলেকশন ম্যানেজমেন্ট টিম বা নির্বাচন কমিটি তৈরি করেছে সেই কমিটির প্রথম বৈঠক আজ রাতেই।

বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে থাকেন সুকান্ত-দিলীপ
State BJP Meeting
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 8:50 PM IST

Updated : Feb 8, 2024, 9:01 PM IST

কলকাতা ও নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বৃহস্পতিবার রাতে রাজ্যে বিশেষ বৈঠকে বসতে চলেছে গেরুয়া শিবির। বৈঠক হবে বিজেপির সল্টলেকের কার্যালয়ে। সূত্র মারফৎ জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক। লোকসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব যে ইলেকশন ম্যানেজমেন্ট টিম বা নির্বাচন কমিটি তৈরি করেছে তারই প্রথম বৈঠক হতে চলেছে আজ রাতেই।

হাতে আর মাত্র কটা দিন। আর তার জন্য ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন থেকে শুরু করে সবকটি রাজনৈতিক দল একেবারে কোমড় বেঁধে নেমে পড়েছে ময়দানে। অন্যদিকে, লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে আগামী 17 ও 18 তারিখ রাষ্ট্রীয় অধিবেশনে ডেকেছে বিজেপি। সবকটি রাজ্যের পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলার নেতারাও। ওই মেগা বৈঠকেই ঠিক হবে লোকসভার রণকৌশল। দিল্লিতে ভারত মণ্ডপমে হবে দু'দিনের এই মেগা বৈঠক।

17 ফেব্রুয়ারি কনভেনশন শুরু হবে জেপি নাড্ডার বক্তব্য দিয়ে। জানা গিয়েছে 18 ফেব্রুয়ারি বৈঠকে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাই তার আগেই নিজেদের মধ্যে কীভাবে কাজ এগোবে, কোন কেন্দ্রে কতটা নজর ও জোর দিতে হবে সেই নীল নকশা তৈরি করতে বৈঠকে বসবে রাজ্যে প্রধান বিরোধী দল। দলীয় সূত্রে খবর, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডের জরুরি তলবেই এই বৈঠক ডাকা হয়েছে। আজ রাতেই নির্বাচন কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, আজই সন্ধ্যায় দিল্লি থেকে ফিরছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ আরও আট সাংসদ। তাঁরাও উপস্থিত থাকবেন এই বৈঠকে। উপস্থিত থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এর পাশাপাশি চার জন কেন্দ্রীয় মন্ত্রীকেও রাতের বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে দলের তরফে। সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক,জন বারলা এবং শান্তনু ঠাকুর এই বৈঠক থাকবেন। পাশাপাশি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির 20 জন সদস্যকেই এই বৈঠকে উপস্থিত থাকার নির্দশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে খবর, রাজ্যে কীভাবে প্রচার করা হবে এবং কী কী কর্মসূচি গ্রহণ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়াও বুথ স্তরের সংগঠনের কী অবস্থা তাও আলোচনায় উঠে আসতে পারে। দেখা গিয়েছে, নির্বাচনের আগেই বেশকিছু জেলায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন অনেকেই। তাই তৃণমূল থেকে পদ্ম শিবিরে যোগদানের বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর-এর দাবি নিয়ে 9 ফেব্রুয়ারি রাজ্যপালের দ্বারস্থ হবে বিজেপি
  2. দ্বিতীয় দিনেও উত্তপ্ত বিধানসভার অধিবেশন, নারী নির্যাতন নিয়ে শাসককে নিশানা বিজেপির
  3. দু'দিনের রাষ্ট্রীয় অধিবেশনে কী বার্তা দেবেন মোদি-শাহ-নাড্ডা, জানতে দিল্লি যাচ্ছে বিজেপির বঙ্গ ব্রিগেড

কলকাতা ও নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বৃহস্পতিবার রাতে রাজ্যে বিশেষ বৈঠকে বসতে চলেছে গেরুয়া শিবির। বৈঠক হবে বিজেপির সল্টলেকের কার্যালয়ে। সূত্র মারফৎ জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক। লোকসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব যে ইলেকশন ম্যানেজমেন্ট টিম বা নির্বাচন কমিটি তৈরি করেছে তারই প্রথম বৈঠক হতে চলেছে আজ রাতেই।

হাতে আর মাত্র কটা দিন। আর তার জন্য ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন থেকে শুরু করে সবকটি রাজনৈতিক দল একেবারে কোমড় বেঁধে নেমে পড়েছে ময়দানে। অন্যদিকে, লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে আগামী 17 ও 18 তারিখ রাষ্ট্রীয় অধিবেশনে ডেকেছে বিজেপি। সবকটি রাজ্যের পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলার নেতারাও। ওই মেগা বৈঠকেই ঠিক হবে লোকসভার রণকৌশল। দিল্লিতে ভারত মণ্ডপমে হবে দু'দিনের এই মেগা বৈঠক।

17 ফেব্রুয়ারি কনভেনশন শুরু হবে জেপি নাড্ডার বক্তব্য দিয়ে। জানা গিয়েছে 18 ফেব্রুয়ারি বৈঠকে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাই তার আগেই নিজেদের মধ্যে কীভাবে কাজ এগোবে, কোন কেন্দ্রে কতটা নজর ও জোর দিতে হবে সেই নীল নকশা তৈরি করতে বৈঠকে বসবে রাজ্যে প্রধান বিরোধী দল। দলীয় সূত্রে খবর, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডের জরুরি তলবেই এই বৈঠক ডাকা হয়েছে। আজ রাতেই নির্বাচন কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, আজই সন্ধ্যায় দিল্লি থেকে ফিরছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ আরও আট সাংসদ। তাঁরাও উপস্থিত থাকবেন এই বৈঠকে। উপস্থিত থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এর পাশাপাশি চার জন কেন্দ্রীয় মন্ত্রীকেও রাতের বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে দলের তরফে। সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক,জন বারলা এবং শান্তনু ঠাকুর এই বৈঠক থাকবেন। পাশাপাশি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির 20 জন সদস্যকেই এই বৈঠকে উপস্থিত থাকার নির্দশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে খবর, রাজ্যে কীভাবে প্রচার করা হবে এবং কী কী কর্মসূচি গ্রহণ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়াও বুথ স্তরের সংগঠনের কী অবস্থা তাও আলোচনায় উঠে আসতে পারে। দেখা গিয়েছে, নির্বাচনের আগেই বেশকিছু জেলায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন অনেকেই। তাই তৃণমূল থেকে পদ্ম শিবিরে যোগদানের বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর-এর দাবি নিয়ে 9 ফেব্রুয়ারি রাজ্যপালের দ্বারস্থ হবে বিজেপি
  2. দ্বিতীয় দিনেও উত্তপ্ত বিধানসভার অধিবেশন, নারী নির্যাতন নিয়ে শাসককে নিশানা বিজেপির
  3. দু'দিনের রাষ্ট্রীয় অধিবেশনে কী বার্তা দেবেন মোদি-শাহ-নাড্ডা, জানতে দিল্লি যাচ্ছে বিজেপির বঙ্গ ব্রিগেড
Last Updated : Feb 8, 2024, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.