সন্দেশখালি, 24 ফেব্রুয়ারি: সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে ঘুরপথে সন্দেশখালি পৌঁছলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ পুলিশের চোখ এড়িয়ে তিনি তাঁর দলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে শনিবার পৌঁছে যান সন্দেশখালিতে ৷ যদিও, পরবর্তী সময়ে পুলিশ মীনাক্ষীদের গতিবিধি জানতে পারে ৷ তবে, এখনও পর্যন্ত তাঁকে অথবা মীনাক্ষীর সঙ্গে থাকা সিপিআইএমের কোনও নেতৃত্বকে পুলিশি বাধার মুখে পড়তে হয়নি বলেই খবর ৷
প্রথমে টোটোয় করে, পরে পায়ে হেঁটে সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন সিপিআইএমের যুব সংগঠনের এই নেত্রী ৷ মীনাক্ষীর সঙ্গে রয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুব সাহা এবং সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পলাশ দাস ৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ শেখ শাহজাহান ও তাঁর লোকজনদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ বাম প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন গ্রামবাসীরা ৷ তবে, ঠিক কী কথা হয়েছে ? কী কী অভিযোগ তাঁরা করেছেন ? তা নিয়ে সংবাদ মাধ্যমের সামনেও গোপনীয়তা বজায় রেখেছেন সিপিআইএমের এই যুবনেত্রী ৷
ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর জমি দখল, নারী নির্যাতন-সহ নানান অভিযোগে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি 2 নম্বর ব্লক ৷ শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে ক্ষুদ্ধ গ্রামবাসীরা ৷ জমি দখল করে জোরজবরদস্তি ভেড়ি বানানো-সহ একাধিক অভিযোগের ক্ষোভ-বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি সুন্দরবনের সন্দেশখালি ৷ সেই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে 144 ধারা জারি করা হয়েছে ৷ অন্যদিকে, গ্রামবাসীদের আস্থা অর্জনে পুলিশও রুটমার্চ শুরু করেছে ৷
এমনকী শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ জানানোর জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে ৷ সূত্রের খবর, বেড়মজুর 1 নম্বর পঞ্চায়েতের কাটপোল বাজারে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে পুলিশের তরফে ৷ সেই সব কিছুর মধ্যেই এবার গোপনে পুলিশি নজর এড়িয়ে সন্দেশখালির একের পর এক অশান্ত গ্রামে পৌঁছে গেলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷
প্রসঙ্গত, অগ্নিগর্ভ সন্দেশখালিতে আগেও ঢোকার চেষ্টা করেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ কিন্তু, সেবার সন্দেশখালি ঘাটেই তাঁকে আটকে দেওয়া হয়েছিল পুলিশের তরফে ৷ এ নিয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসাও হয় মীনাক্ষীদের ৷ শেষমেশ পুলিশি বাধা অতিক্রম করে আর সন্দেশখালি যাওয়া হয়নি সেই সময় ৷ দিন তিনেক আগে এই সন্দেশখালিতে যেতে গিয়ে ধামাখালিতে পুলিশের বাঁধার মুখে পড়তে হয় সিপিআইএমের আরেক নেত্রী বৃন্দা কারাতকে ৷ প্রথমে তাঁকে আটকে দেওয়া হলেও, পরে সন্দেশখালি যেতে অনুমতি দেয় পুলিশ প্রশাসন ৷
আরও পড়ুন: