কলকাতা, 16 এপ্রিল: উত্তরবঙ্গের প্রথম দফার প্রচারের শেষলগ্নে অসম যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গ থেকেই সরাসরি আগামিকাল অসম যাবেন তিনি । তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনও পর্যন্ত যে সূচি পাওয়া গিয়েছে, তাতে জানা যায় যে বুধবার দুপুর বারোটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে শিলচরে । আগামিকালই উত্তরবঙ্গ থেকে শিলচর যাবেন তিনি । ইতিমধ্যেই অসমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে সাজো সাজো রব । বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি শিলচর ।
লোকসভা নির্বাচনের প্রচারে এভাবে এ বারই প্রথম অসম আসছেন বাংলার মুখ্যমন্ত্রী । তাই গোটা শিলচর জুড়েই তাঁর এই সভাকে কেন্দ্র করে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে । ইতিমধ্যে বিশালাকার মঞ্চ তৈরি করা হয়েছে । এ দিন সভার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেছেন অসমের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা । ইতিমধ্যে শিলচর শহরের বিভিন্ন প্রান্ত তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের পতাকায় মুড়ে দেওয়া হয়েছে । শিলচর বিমানবন্দর থেকে মঞ্চ পর্যন্ত যাওয়ার পথে বড় বড় কাটআউট লাগানো হয়েছে ।
যতদূর জানা যাচ্ছে, অসমে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব উপস্থিত থাকলেও আগামিকালের নির্বাচনী সভার মূল আকর্ষণ মমতাই । এক লক্ষেরও বেশি মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আসতে পারেন বলে দলীয় সূত্রে খবর ।
আজ এই নিয়ে তৃণমূলের নেত্রী তথা দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে কথা হয় । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রার্থীর হয়ে প্রচারে আসছেন, এই সভা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে । তাঁর লড়াকু সত্তা বরাবরই অসমের মানুষ সম্মান করেন । আর তাই এই সভায় তিনি কী বলতে চান, তা শোনার জন্য আগ্রহ রয়েছে মানুষের মধ্যে । এ বার আমরা অসমের চারটি আসনে প্রার্থী দিয়েছি, প্রথম দফায় বাংলার মুখ্যমন্ত্রী শিলচর আসনের জন্য প্রচারে আসছেন । আমরা চাই পরবর্তী দফাতেও তিনি আসুন । সবটাই তাঁর সময়ের উপর নির্ভর করবে ।"
এখনও পর্যন্ত আগামিকাল তাঁর সভা নিয়ে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে, শিলচর টাউন ক্লাব প্লেগ্রাউন্ডে এই সভা হওয়ার কথা । মুখ্যমন্ত্রীর সভাস্থল শিলচর বিমানবন্দর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে । সকালে শিলচর বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি পৌঁছে যাবেন সভামঞ্চে । সেখানে বক্তব্য রাখার পর আবার বিকেলে ফিরে আসবেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় শিলচরের জন্য প্রচারে যাচ্ছেন ৷ এই শিলচরে ভোট রয়েছে দ্বিতীয় দফায় অর্থাৎ 26 এপ্রিল এখানে ভোট হবে । এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচারের প্রভাব নির্বাচনী ইভিএমে কতটা পড়ে সেটাই এখন দেখার ।
আরও পড়ুন: