ETV Bharat / politics

ভোটের প্রচারে কাল যাচ্ছেন মমতা, তাঁর সভা ঘিরে আগ্রহ তুঙ্গে শিলচরে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee to visit Assam: মঙ্গলবার লোকসভা নির্বাচনের প্রচারে অসমে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সভা ঘিরে আগ্রহ বাড়ছে শিলচরে ৷

ETV Bharat
ETV Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 2:21 PM IST

কলকাতা, 16 এপ্রিল: উত্তরবঙ্গের প্রথম দফার প্রচারের শেষলগ্নে অসম যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গ থেকেই সরাসরি আগামিকাল অসম যাবেন তিনি । তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনও পর্যন্ত যে সূচি পাওয়া গিয়েছে, তাতে জানা যায় যে বুধবার দুপুর বারোটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে শিলচরে । আগামিকালই উত্তরবঙ্গ থেকে শিলচর যাবেন তিনি । ইতিমধ্যেই অসমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে সাজো সাজো রব । বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি শিলচর ।

লোকসভা নির্বাচনের প্রচারে এভাবে এ বারই প্রথম অসম আসছেন বাংলার মুখ্যমন্ত্রী । তাই গোটা শিলচর জুড়েই তাঁর এই সভাকে কেন্দ্র করে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে । ইতিমধ্যে বিশালাকার মঞ্চ তৈরি করা হয়েছে । এ দিন সভার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেছেন অসমের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা । ইতিমধ্যে শিলচর শহরের বিভিন্ন প্রান্ত তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের পতাকায় মুড়ে দেওয়া হয়েছে । শিলচর বিমানবন্দর থেকে মঞ্চ পর্যন্ত যাওয়ার পথে বড় বড় কাটআউট লাগানো হয়েছে ।

Mamata Banerjee to visit Assam
শিলচরের সভাস্থল

যতদূর জানা যাচ্ছে, অসমে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব উপস্থিত থাকলেও আগামিকালের নির্বাচনী সভার মূল আকর্ষণ মমতাই । এক লক্ষেরও বেশি মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আসতে পারেন বলে দলীয় সূত্রে খবর ।

আজ এই নিয়ে তৃণমূলের নেত্রী তথা দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে কথা হয় । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রার্থীর হয়ে প্রচারে আসছেন, এই সভা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে । তাঁর লড়াকু সত্তা বরাবরই অসমের মানুষ সম্মান করেন । আর তাই এই সভায় তিনি কী বলতে চান, তা শোনার জন্য আগ্রহ রয়েছে মানুষের মধ্যে । এ বার আমরা অসমের চারটি আসনে প্রার্থী দিয়েছি, প্রথম দফায় বাংলার মুখ্যমন্ত্রী শিলচর আসনের জন্য প্রচারে আসছেন । আমরা চাই পরবর্তী দফাতেও তিনি আসুন । সবটাই তাঁর সময়ের উপর নির্ভর করবে ।"

Mamata Banerjee to visit Assam
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

এখনও পর্যন্ত আগামিকাল তাঁর সভা নিয়ে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে, শিলচর টাউন ক্লাব প্লেগ্রাউন্ডে এই সভা হওয়ার কথা । মুখ্যমন্ত্রীর সভাস্থল শিলচর বিমানবন্দর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে । সকালে শিলচর বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি পৌঁছে যাবেন সভামঞ্চে । সেখানে বক্তব্য রাখার পর আবার বিকেলে ফিরে আসবেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় শিলচরের জন্য প্রচারে যাচ্ছেন ৷ এই শিলচরে ভোট রয়েছে দ্বিতীয় দফায় অর্থাৎ 26 এপ্রিল এখানে ভোট হবে । এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচারের প্রভাব নির্বাচনী ইভিএমে কতটা পড়ে সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

  1. জাজপুরের দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মমতার, ঘটনাস্থলে যাচ্ছেন সুজিত বসু
  2. 'আমার গাড়ি দেখে চোর বলছে, জিভ টেনে ছিঁড়ে নিতাম'; ময়নাগুড়ি থেকে হুঁশিয়ারি মমতার
  3. 'অভিষেকের কপ্টারে নাকি সোনা-টাকা আছে', আইটি তল্লাশি নিয়ে কোচবিহার থেকে সোচ্চার মমতা

কলকাতা, 16 এপ্রিল: উত্তরবঙ্গের প্রথম দফার প্রচারের শেষলগ্নে অসম যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গ থেকেই সরাসরি আগামিকাল অসম যাবেন তিনি । তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনও পর্যন্ত যে সূচি পাওয়া গিয়েছে, তাতে জানা যায় যে বুধবার দুপুর বারোটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে শিলচরে । আগামিকালই উত্তরবঙ্গ থেকে শিলচর যাবেন তিনি । ইতিমধ্যেই অসমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে সাজো সাজো রব । বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি শিলচর ।

লোকসভা নির্বাচনের প্রচারে এভাবে এ বারই প্রথম অসম আসছেন বাংলার মুখ্যমন্ত্রী । তাই গোটা শিলচর জুড়েই তাঁর এই সভাকে কেন্দ্র করে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে । ইতিমধ্যে বিশালাকার মঞ্চ তৈরি করা হয়েছে । এ দিন সভার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেছেন অসমের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা । ইতিমধ্যে শিলচর শহরের বিভিন্ন প্রান্ত তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের পতাকায় মুড়ে দেওয়া হয়েছে । শিলচর বিমানবন্দর থেকে মঞ্চ পর্যন্ত যাওয়ার পথে বড় বড় কাটআউট লাগানো হয়েছে ।

Mamata Banerjee to visit Assam
শিলচরের সভাস্থল

যতদূর জানা যাচ্ছে, অসমে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব উপস্থিত থাকলেও আগামিকালের নির্বাচনী সভার মূল আকর্ষণ মমতাই । এক লক্ষেরও বেশি মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আসতে পারেন বলে দলীয় সূত্রে খবর ।

আজ এই নিয়ে তৃণমূলের নেত্রী তথা দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে কথা হয় । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রার্থীর হয়ে প্রচারে আসছেন, এই সভা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে । তাঁর লড়াকু সত্তা বরাবরই অসমের মানুষ সম্মান করেন । আর তাই এই সভায় তিনি কী বলতে চান, তা শোনার জন্য আগ্রহ রয়েছে মানুষের মধ্যে । এ বার আমরা অসমের চারটি আসনে প্রার্থী দিয়েছি, প্রথম দফায় বাংলার মুখ্যমন্ত্রী শিলচর আসনের জন্য প্রচারে আসছেন । আমরা চাই পরবর্তী দফাতেও তিনি আসুন । সবটাই তাঁর সময়ের উপর নির্ভর করবে ।"

Mamata Banerjee to visit Assam
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

এখনও পর্যন্ত আগামিকাল তাঁর সভা নিয়ে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে, শিলচর টাউন ক্লাব প্লেগ্রাউন্ডে এই সভা হওয়ার কথা । মুখ্যমন্ত্রীর সভাস্থল শিলচর বিমানবন্দর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে । সকালে শিলচর বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি পৌঁছে যাবেন সভামঞ্চে । সেখানে বক্তব্য রাখার পর আবার বিকেলে ফিরে আসবেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় শিলচরের জন্য প্রচারে যাচ্ছেন ৷ এই শিলচরে ভোট রয়েছে দ্বিতীয় দফায় অর্থাৎ 26 এপ্রিল এখানে ভোট হবে । এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচারের প্রভাব নির্বাচনী ইভিএমে কতটা পড়ে সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

  1. জাজপুরের দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মমতার, ঘটনাস্থলে যাচ্ছেন সুজিত বসু
  2. 'আমার গাড়ি দেখে চোর বলছে, জিভ টেনে ছিঁড়ে নিতাম'; ময়নাগুড়ি থেকে হুঁশিয়ারি মমতার
  3. 'অভিষেকের কপ্টারে নাকি সোনা-টাকা আছে', আইটি তল্লাশি নিয়ে কোচবিহার থেকে সোচ্চার মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.