কলকাতা, 11 এপ্রিল: রেড রোডে ঈদের নমাজ থেকেও কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না-করে বিজেপিকেও আক্রমণ করেন তিনি ৷ পাশাপাশি ঈদের নমাজের মঞ্চ থেকেও সিএএ, এনআরসি নিয়েও মুখ খুলেছেন তিনি ৷ শুধু তাই নয়, লোকসভা ভোটে একটি ভোটও অন্য কোনও দলকে না-দেওয়ার আহ্বানও জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷
প্রতি বছরই নিয়ম করে রেড রোডে ইদ-উল-ফিতর অনুষ্ঠানে যান মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ সকালেই রেড রোডে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ৷ লোকসভা ভোটের মুখে রেড রোডের এবার ইদের নামাজের অনুষ্ঠান এবার অবশ্য অন্য তাৎপর্য ছিল ৷ মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তার সদ্বব্যবহার করেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এদিনের নমাজের অনুষ্ঠান থেকেও বিজেপিকে আক্রমণের পাশাপাশি ভোট নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী ৷
বিজেপি'র নাম না-করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের লক্ষ্য যে গেরুয়া শিবির ছিল তা স্পষ্ট তাঁর বক্তব্যেই ৷ মমতা বলেন, "ভোটের পর আমরা ইন্ডিয়া জোটের ব্যাপার বুঝে নেব ৷ আপানারা বরাবরই আমাদের পাশে ছিলেন ৷ সিএএ, এনআরসি যদি না-চান তাহলে একটা ভোটও যেন অন্য কোথাও না যায় ৷ একটা ভোটও অন্য কোনও দলকে দেবেন না ৷" পাশাপাশি তিনি আরও বলেন, "আমরা দেশের জন্য রক্ত দিতে প্রস্তুত কিন্তু কোনও নির্যাতন সহ্য করব না।"
এখানেই শেষ নয়, বিজেপিকে কটাক্ষ করে একইসঙ্গে মমতা বলেন, "আমরা ঘৃণা করতে জানি না ৷ এককাট্টা থাকলে আমাদের কেউ আলাদা করতে পারবে না ৷" মুখ্যমন্ত্রীর সংযোজন, "যদি কেউ দাঙ্গা করতে আসে, আপনারা চুপ থাকুন, মাথা ঠান্ডা রাখুন ৷ যদি একটা চকলেট বোমাও ফাটে, ওরা (বিজেপি) সবাইকে গ্রেফতার করার জন্য এনআইএ পাঠিয়ে দেয়। সবাইকে গ্রেফতার করলে তোমার দেশ জনশূন্য হয়ে যাবে ৷ আমরা একটা সুন্দর আকাশ চাই যার জন্য সবাইকে একসঙ্গে থাকতে হবে ৷"
আরও পড়ুন: