কলকাতা, 22 ফেব্রুয়ারি: একদিকে বিজেপি নেতার খালিস্থানি বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। ঠিক সেই সময় কলকাতা পৌরনিগমের তৃণমূল কাউন্সিলরের বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। তৃণমূল কংগ্রেস যখন সব ধর্মকে নিয়ে চলার পক্ষে, সব ধর্মকে সমানভাবে দেওয়ার কথা বলছেন খোদ দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী। তখন তৃণমূলের দলীয় কাউন্সিলরের বক্তব্যে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল। সূত্রের খবর, দলীয় কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট ধর্মকে নিয়ে মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যতদূর জানা গিয়েছে বিষয়টি নিয়ে আলাদা করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেছেন তিনি। শুধু তাই নয়, এই মন্তব্যকে যে দল সমর্থন করে না তাও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, পৌরনিগমের বাজেট অধিবেশনে তৃণমূলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট ধর্ম নিয়ে যে মন্তব্য করেন তা নিয়ে বিজেপি সরব হয়েছে। দেখা যায় তৃণমূল কাউন্সিলরের বক্তব্যের পর সেই বক্তব্যের বিরোধিতা করে সোশাল মিডিয়ায় সরব হন খোদ মেয়র।
তিনি লেখেন, "এমনটাও জানা যাচ্ছে এই বক্তব্যের পর আলাদা করে ওই কাউন্সিলরের সঙ্গে কথা বলে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে দল তার এই বক্তব্যকে কোনওভাবেই সমর্থন করে না। এরপর থেকে পৌরনিগমে যায়নি ওই তৃণমূল কাউন্সিলরকে। কিন্তু এখন তৃণমূলের এক সূত্র থেকে যতটুকু জানা যাচ্ছে, অনন্যা আজ পৌরনিগমে বাজেট বক্তৃতায় পৌর প্রতিনিধি অনন্যা বন্দ্যেপাধ্যায়ের কিছু মন্তব্য সমাজের এক সম্প্রদায়ের মানুষকে আঘাত করেছে।"
এরপর তিনি লেখেন, "আমি এই বিষয়ে অত্যন্ত দৃঢ়ভাবে জানাচ্ছি যে, ওঁর এই মতের সঙ্গে দল একমত নয় এবং দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করে হচ্ছে। ওঁর কাছে তৃণমূল কংগ্রেস পৌর দলের পক্ষ থেকে এই বক্তব্যের জবাবদিহি চাওয়া হয়েছে।" বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর দলের নির্দেশ, আগামিদিনে বক্তা বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে ৷ আর সেখান থেকেই মনে করা হচ্ছে আগামিদিনে এই ঘটনার কথা মাথায় রেখে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে বলার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হতে পারে।
আরও পড়ুন: