ETV Bharat / politics

মিমিকে নিয়ে তুঙ্গে জল্পনা, বৃহস্পতিবার বিধানসভায় ডাকলেন মমতা

Mamata Banerjee called Mimi Chakraborty: মিমিকে নিয়ে জল্পনার মাঝে তাঁকে বিধানসভায় ডাকলেন দলনেত্রী ৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে মিমি চক্রবর্তীর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ডেকেও পাঠিয়েছেন বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 6:43 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: দেবের মতো একের পর এক কমিটি থেকে ইস্তফা দিচ্ছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। আর বিষয়টি নজরে আসার পর হস্তক্ষেপ করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলাদা করে মিমি চক্রবর্তীর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ডেকেও পাঠিয়েছেন মমতা। বৃহস্পতিবার বাজেট অধিবেশন উপলক্ষে বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এই তৃণমূল সাংসদকে ডেকে পাঠিয়েছেন। দুপুরে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

প্রথমে রোগী কল্যাণ সমিতি এবং পরে সংসদীয় কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর মিমি চক্রবর্তীকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা নিষ্পত্তি করতেই তাঁকে ডেকে পাঠিয়েছেন দলনেত্রী বলে খবর। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে চলচ্চিত্র অভিনেতা দেবকে নিয়ে একটি জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। প্রথমে ঘাটালে একাধিক কমিটি থেকে ইস্তফা দেন দেব পরবর্তীতে সংসদের শেষ দিনে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্টও করেন তিনি যা দেখে অনেকেই ধারণা হয়েছিল তিনি হয়তো রাজনীতি থেকে দূরে সরে যেতে পারেন।

বিষয়টি নিয়ে জল্পনার মাঝেই তাঁকে ক্যামাকস্ট্রিটে দেখে পাঠান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর অভিনেতা নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েও সাক্ষাৎ করেন। এই দুই সাক্ষাতের পর দেবকে নিয়ে ওঠা জল্পনায় আপাতত যবনিকা নেমে এসেছে। কিন্তু তারপরে মিমি চক্রবর্তী একের পর এক কমিটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাকে নিয়েও জল্পনা তৈরি হয়। মনে করা হচ্ছে এই জল্পনার অবসান ঘটাতে এবার নিজেই আসরে নামছেন দলনেত্রী। এই অবস্থায় দেখার শেষ পর্যন্ত এই নিয়ে কী অগ্রগতি হয়।

আরও পড়ুন

টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন সুকান্ত, বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়

21 ফেব্রুয়ারি পঞ্জাব সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন স্বর্ণমন্দিরেও

কলকাতা, 14 ফেব্রুয়ারি: দেবের মতো একের পর এক কমিটি থেকে ইস্তফা দিচ্ছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। আর বিষয়টি নজরে আসার পর হস্তক্ষেপ করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলাদা করে মিমি চক্রবর্তীর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ডেকেও পাঠিয়েছেন মমতা। বৃহস্পতিবার বাজেট অধিবেশন উপলক্ষে বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এই তৃণমূল সাংসদকে ডেকে পাঠিয়েছেন। দুপুরে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

প্রথমে রোগী কল্যাণ সমিতি এবং পরে সংসদীয় কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর মিমি চক্রবর্তীকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা নিষ্পত্তি করতেই তাঁকে ডেকে পাঠিয়েছেন দলনেত্রী বলে খবর। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে চলচ্চিত্র অভিনেতা দেবকে নিয়ে একটি জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। প্রথমে ঘাটালে একাধিক কমিটি থেকে ইস্তফা দেন দেব পরবর্তীতে সংসদের শেষ দিনে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্টও করেন তিনি যা দেখে অনেকেই ধারণা হয়েছিল তিনি হয়তো রাজনীতি থেকে দূরে সরে যেতে পারেন।

বিষয়টি নিয়ে জল্পনার মাঝেই তাঁকে ক্যামাকস্ট্রিটে দেখে পাঠান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর অভিনেতা নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েও সাক্ষাৎ করেন। এই দুই সাক্ষাতের পর দেবকে নিয়ে ওঠা জল্পনায় আপাতত যবনিকা নেমে এসেছে। কিন্তু তারপরে মিমি চক্রবর্তী একের পর এক কমিটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাকে নিয়েও জল্পনা তৈরি হয়। মনে করা হচ্ছে এই জল্পনার অবসান ঘটাতে এবার নিজেই আসরে নামছেন দলনেত্রী। এই অবস্থায় দেখার শেষ পর্যন্ত এই নিয়ে কী অগ্রগতি হয়।

আরও পড়ুন

টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন সুকান্ত, বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়

21 ফেব্রুয়ারি পঞ্জাব সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন স্বর্ণমন্দিরেও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.