ETV Bharat / politics

'সন্দেশখালি বিজেপির তৈরি নাটক', ভাইরাল স্টিং অপারেশনকে হাতিয়ার করে নিশানা মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee on Sandeshkhali Sting: সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়োকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এদিন চাকদায় রানাঘাট লোকসভার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে জনসভা থেকে বিজেপিকে নোংরা ও ঘৃণ্য রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেন মমতা ৷

ETV BHARAT
সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 3:03 PM IST

Updated : May 4, 2024, 4:26 PM IST

চাকদা, 4 মে: সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিল ৷ আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে ৷ রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রচারে এসে সন্দেশখালি নিয়ে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়োকে হাতিয়ার করে, পুরো ঘটনাকে 'বিজেপির তৈরি করা নাটক' বলে অভিহিত করলেন তিনি ৷ এই প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগেের সূত্র ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন মমতা ৷

চাকদার জনসভা থেকে মমতা বলেন, "সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন ৷ আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে ৷ বিজেপির তৈরি করা নাটক, আমি অনেকদিন ধরেই বলছিলাম ৷" উল্লেখ্য, এদিন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ যেখানে সন্দেশখালি দুই ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর কথায় ধর্ষণের একাধিক ভুয়ো মামলা ও অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছিল ৷ আর পুরোটাই হয়েছিল, বসিরহাট লোকসভা নির্বাচনে বিজেপির দাপট তৈরি করতে ৷ (ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷)

সেই ভিডিয়োকেই এবার হাতিয়ার করলেন মমতা ৷ তবে, শুধু বিজেপি নয় ৷ এই প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অস্থায়ী মহিলা কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগের ইস্যুটি টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ যে সূত্র ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন তিনি ৷ মমতা বলেন, "মোদিবাবু খালিসন্দেশখালি নিয়ে 'সন্দেশ' দেন ৷ আপনার রাজ্যপাল রাজভবনে একজন মহিলার শ্লীলতাহানি করেছেন ৷ একরাত তো কাটিয়ে চলে গেলেন, আপনার রাজ্যপালকে কী ভাষণ দিলেন ? ওঁকে নিয়ে কিছু ভাষণ দিতে পারলেন না ?"

উল্লেখ্য, গতকাল বর্ধমান, কৃষ্ণনগর ও বীরভূম তিন জনসভা থেকে সন্দেশখালি ইস্যু নিয়ে সরব হয়েছিলেন মোদি ৷ এর আগে বৃহস্পতিবার রাতে রাজভবনেই ছিলেন মোদি। তাঁর সফর শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। তা নিয়ে অবশ্য প্রধানমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ পরদিন রাজ্যের তিনটি সভা থেকেও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। আজ চাকদার জনসভা থেকে সন্দেশখালির স্টিং অপারেশনের ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করে, বিজেপি ও মোদিকে নিশানা করলেন মমতা ৷

সভা শুরুর আগে মমতা এদিন সোশাল মিডিয়াতেও সন্দেশখালির সেই ভাইরাল ভিডিয়োর পোস্ট শেয়ার করেছেন ৷ সেখানে তিনি বিজেপিকে নোংরা ও ঘৃণ্য রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেছেন ৷ মমতা লেখেন, "সন্দেশখালির এই স্টিং অপারেশন প্রমাণ করে যে, বিজেপি আসলে কতটা নোংরা এবং ঘৃণ্য দল। বাংলার প্রগতিশীল ভাবধারা ও কৃষ্টি-সংস্কৃতির প্রতি আঘাত হানতে, বাংলা-বিরোধীরা আমাদের রাজ্যের সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র-চক্রান্ত করে ৷"

ভারতীয় রাজনীতির অতীতের ঐতিহ্যকে টেনে মমতা বিজেপির সমালোচনায় সরব হয়েছেন ৷ তিনি বলেন, "ভারতের ইতিহাসে এর আগে কখনও দিল্লির কোনও শাসক দল, স্রেফ প্রতিহিংসার বশে একটি গোটা রাজ্য এবং সেই রাজ্যের জনগণকে অপমান করার এরকম চেষ্টা করেনি ৷ ইতিহাস সাক্ষী থাকবে, কীভাবে দিল্লির ষড়যন্ত্রমূলক শাসনের বিরুদ্ধে বাংলা গর্জে উঠবে এবং তাদের বিসর্জন নিশ্চিত করবে।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো! ভাইরাল ভিডিয়োয় বিজেপি নেতার দাবি ঘিরে তরজা
  2. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের সঠিক তদন্ত চায় বামেরা
  3. রাজভবনের ওসির থেকে সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার

চাকদা, 4 মে: সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিল ৷ আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে ৷ রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রচারে এসে সন্দেশখালি নিয়ে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়োকে হাতিয়ার করে, পুরো ঘটনাকে 'বিজেপির তৈরি করা নাটক' বলে অভিহিত করলেন তিনি ৷ এই প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগেের সূত্র ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন মমতা ৷

চাকদার জনসভা থেকে মমতা বলেন, "সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন ৷ আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে ৷ বিজেপির তৈরি করা নাটক, আমি অনেকদিন ধরেই বলছিলাম ৷" উল্লেখ্য, এদিন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ যেখানে সন্দেশখালি দুই ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর কথায় ধর্ষণের একাধিক ভুয়ো মামলা ও অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছিল ৷ আর পুরোটাই হয়েছিল, বসিরহাট লোকসভা নির্বাচনে বিজেপির দাপট তৈরি করতে ৷ (ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷)

সেই ভিডিয়োকেই এবার হাতিয়ার করলেন মমতা ৷ তবে, শুধু বিজেপি নয় ৷ এই প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অস্থায়ী মহিলা কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগের ইস্যুটি টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ যে সূত্র ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন তিনি ৷ মমতা বলেন, "মোদিবাবু খালিসন্দেশখালি নিয়ে 'সন্দেশ' দেন ৷ আপনার রাজ্যপাল রাজভবনে একজন মহিলার শ্লীলতাহানি করেছেন ৷ একরাত তো কাটিয়ে চলে গেলেন, আপনার রাজ্যপালকে কী ভাষণ দিলেন ? ওঁকে নিয়ে কিছু ভাষণ দিতে পারলেন না ?"

উল্লেখ্য, গতকাল বর্ধমান, কৃষ্ণনগর ও বীরভূম তিন জনসভা থেকে সন্দেশখালি ইস্যু নিয়ে সরব হয়েছিলেন মোদি ৷ এর আগে বৃহস্পতিবার রাতে রাজভবনেই ছিলেন মোদি। তাঁর সফর শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। তা নিয়ে অবশ্য প্রধানমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ পরদিন রাজ্যের তিনটি সভা থেকেও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। আজ চাকদার জনসভা থেকে সন্দেশখালির স্টিং অপারেশনের ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করে, বিজেপি ও মোদিকে নিশানা করলেন মমতা ৷

সভা শুরুর আগে মমতা এদিন সোশাল মিডিয়াতেও সন্দেশখালির সেই ভাইরাল ভিডিয়োর পোস্ট শেয়ার করেছেন ৷ সেখানে তিনি বিজেপিকে নোংরা ও ঘৃণ্য রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেছেন ৷ মমতা লেখেন, "সন্দেশখালির এই স্টিং অপারেশন প্রমাণ করে যে, বিজেপি আসলে কতটা নোংরা এবং ঘৃণ্য দল। বাংলার প্রগতিশীল ভাবধারা ও কৃষ্টি-সংস্কৃতির প্রতি আঘাত হানতে, বাংলা-বিরোধীরা আমাদের রাজ্যের সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র-চক্রান্ত করে ৷"

ভারতীয় রাজনীতির অতীতের ঐতিহ্যকে টেনে মমতা বিজেপির সমালোচনায় সরব হয়েছেন ৷ তিনি বলেন, "ভারতের ইতিহাসে এর আগে কখনও দিল্লির কোনও শাসক দল, স্রেফ প্রতিহিংসার বশে একটি গোটা রাজ্য এবং সেই রাজ্যের জনগণকে অপমান করার এরকম চেষ্টা করেনি ৷ ইতিহাস সাক্ষী থাকবে, কীভাবে দিল্লির ষড়যন্ত্রমূলক শাসনের বিরুদ্ধে বাংলা গর্জে উঠবে এবং তাদের বিসর্জন নিশ্চিত করবে।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো! ভাইরাল ভিডিয়োয় বিজেপি নেতার দাবি ঘিরে তরজা
  2. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের সঠিক তদন্ত চায় বামেরা
  3. রাজভবনের ওসির থেকে সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার
Last Updated : May 4, 2024, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.