ETV Bharat / politics

'রিয়্যালিটি শো নয়, মানুষ শিল্প চায়'; রচনাকে কটাক্ষ লকেটের - Lok Sabha Elections

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 10:43 PM IST

Lok Sabha Elections: দোলের দিন জনসংযোগে গিয়ে রচনাকে তীব্র আক্রমণ লকেটের ৷ বিজেপি প্রার্থীর দাবি, মানুষ রিয়ালিটি শো নয়, মানুষ শিল্প চায় ৷ দিদি নাম্বার ওয়ান নিয়েও কটাক্ষ করেছেন লকেট ৷

Etv Bharat
Etv Bharat
রচনাকে কটাক্ষ লকেটের

হুগলি, 25 মার্চ: লোকসভা ভোটে জয়ের পরই হুগলির দিদিদের 'দিদি নম্বর ওয়ান'-এ ডাকা হবে। রবিবার বসন্ত উৎসবে যোগ দিয়েই বলেছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার কার্যত তারই পালটা দিলেন বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায় ৷ রচনাকে কটাক্ষ করে তাঁর দাবি, মানুষ শিল্প চায়, দিদি নম্বর ওয়ান চায় না ৷ হুগলির মানুষ এতো বোকা নয় বলেও দাবি করেছেন লকেট ৷

রবিবার হুগলি লোকসভায় বেগমপুরে বসন্ত উৎসবে যোগ দেন রচনা। সেখানেই দোলের শুভেচ্ছা জানাতে গিয়ে তৃণমূল প্রার্থী বলেন, "যদি জয়ী হই, তাহলে জি-বাংলাকে বলব হুগলি জেলার দিদিদের আগে ডাকতে। সবাইকে বলব আমাকে দিয়ে যদি দিদি নাম্বার ওয়ান করাতে চাও, তবে হুগলি জেলার মানুষ, দিদিদের আগে দিদি নাম্বার ওয়ানে ডাক ৷ তারপরে অন্য সব দিদিরা আসবে।"

তারই পালটা দিতে গিয়ে এদিন রচনাকে আক্রমণ করেন লকেট ৷ দোলের দিন ভদ্রেশ্বরে শীতলা মন্দিরে পুজো দেন লকেট চট্টোপাধ্যায়। এদিন ভদ্রেশ্বরে বসন্ত উৎসবে যোগ দিয়ে পালটা তৃণমূল প্রার্থীর উদ্দেশে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, "মানুষ দিদি নাম্বার ওয়ানে যেতে চায় না ৷ মানুষ কাজ চায়, সুরক্ষা চায়। মানুষ কৃষি চায়, শিল্প চায়। টিভিতে গিয়ে দিদি নাম্বার ওয়ান করে কী হবে ? ওটাতো একটা অভিনয়ের পার্ট।"

একইসঙ্গে লকেট বলেন, "আজকের দিনে মানুষ দুর্নীতি চায় না। মানুষ তোলাবাজি, সিন্ডিকেট চায় না ৷ মানুষ লুটেরাদের সরকার চায় না। আমার লজ্জা লাগে এখানে কেন এই ধরনের প্রার্থী দিল, যার কোনও রাজনৈতিক অভিজ্ঞতাই নেই। খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের জন্য। হুগলির মানুষ এত বোকা নয়। যথেষ্ট শিক্ষিত তারা। হুগলির মানুষ জানে কোনটা রাজনীতি, আর কোনটা অভিনয়।"

আরও পড়ুন:

  1. দেওয়াল লিখনকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, ভোটের আগে অশান্ত ভাঙড়
  2. 'বিস্তা আমার প্রার্থী নন', বিদ্রোহ ঘোষণা করে নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত বিজেপি বিধায়কের

রচনাকে কটাক্ষ লকেটের

হুগলি, 25 মার্চ: লোকসভা ভোটে জয়ের পরই হুগলির দিদিদের 'দিদি নম্বর ওয়ান'-এ ডাকা হবে। রবিবার বসন্ত উৎসবে যোগ দিয়েই বলেছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার কার্যত তারই পালটা দিলেন বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায় ৷ রচনাকে কটাক্ষ করে তাঁর দাবি, মানুষ শিল্প চায়, দিদি নম্বর ওয়ান চায় না ৷ হুগলির মানুষ এতো বোকা নয় বলেও দাবি করেছেন লকেট ৷

রবিবার হুগলি লোকসভায় বেগমপুরে বসন্ত উৎসবে যোগ দেন রচনা। সেখানেই দোলের শুভেচ্ছা জানাতে গিয়ে তৃণমূল প্রার্থী বলেন, "যদি জয়ী হই, তাহলে জি-বাংলাকে বলব হুগলি জেলার দিদিদের আগে ডাকতে। সবাইকে বলব আমাকে দিয়ে যদি দিদি নাম্বার ওয়ান করাতে চাও, তবে হুগলি জেলার মানুষ, দিদিদের আগে দিদি নাম্বার ওয়ানে ডাক ৷ তারপরে অন্য সব দিদিরা আসবে।"

তারই পালটা দিতে গিয়ে এদিন রচনাকে আক্রমণ করেন লকেট ৷ দোলের দিন ভদ্রেশ্বরে শীতলা মন্দিরে পুজো দেন লকেট চট্টোপাধ্যায়। এদিন ভদ্রেশ্বরে বসন্ত উৎসবে যোগ দিয়ে পালটা তৃণমূল প্রার্থীর উদ্দেশে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, "মানুষ দিদি নাম্বার ওয়ানে যেতে চায় না ৷ মানুষ কাজ চায়, সুরক্ষা চায়। মানুষ কৃষি চায়, শিল্প চায়। টিভিতে গিয়ে দিদি নাম্বার ওয়ান করে কী হবে ? ওটাতো একটা অভিনয়ের পার্ট।"

একইসঙ্গে লকেট বলেন, "আজকের দিনে মানুষ দুর্নীতি চায় না। মানুষ তোলাবাজি, সিন্ডিকেট চায় না ৷ মানুষ লুটেরাদের সরকার চায় না। আমার লজ্জা লাগে এখানে কেন এই ধরনের প্রার্থী দিল, যার কোনও রাজনৈতিক অভিজ্ঞতাই নেই। খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের জন্য। হুগলির মানুষ এত বোকা নয়। যথেষ্ট শিক্ষিত তারা। হুগলির মানুষ জানে কোনটা রাজনীতি, আর কোনটা অভিনয়।"

আরও পড়ুন:

  1. দেওয়াল লিখনকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, ভোটের আগে অশান্ত ভাঙড়
  2. 'বিস্তা আমার প্রার্থী নন', বিদ্রোহ ঘোষণা করে নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত বিজেপি বিধায়কের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.