জঙ্গিপুর, 1 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় একাই লড়াই করার কথা ঘোষণা করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তাঁর ফর্মুলা মেনে নিতে কংগ্রেস রাজি হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি ৷ তার পরও এই রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আশাবাদী রাহুল গান্ধির দল ৷
বৃহস্পতিবার কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই নিয়ে বলেন, "একটি জোটে দেওয়া ও নেওয়া চলতেই থাকে । সমস্ত দলকে সন্তুষ্ট করে এমন আসন ভাগাভাগি নিয়ে এই রাজ্যে আমরা ঐকমত্যে পৌঁছতে পারব বলেই আশাবাদী ৷ মমতাজি ‘ইন্ডিয়া’ ব্লকের প্রতি তাঁর দায়বদ্ধতা প্রকাশ করেছেন ৷ তাঁর এই অবস্থানকে আমরা স্বাগত জানাই ।"
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এখন ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গে রয়েছেন ৷ সেই যাত্রা বৃহস্পতিবার ছিল মুর্শিদাবাদে ৷ ওই যাত্রার মাঝেই মুর্শিদাবাদের জঙ্গিপুরে সাংবাদিক বৈঠক করেন জয়রাম রমেশ ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ তাছাড়া আবারও মনে করিয়ে দেন যে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রধান লক্ষ্য হল কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা ।
যে জেলায় বসে জয়রাম এই কথা বললেন, সেই মুর্শিদাবাদে লোকসভার তিনটি আসন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে ওই তিনটি আসনের মধ্যে দু’টিতে জেতে তৃণমূল ৷ আর একটি বহরমপুরে জয়ী হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ কিন্তু বুধবার মমতা বন্দ্যোপাধ্য়ায় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কংগ্রেসকে এই রাজ্য়ে দু’টি আসন ছাড়তে রাজি হয়েছিলেন (এর মধ্যে বহরমপুর নেই) ৷ মালদার দু’টো লোকসভা আসন (একটিতে 2019 সালে কংগ্রেসই জিতেছিল) দিতে চেয়েছিলেন ৷ কংগ্রেস রাজি না হওয়ায় তিনি লোকসভা নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷
মমতার এই বক্তব্য সম্বন্ধে অবগত জয়রামও ৷ তিনি এই নিয়ে বলেন, "আমি তাঁর (মমতা) বিবৃতি সম্পর্কে শুনেছি ৷ তবে এটি তাঁর মতামতকে প্রতিফলিত করে, জোটের ঐক্যমত্য নয় । আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার জন্য তৃণমূল ও কংগ্রেস উভয়েরই অভিন্ন লক্ষ্য রয়েছে ।" যদিও মমতা দাবি করেছেন, বাংলায় বিজেপিকে সুবিধা করে দিতে কংগ্রেস ও সিপিএম হাত মিলিয়েছে ৷
অন্যদিকে বাংলায় তৃণমূলের সঙ্গে কোনও জোটে যুক্ত হতে সিপিএম নেতৃত্বের অনিচ্ছার বিষয়ে জয়রাম রমেশ বলেন, "সিপিএম, কংগ্রেস, তৃণমূল ও অন্যান্য দলের প্রতিনিধিরা বিরোধী ব্লকের সমস্ত বৈঠকে উপস্থিত ছিলেন ।" কিন্তু 27 দলের বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’য় কংগ্রেস, তৃণমূল ও সিপিএম শরিক হলেও বাংলায় কংগ্রেস ও সিপিএম লড়াই করছে তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধে ৷
কিন্তু রাহুল গান্ধির ঘনিষ্ঠ বলে পরিচিত জয়রাম রমেশ বলছেন, "বাংলায় আমাদের লক্ষ্য পরিষ্কার - বিজেপিকে হটিয়ে দেওয়া । বিজেপি গত নির্বাচনে পশ্চিমবঙ্গে যে 18টি আসনে জিতেছিল, সেগুলিতে তাদের পরাজয় আমাদের নিশ্চিত করতে হবে ।"
উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল একাই লড়াই করেছিল ৷ কংগ্রেস ও বামেরা জোট গড়ে লড়াই করে ৷ ভোটের ফল প্রকাশের পর দেখা যায় ৷ বামেদের ফিরতে হয় শূন্য হাতে ৷ কংগ্রেস পেয়েছে দু’টি আসন ৷ আর তৃণমূল জিতেছে 22টি আসনে ৷ বিজেপি অনেকটা অপ্রত্যাশিতভাবেই জেতে 18টি আসনে ৷
সেবারও ভোটের আগে বিজেপি বিরোধীদের একছাতার তলায় আনার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু শেষপর্যন্ত জোট হয়নি ৷ এবারও মমতার উদ্যোগেই মূলত বিরোধীরা এক ছাতার তলায় এসেছে ৷ কিন্তু আসন সমঝোতা হবে কি ?
(পিটিআই ইনপুট-সহ)
আরও পড়ুন: