ETV Bharat / politics

প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশী

Manohar Joshi Passed Away: অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ শিবসেনা নেতা মনোহর জোশী ৷ শুক্রবার ভোররাতে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

Etv Bharat
মনোহর জোশী
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 7:45 AM IST

Updated : Feb 23, 2024, 10:09 AM IST

মুম্বই, 23 ফেব্রুয়ারি: প্রয়াত হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ শিবসেনা নেতা মনোহর জোশী ৷ শুক্রবার ভোর 3টেয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল 86 বছর ৷

21 ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ এই নেতা ৷ সেদিনই তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ চিকিৎসায় হৃদরোগজনিত অসুস্থতা ধরা পড়ে ৷ ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলছিল তাঁর ৷

মনোহর জোশী প্রয়াত বালাসাহেব ঠাকরের কট্টর শিব সৈনিক হিসাবে পরিচিত ছিলেন । তাঁর মৃত্যু মহারাষ্ট্রের রাজনৈতিক ক্ষতি বলে মত ওয়াকিবহল মহলের ৷ লোকসভার প্রাক্তন স্পিকারের দেহ মাটুঙ্গা পশ্চিমে রূপারেল কলেজের কাছে তাঁর বাসভবন 'W54'-এ রাখা হবে । সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত তাঁর সমর্থক ও কর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ৷ দুপুর 2টোর পর শুরু হবে মনোহর জোশীর শেষকৃত্য । এরপর দাদার শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হবে বলে জানিয়েছেন পরিজনরা । জানা গিয়েছে, 2023 সালের মে মাসেও মনোহর জোশী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন । সেই থেকে প্রবল দৃঢ়তার সঙ্গে এতদিন লড়াই করেছেন ৷ তিনিই ছিলেন শিবসেনা-বিজেপি জোটের প্রথম মুখ্যমন্ত্রী ৷

লোকসভার প্রাক্তন স্পিকারের মৃত্যুতে শোকপ্রকাশ বর্তমানের ৷ লোকসভার স্পিকার ওম বিড়লা সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "লোকসভার প্রাক্তন স্পিকার এবং প্রবীণ রাজনীতিবিদ মনোহর যোশীর মৃত্যুতে আমি শোকাহত । গণতান্ত্রিক মূল্যবোধকে সমৃদ্ধ করার সময় সর্বোত্তম সংসদীয় ঐতিহ্য স্থাপন করেছিলেন তিনি । নিজের স্বতন্ত্র এবং নিরপেক্ষ শৈলীর জন্য তিনি বিভিন্ন দলের নেতাদের দ্বারা সম্মানিত ছিলেন । তাঁর পরিচালনার অধ্যয়ন আমাকে সুষ্ঠুভাবে হাউস পরিচালনার জন্য দিক নির্দেশনা দিয়েছে । তার মৃত্যু আমার জন্যও একটি ব্যক্তিগত ক্ষতি । ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি । এই গভীর দুঃখের দিনে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ।"

ওম বিড়লা ছাড়াও জোশীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত ৷

আরও পড়ুন :

  1. থেমে গেল 'বিনাকা গীতমালা' কণ্ঠ, প্রয়াত কিংবদন্তি রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানি
  2. প্রয়াত সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী ফালি নরিমান, শোকপ্রকাশ মোদির
  3. 59 বছর বয়সে থামল পথচলা, প্রয়াত 'অনুপমা'খ্যাত অভিনেতা ঋতুরাজ সিং

মুম্বই, 23 ফেব্রুয়ারি: প্রয়াত হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ শিবসেনা নেতা মনোহর জোশী ৷ শুক্রবার ভোর 3টেয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল 86 বছর ৷

21 ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ এই নেতা ৷ সেদিনই তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ চিকিৎসায় হৃদরোগজনিত অসুস্থতা ধরা পড়ে ৷ ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলছিল তাঁর ৷

মনোহর জোশী প্রয়াত বালাসাহেব ঠাকরের কট্টর শিব সৈনিক হিসাবে পরিচিত ছিলেন । তাঁর মৃত্যু মহারাষ্ট্রের রাজনৈতিক ক্ষতি বলে মত ওয়াকিবহল মহলের ৷ লোকসভার প্রাক্তন স্পিকারের দেহ মাটুঙ্গা পশ্চিমে রূপারেল কলেজের কাছে তাঁর বাসভবন 'W54'-এ রাখা হবে । সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত তাঁর সমর্থক ও কর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ৷ দুপুর 2টোর পর শুরু হবে মনোহর জোশীর শেষকৃত্য । এরপর দাদার শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হবে বলে জানিয়েছেন পরিজনরা । জানা গিয়েছে, 2023 সালের মে মাসেও মনোহর জোশী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন । সেই থেকে প্রবল দৃঢ়তার সঙ্গে এতদিন লড়াই করেছেন ৷ তিনিই ছিলেন শিবসেনা-বিজেপি জোটের প্রথম মুখ্যমন্ত্রী ৷

লোকসভার প্রাক্তন স্পিকারের মৃত্যুতে শোকপ্রকাশ বর্তমানের ৷ লোকসভার স্পিকার ওম বিড়লা সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "লোকসভার প্রাক্তন স্পিকার এবং প্রবীণ রাজনীতিবিদ মনোহর যোশীর মৃত্যুতে আমি শোকাহত । গণতান্ত্রিক মূল্যবোধকে সমৃদ্ধ করার সময় সর্বোত্তম সংসদীয় ঐতিহ্য স্থাপন করেছিলেন তিনি । নিজের স্বতন্ত্র এবং নিরপেক্ষ শৈলীর জন্য তিনি বিভিন্ন দলের নেতাদের দ্বারা সম্মানিত ছিলেন । তাঁর পরিচালনার অধ্যয়ন আমাকে সুষ্ঠুভাবে হাউস পরিচালনার জন্য দিক নির্দেশনা দিয়েছে । তার মৃত্যু আমার জন্যও একটি ব্যক্তিগত ক্ষতি । ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি । এই গভীর দুঃখের দিনে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ।"

ওম বিড়লা ছাড়াও জোশীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত ৷

আরও পড়ুন :

  1. থেমে গেল 'বিনাকা গীতমালা' কণ্ঠ, প্রয়াত কিংবদন্তি রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানি
  2. প্রয়াত সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী ফালি নরিমান, শোকপ্রকাশ মোদির
  3. 59 বছর বয়সে থামল পথচলা, প্রয়াত 'অনুপমা'খ্যাত অভিনেতা ঋতুরাজ সিং
Last Updated : Feb 23, 2024, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.