ETV Bharat / politics

কুর্সির লড়াইয়ে দমদমে রেকর্ড ? নাকি তীরে এসে ডুববে তরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Dum Dum Constituency West Bengal Lok Sabha Election 2024 Party Wise Candidates: দমদম লোকসভা কেন্দ্র ৷ সময়ে সময়ে এখানকার ভোটাররা তাঁদের সাংসদ বদল করেছেন ৷ বাম, কংগ্রেস, বিজেপি ঘুরে 2009 সাল থেকে দমদমের তৃণমূলের দখলে ৷ এবার ত্রিমুখী লড়াই ৷ তৃণমূলের সৌগত রায়ের সঙ্গে লড়াইয়ে রয়েছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বিজেপির শীলভদ্র দত্ত ৷ কুর্সি এবার কার দখলে ? খোঁজ নিল ইটিভি ভারত ৷

Dum Dum Constituency West Bengal
দমদম লোকসভা কেন্দ্র (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 3:34 PM IST

Updated : May 31, 2024, 4:07 PM IST

দমদম, 31 মে: লোকসভার ভোটযুদ্ধে বরাবরই দমদম ছিল নজরকাড়া ৷ অতীতে উত্তর 24 পরগনা বরাবরই লাল দুর্গ হলেও, দমদম এককভাবে কখনও কোন একটি রাজনৈতিক দলের হাতে থাকেনি ৷ বরং ঘুরিয়ে ফিরিয়ে দমদমের মাটিতে শেষ হাসি হেসেছে, কখনও লাল, কখনও হাত, তো আবার কোনও সময় পদ্ম ৷ আর শেষ তিন লোকসভায় ঘাসফুল ৷ এবারের দমদম লোকসভা কেন্দ্রের লড়াইটা প্রকৃত পক্ষে ত্রিমুখী ৷ যেখানে একদিকে বর্ষিয়ান রাজনীতিক তথা দমদমের গত তিন বারের তৃণমূলের সাংসদ সৌগত রায় ৷ আর তাঁর বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ বিচক্ষণ বাম রাজনীতিক সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ৷ আর তৃতীয় প্রার্থী অবশ্যই বিজেপির শীলভদ্র দত্ত ৷ এই ত্রিমুখী লড়াইয়ে দমদম লোকসভার কুর্সি খবর নিল ইটিভি ভারত ৷

দমদমের কুর্সি দখলে জোর লড়াই (ইটিভি ভারত)

1977 সাল থেকে দেখলে এই দমদম লোকসভা কেন্দ্রে কখনো সাংসদ হয়েছেন বিশিষ্ট বামপন্থী নেতা নীরেন ঘোষ, নির্মল কান্তি চট্টোপাধ্যায় ৷ আবার রং বদলে দমদমে ভোটাররা কংগ্রেসের আশুতোষ লাহাতে বিশ্বাস রেখেছিলেন ৷ পরবর্তীতে বিজেপির তপন সিকদার দমদম কেন্দ্র থেকে জিতে কেন্ত্রীয় মন্ত্রী হয়েছিলেন ৷ আর 2009 সাল থেকে এই কেন্দ্রে জয়ী হয়ে চলেছেন সৌগত রায়ের মতো হেভিওয়েট নেতা ৷

তবে, এবার দমদমের লড়াই একদম অন্যরকম ৷ লাগাতার তিনবার জয়ের পর, চতুর্থবার যখন রেকর্ড গড়ার জন্য ময়দানে নেমেছেন সৌগত রায়, ঠিক তখন তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির শীলভদ্র দত্ত এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী ৷ এখানে বিজেপি ও সিপিআইএমের কাছে চ্যালেঞ্জ তাদের এক সময়ের শক্ত মাটি আবার ফিরে পাওয়ার ৷ আর সৌগতর লড়াই নিজের জমি ধরে রাখার ৷ আর এই নিয়েই জমজমাট দমদমের লড়াই ৷

Dum Dum Constituency West Bengal
দমদম লোকসভা কেন্দ্রের প্রধান তিন প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত)

2019 সালের ফলাফল ধরলে এই দমদম লোকসভার আসনে মাত্র 53 হাজার 2 ভোটে জিতেছিলেন সৌগত রায় ৷ সে সময় দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য ৷ সেবারের ভোটে তৃণমূল পেয়েছিল 42.51 শতাংশের কিছু বেশি ভোট ৷ আর বিজেপির দখলে গিয়েছিল 38.11 শতাংশ ভোট ৷ তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের নেপালদেব ভট্টাচার্য তিনি পেয়েছিলেন 13.91 শতাংশ ভোট ৷

2021 বিধানসভার ফল ধরলে এই লোকসভার সাতটি বিধানসভাতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ খড়দাতে তৃণমূল কংগ্রেসের লিড ছিল 28,140 ভোটের ৷ উত্তর দমদমে তৃণমূল কংগ্রেস জিতেছিল 28 হাজার 499 ভোটে ৷ পানিহাটিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল 25 হাজার 199 ভোটে ৷ কামারহাটিতে তৃণমূলের লিড ছিল 35 হাজার 408 ভোটে ৷ বরানগরের তৃণমূল 35,147 ভোটে জয়লাভ করে ৷ দমদমে তৃণমূল কংগ্রেস জিতেছিল 26 হাজার 731 ভোটে ৷ আর রাজারহাট-গোপালপুরে 25 হাজার 296 ভোটে জেতে রাজ্যের শাসকদল ৷ পঞ্চায়েত এবং পৌরসভার ফলাফল ধরলেও প্রায় প্রত্যেক পৌরসভাতেই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বোর্ড রয়েছে ৷ কোনও সন্দেহ নেই সেই জায়গা থেকে আপাত দৃষ্টিতে দেখলে সৌগত রায় দমদমে এগিয়ে রয়েছেন ৷

Dum Dum Constituency West Bengal
2019 লোকসভা ভোটের ফলাফল (ইটিভি ভারত)

কিন্তু, এবার দমদমে শুধু পাটিগণিতের হিসেব দেখলে হবে না ৷ কারণ, 2021-এর পরবর্তী সময় নিয়োগ দুর্নীতিতে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই জায়গা থেকে মফঃস্বল এলাকায় একটা বড় অংশের মানুষের মধ্যে কর্মসংস্থান ও এই নিয়োগ দুর্নীতি নিয়ে ক্ষোভ রয়েছে শাসকের বিরুদ্ধে ৷ এই ক্ষোভ যদি শেষ পর্যন্ত সৌগত রায়ের বিরুদ্ধে যায়, তাহলে তার জন্য লড়াইটা কঠিন হবে বৈকি ৷

অন্যদিকে, সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী যখন এই দমদমের প্রার্থী সেই জায়গায় বামপন্থী কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ তো থাকবেই ৷ গত লোকসভা নির্বাচন পর্যন্ত বামপন্থীদের যে অংশ হতাশ হয়ে বসে গিয়েছিল, তারা আরও একবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছে ৷ কিন্তু, প্রশ্ন হল ক্রমাগত রক্তক্ষরণ ও ক্ষয়ীষ্ণু বামশক্তি কি দমদমে আবার তাদের পুরনো অবস্থান ফিরে পাবে ? তার জবাব মিলবে আগামী 4 তারিখে গণনার দিন ৷

সৌগত-সুজনদের সমানে টক্কর দিচ্ছেন বিজেপির শীলভদ্র দত্ত ৷ এই দমদম আসনে দু’বার জয়ী হয়েছিলেন বিজেপির প্রয়াত প্রবাদপ্রতীম নেতা তপন শিকদার ৷ কাজেই দমদমের মাটিতে বিজেপির একটা সমর্থন তো আছেই ৷ সাম্প্রতিক সময়ে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে পদ্ম ফুটছে, সেই হাওয়া থেকে কীভাবে বাদ যায় দমদম ! কাজেই 24-এর দমদমের লড়াই জমজমাট ৷ এক্ষেত্রে শেষ হাসি কে হাসবে ? তা বলার জন্য অবশ্যই 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

দমদম, 31 মে: লোকসভার ভোটযুদ্ধে বরাবরই দমদম ছিল নজরকাড়া ৷ অতীতে উত্তর 24 পরগনা বরাবরই লাল দুর্গ হলেও, দমদম এককভাবে কখনও কোন একটি রাজনৈতিক দলের হাতে থাকেনি ৷ বরং ঘুরিয়ে ফিরিয়ে দমদমের মাটিতে শেষ হাসি হেসেছে, কখনও লাল, কখনও হাত, তো আবার কোনও সময় পদ্ম ৷ আর শেষ তিন লোকসভায় ঘাসফুল ৷ এবারের দমদম লোকসভা কেন্দ্রের লড়াইটা প্রকৃত পক্ষে ত্রিমুখী ৷ যেখানে একদিকে বর্ষিয়ান রাজনীতিক তথা দমদমের গত তিন বারের তৃণমূলের সাংসদ সৌগত রায় ৷ আর তাঁর বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ বিচক্ষণ বাম রাজনীতিক সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ৷ আর তৃতীয় প্রার্থী অবশ্যই বিজেপির শীলভদ্র দত্ত ৷ এই ত্রিমুখী লড়াইয়ে দমদম লোকসভার কুর্সি খবর নিল ইটিভি ভারত ৷

দমদমের কুর্সি দখলে জোর লড়াই (ইটিভি ভারত)

1977 সাল থেকে দেখলে এই দমদম লোকসভা কেন্দ্রে কখনো সাংসদ হয়েছেন বিশিষ্ট বামপন্থী নেতা নীরেন ঘোষ, নির্মল কান্তি চট্টোপাধ্যায় ৷ আবার রং বদলে দমদমে ভোটাররা কংগ্রেসের আশুতোষ লাহাতে বিশ্বাস রেখেছিলেন ৷ পরবর্তীতে বিজেপির তপন সিকদার দমদম কেন্দ্র থেকে জিতে কেন্ত্রীয় মন্ত্রী হয়েছিলেন ৷ আর 2009 সাল থেকে এই কেন্দ্রে জয়ী হয়ে চলেছেন সৌগত রায়ের মতো হেভিওয়েট নেতা ৷

তবে, এবার দমদমের লড়াই একদম অন্যরকম ৷ লাগাতার তিনবার জয়ের পর, চতুর্থবার যখন রেকর্ড গড়ার জন্য ময়দানে নেমেছেন সৌগত রায়, ঠিক তখন তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির শীলভদ্র দত্ত এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী ৷ এখানে বিজেপি ও সিপিআইএমের কাছে চ্যালেঞ্জ তাদের এক সময়ের শক্ত মাটি আবার ফিরে পাওয়ার ৷ আর সৌগতর লড়াই নিজের জমি ধরে রাখার ৷ আর এই নিয়েই জমজমাট দমদমের লড়াই ৷

Dum Dum Constituency West Bengal
দমদম লোকসভা কেন্দ্রের প্রধান তিন প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত)

2019 সালের ফলাফল ধরলে এই দমদম লোকসভার আসনে মাত্র 53 হাজার 2 ভোটে জিতেছিলেন সৌগত রায় ৷ সে সময় দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য ৷ সেবারের ভোটে তৃণমূল পেয়েছিল 42.51 শতাংশের কিছু বেশি ভোট ৷ আর বিজেপির দখলে গিয়েছিল 38.11 শতাংশ ভোট ৷ তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের নেপালদেব ভট্টাচার্য তিনি পেয়েছিলেন 13.91 শতাংশ ভোট ৷

2021 বিধানসভার ফল ধরলে এই লোকসভার সাতটি বিধানসভাতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ খড়দাতে তৃণমূল কংগ্রেসের লিড ছিল 28,140 ভোটের ৷ উত্তর দমদমে তৃণমূল কংগ্রেস জিতেছিল 28 হাজার 499 ভোটে ৷ পানিহাটিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল 25 হাজার 199 ভোটে ৷ কামারহাটিতে তৃণমূলের লিড ছিল 35 হাজার 408 ভোটে ৷ বরানগরের তৃণমূল 35,147 ভোটে জয়লাভ করে ৷ দমদমে তৃণমূল কংগ্রেস জিতেছিল 26 হাজার 731 ভোটে ৷ আর রাজারহাট-গোপালপুরে 25 হাজার 296 ভোটে জেতে রাজ্যের শাসকদল ৷ পঞ্চায়েত এবং পৌরসভার ফলাফল ধরলেও প্রায় প্রত্যেক পৌরসভাতেই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বোর্ড রয়েছে ৷ কোনও সন্দেহ নেই সেই জায়গা থেকে আপাত দৃষ্টিতে দেখলে সৌগত রায় দমদমে এগিয়ে রয়েছেন ৷

Dum Dum Constituency West Bengal
2019 লোকসভা ভোটের ফলাফল (ইটিভি ভারত)

কিন্তু, এবার দমদমে শুধু পাটিগণিতের হিসেব দেখলে হবে না ৷ কারণ, 2021-এর পরবর্তী সময় নিয়োগ দুর্নীতিতে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই জায়গা থেকে মফঃস্বল এলাকায় একটা বড় অংশের মানুষের মধ্যে কর্মসংস্থান ও এই নিয়োগ দুর্নীতি নিয়ে ক্ষোভ রয়েছে শাসকের বিরুদ্ধে ৷ এই ক্ষোভ যদি শেষ পর্যন্ত সৌগত রায়ের বিরুদ্ধে যায়, তাহলে তার জন্য লড়াইটা কঠিন হবে বৈকি ৷

অন্যদিকে, সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী যখন এই দমদমের প্রার্থী সেই জায়গায় বামপন্থী কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ তো থাকবেই ৷ গত লোকসভা নির্বাচন পর্যন্ত বামপন্থীদের যে অংশ হতাশ হয়ে বসে গিয়েছিল, তারা আরও একবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছে ৷ কিন্তু, প্রশ্ন হল ক্রমাগত রক্তক্ষরণ ও ক্ষয়ীষ্ণু বামশক্তি কি দমদমে আবার তাদের পুরনো অবস্থান ফিরে পাবে ? তার জবাব মিলবে আগামী 4 তারিখে গণনার দিন ৷

সৌগত-সুজনদের সমানে টক্কর দিচ্ছেন বিজেপির শীলভদ্র দত্ত ৷ এই দমদম আসনে দু’বার জয়ী হয়েছিলেন বিজেপির প্রয়াত প্রবাদপ্রতীম নেতা তপন শিকদার ৷ কাজেই দমদমের মাটিতে বিজেপির একটা সমর্থন তো আছেই ৷ সাম্প্রতিক সময়ে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে পদ্ম ফুটছে, সেই হাওয়া থেকে কীভাবে বাদ যায় দমদম ! কাজেই 24-এর দমদমের লড়াই জমজমাট ৷ এক্ষেত্রে শেষ হাসি কে হাসবে ? তা বলার জন্য অবশ্যই 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

Last Updated : May 31, 2024, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.